নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোবট হতে ইচেছ করে

সাইবর্গ_পল

ছোট মানুষ ছোট আশা এই নিয়ে বাধিঁ বাসা

সাইবর্গ_পল › বিস্তারিত পোস্টঃ

MRP পাসপোর্ট (রিনিউ এবং তথ্য পরিবর্তনের ব্যাপারে সাহায্য চাই)

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২০

আমার MRP পাসপোর্টের মেয়াদ একদম শেষের দিকে, পাসপোর্ট রিনিউ করতে চাই সাথে present address এবং emergency contact পরিবর্তন করতে চাই। আমি উত্তরা থাকি। দয়া করে কেউ কি বলবেন যে কি করে করতে হবে? ধন্যবাদ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আমি মাস দুইএক আগেই রিনিউ করালাম। একটা ফর্ম ফিলাপ করে পুরাতন পাসপোর্ট সহ জমা দিলাম। সঙ্গে ফি । দুই তিন সপ্তাহ পর নতুনটা পাই। নতুন বই।

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

সাইবর্গ_পল বলেছেন: আর পাসপোর্টে যদি কিছু ইনফর্মেশন পরিবর্তন করতে চাই তাইলে?

২| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০০

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই মো: মোশাররফ হোসাইন@ আমারটার মেয়াদ আর ৯ /১০ মাস আছে। নতুন ইস্যু করা পাসপোর্টে আগের ভিসার ইনফরমেশন থাকে নাকি? পাসপোর্টের মেয়াদ কতদিন? ফি কত নিয়েছিল? পুলিশ ভেরিফিকেশন লাগে কিনা?

৩| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ভিসার ইনফো থাকে কি না জানি না। তিন না সাড়ে তিন হাজার টাকা। ফর্মে ফিল্ড পরিবর্তন করে দিবেন। সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয়। পুলিশ ভেরিফিকেশন লাগে নাই। করে ফেলেন তাড়াতাড়ি। অনেক দেশের ভিসার জন্য ৬ মাসের ভ্যালিডিটি লাগে।

৪| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:১৭

বাকি বিল্লাহ বলেছেন: একটা এক্সট্রা কপি লাগবে কি কি পরিবর্ত্ন করবেন তার জন্য। ওই কপিটা অনলাইন থেকেও নিতে পারবেন। আগের পাসপোর্ট এর ৯ পাতা ফটোকপি করে সত্যায়িত করে নিবেন। আর পাসপোর্ট এর ফর্ম ফিলআপ করবেন আগে যেখানে যা ছিল তাই দিবেন আর যেখানে পরিবর্তন করবেন সেখানে সেটা লিখবেন।
যেহেতু আগের পাসপোর্ট আপনি করেছেন সেহেতু কোন ভেরিফিকেশন লাগবে না।

মনে রাখবেন পাসপোর্ট এ কিছু পরিবর্তন করা মানেই নতুন পাসপোর্ট নেয়া।

যদি ওয়ার্ক পার্মিট ভিসা না হয় শুধু ট্যুরিস্ট ভিসা হয় সেইক্ষেত্রে আগের পাসপোর্ট এ ভিসা যা ছিল তা সেভাবেই রয়ে যাবে। নতুন পাসপোর্ট এর পেছনের সাথে আগের পাসপোর্ট টা স্টাপলার করে নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.