![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ব্যক্তি এই ভাবে দোয়া করছিল হে খোদা আমাকে ধৈর্য ধারণের তৌফিক দিন । নবীজী তাকে নিষেধ করলেন । তিনি বললেন তুমি তো নিজেই নিজের বিপদকে দীর্ঘায়িত করছ ! বরং এ ভাবে দোয়া কর : আল্লাহ বিপদ দূর করে দেন বা সহজ করে দেন ।
নির্ভর যোগ্য ধর্মীয় বইপত্রে খুব স্পষ্ট ভাবে উল্লেখ আছে আল্লাহ 'সহজতা'র দোয়াকে খুবই পছন্দ করেন । এ বিষয়ে হাদীস শরীফেও আছে : ইমান ও হেদায়েতের পর আল্লাহর কাছে সবচেয়ে পছন্ডের দোয়া আফিয়াত বা সহজতার দোয়া ।
আল্লাহ আমাদের জীবনকে সহজ ও সুখী করে দিন । কঠিন জীবন টেনে চলার শক্তি আমাদের কারো নেই । কেউই আমরা পারব না । আমরা দুর্বল । তাই এই দুর্বলতা প্রকাশ করা আল্লাহ পছন্দ করেন ।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:১৪
যাযাবরমন বলেছেন: সবর মানে বাধা দেয়া; নফস কে বেআইনি পতিক্রিয়া করতে বাধা দেয়া
৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩
বাংলার ফেসবুক বলেছেন: আমরা দুর্বল । তাই এই দুর্বলতা প্রকাশ করা আল্লাহ পছন্দ করেন । @ আমাদের জন্মই যে দূবল কাদা মাটি আর এক ফোটা তরল পদার্থ দিয়ে। আল্লাহ সবাইকে সুমতি দান করুণ। আমিন।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮
সাইবার অভিযত্রী বলেছেন: মোট কথা আমরা বিপদে - কষ্টে ধৈর্য ধরার শক্তি চাইব না , বরং বিপদ দূর হয়ে যাওয়া - কষ্ট দূর হয়ে যাওয়া এসবের জন্য দোয়া করব । আল্লাহ যেন সহজ করে দেন সে দোয়া করব ।