![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মদক তং বা সাকাহাফং বাংলাদেশের সর্বোচ্চ চুড়া । ৩৪৫৪ ফুট । কেওক্রাডং এর উপর থেকে নেয়া ছবি ।
দুরে মদক রেঞ্জ দেখা যায় । মাঝের উচু চুড়াটি জ-ত্লং , দেশের দ্বিতীয় সর্বোচ্চ । ৩৩৩৩ ফুট ।
বামে দুই মাথা ওয়ালা পাহাড়টি দুমলং ,বাংলাদেশে ২য় , ৩৩১৮ ফুট । আর ডানের টা মাইথাইজমা ৬ষ্ঠ (৩১৭৪ ফুট ) কেওক্রাডং এর উপর থেকে নেয়া ছবি ।
দুমলং বামে তারপর মাইথাই আর ডানে মুখরা , দেশের অষ্টম । ৩১৩০-৪০ ফুট।
ক্রিস তং, চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চুড়া , কেওক্রাডং থেকে একটু দক্ষিণে পাসিং পাড়া থেকে নেয়া ছবি । ২৯৯০-৩০০০ ফুট ।
থিনদলতে , দেশের ৭ম । ৩১৪০ ফুট । কেওক্রাডং এর উপর থেকে নেয়া ছবি ।
বড়থলীর পাহাড় , রেংত্লাং । উচ্চতায় ১০ -১২ পজিশণে হবে ।
মেঘে ঢাকা টেবিল পাহাড় কপিতাল , কেওক্রাডং চুড়া থেকে দক্ষিণ দিকে । দেশের ৯ম বা ১০ চুড়া ।
সিপ্পি আরসুয়াং , স্হানীয় বোমদের বিশ্বাস এটা সবচেয়ে উচু পাহাড় !
ছবি তোলা হয়েছে স্যামসং ১১০০ । এ বছর সেপ্টেম্বরে ।
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৮
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাই , শরতের মেঘমুক্ত আকাশ বলে কথা ।
আগে তো খালি ছবি পুষ্টাইতাম, আপনি বলাতে এখন ক্যাপশনও দিচ্ছি ।
২| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৩
গরু গুরু বলেছেন: ধন্যবাদ সুন্দর কিছু ছবি পোষ্ট করার জন্য
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৪
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
কথাকথিকেথিকথন বলেছেন: ছবিগুলো চমৎকার ।
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৪
মানবী বলেছেন: অসাধারন সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দী করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আর সেই সাথে নিজ দেশের কিছু পাহাড়ের পরিচিতি!
০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাই , নিজের দেশের পরিচিতি , সেটাই বড় কথা ।
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩
জসিম বলেছেন: চমৎকার ছবি.
অনেক সুন্দর.
০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১২
সাইবার অভিযত্রী বলেছেন: ছবি যেমন তেমন , তবে পাহাড় গুলো আসলেই খুব সুন্দর !
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫২
অপু তানভীর বলেছেন: আমি এই দৃশ্য দেখে এসেছি ! এট থেকে চমৎকার কিছু আর হতে পারে না !
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাই , আসলেই খুব চমৎকার ।
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২০
নীল-দর্পণ বলেছেন: পাহাড় ওফ!! আমার খহালি উপর থেকে ঝাপ দিতে মন চায়। অসহ্য রকমের সুন্দর !!
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০
সাইবার অভিযত্রী বলেছেন: অসহ্য রকমের সুন্দর !!
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৫
সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর এসেছে। +।