নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

আসুন জেনে নিই গোলাপের সংখ্যা এবং রঙ কি কি অর্থ প্রকাশ করে।

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৪





Rose বা গোলাপ ফুল প্রাচীন কাল থেকেই ভালোবাসা আর সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত হয়ে আসছে। কিন্তু এর সংখ্যা আর রঙ ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। আসুন এর কিছু জেনে নিই।





* ১ টি পূর্ণ প্রকাশিত গোলাপ এর অর্থ, 'আমি তোমায় ভালোবাসি'





* একই বৃন্তে ২ টি গোলাপ মানে আসন্ন বিবাহ বা বাগদান বোঝায়।





* ১২ টি গোলাপ দিয়ে বানানো তোড়া দিয়ে বোঝায়, আমি তোমায় ১২ টি উপায়ে ভালোবাসি।





* ১ টি লাল গোলাপ আর ২ টি কুঁড়ি, গোপনীয়তা বোঝায়।





* ১ টি লাল গোলাপ আর কয়েকটি হলুদ গোলাপ দিয়ে নির্মল আনন্দ করার জন্য আমন্ত্রণ বোঝায়।









* হালকা রঙের গোলাপ বন্ধুত্ব বোঝাতে ব্যবহৃত হয়, আর গাঢ় রঙের গোলাপ ব্যবহৃত হয় ভালোবাসা বা প্রেম নিবেদন বোঝাতে।





* গোলাপের কুঁড়ি, অপ্রকাশিত ভালোবাসার প্রতীক।





* লাল গোলাপের কুঁড়ি নিষ্পাপ ভালোবাসা বোঝাতে ব্যবহৃত হয়।





* গোলাপী গোলাপের কুঁড়ি তারুণ্যকে বোঝাতে ব্যবহৃত হয়।





* কালো গোলাপ মৃত্যূর প্রতীক। কাউকে কালো গোলাপ পাঠালে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা হলো এরূপ বোঝায়।





* নীল গোলাপ রহস্যময় আর দুর্বোধ্যতার প্রতীক।





* সবুজ গোলাপ মূলতঃ শান্ত এবং ফলপ্রসূতা বোঝাতে ব্যবহৃত হয়। এটা ভাগ্যের ও প্রতীক।





* কমলা রঙের গোলাপ, সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা আর প্রবল উৎসাহের প্রতীক রূপে ব্যবহৃত হয়। এর মানে কেউ যদি কমলা রঙের গোলাপ কাউকে দেয় তবে বুঝতে হবে, সে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাইছে।





* হালকা বেগুনী গোলাপ প্রথম ভালোবাসা বা প্রথম দেখাতেই প্রেম (falling in love at first sight) বোঝায়।





* হালকা গোলাপী গোলাপ (Pink rose) উজ্জ্বল, সুখী আর মিষ্টি চিন্তার প্রতীক। নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে এই রঙের গোলাপ দেয়া যেতে পারে। Pink রঙটাই মেয়েদের, তাই এটা মেয়েদের কে দেয়া যায়, কিন্তু ছেলেদের কে সাধারণত দেয়া হয়না।





* হালকা হলুদ গোলাপ আনন্দ, গৌরব আর বন্ধুত্বের প্রতীক। এটা আবার Platonic Love ও বোঝায়।





* লাল গোলাপ ভালোবাসার প্রতীক। এটা কাউকে দিলে এই বোঝায় যে 'আমি তোমাকে ভালোবাসি'।





* সাদা গোলাপ শুদ্ধতার প্রতীক। সত্যিকার নিষ্পাপ ভালোবাসা বোঝাতে সাদা গোলাপ ব্যবহৃত হয়। আবার বিয়েতে ও সাদা গোলাপ ব্যবহৃত হয়। নতুন সম্পর্ক স্থাপনে সাদা গোলাপের ব্যবহার হয়ে থাকে।



আরো অনেক রঙের গোলাপ রয়েছে। তবে এই রঙ গুলোই মূলতঃ বেশি ব্যবহৃত হয়ে থাকে। তাই প্রয়োজন সাপেক্ষে গোলাপ এর সংখ্যা এবং রঙ ব্যবহার করুন। ভালো থাকুন।



সব শেষে মাল্টি কালারড একটা গোলাপ এর ছবি দিয়ে দিলাম।



মন্তব্য ৩২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:০২

শায়মা বলেছেন: নীল আর সবুজ গোলাপ হয় নাকি!!!!!!!!!!


জানতাম নাতো ভাইয়া।

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এখন সব রঙের গোলাপই হয় শায়মা আপি। তবে নেচারেল না।

অনেক দিনপর আমার ব্লগে আপনার আগমন। সত্যি খুব খুব ভালো লাগছে।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:০৩

ত্রিভকাল বলেছেন: দরকারী আর কাজের একটা পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি।

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ত্রিভকাল ভাইয়া আপনাকেও ধন্যবাদ।

আমার ব্লগে স্বাগতম।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১১

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল। অনেক কিছু জানলাম। আপনার পোষ্ট পড়ে একটা ছবি শেয়ার করার লোভ জাগল। একটি অখ্যাত ফুল, পরে জানতে পেরেছিলাম মূলতঃ এই গাছটি লাগানো হয় ফলের জন্য, ফলের নাম ড্রাগন ফল। ফুলটা খুব সুন্দর লাগছিল বলে তুলে এনেছিলাম কোন একজনকে দেয়ার জন্য। যাকে দেয়ার জন্য তুলে এনেছিলাম তার আগে তাকে অনেক কিছু দিতে গিয়ে ব্যার্থ হয়েছি। কিছুতেই আমার থেকে কিছু নেয় না। রাস্তার ধারে ফুটে থাকা (একটি ফুলই ফুটেছিল সেখানে) এই ফুলটি দেখে কেন জানি আমার মনে হলো এটা দিলে নিবে। এবং আমার অনুমান সত্যি ছিল। আই ডু বিলিভ সেদিন ঐ ড্রাগন গাছে ফুলটা ফুটেছিল শুধুই আমার জন্য। প্রিয় মানুষকে দেয়া আমার প্রথম উপহার।




++++++++++

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক অনেক সুন্দর ফুল।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার ব্লগে স্বাগতম।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১২

শের শায়রী বলেছেন: খোদাসে হুস্নুনে একদিন এ সওয়াল কিয়া
জাহাঁমে তু মুজে কিউ না লাজওয়াল কিয়া
মিলা জবাব তসবীরখানা হ্যায় দুনিয়া
সবে দরাজে আদম কা ফসানা হ্যায় দুনিয়া
হুই হ্যায় রঙ তগায়ুরসে যব নমুদ উসকি
ওহি হাসিন হ্যায় জাঁহামে হ্যায়, হকিকৎ জিসকি।
কহি করিব থা এ গুফতুগ কমরনে শুনি
ফলগপে আম হুই আখতারে সহরনে শুনি
সহরনে তারোঁসে শুনাই তারোঁনে শবনমকো
ফলগকি বাৎ বাতাদি জমিকে মহরমকো
ভর আয়ে ফুলকে আঁসু পয়ামে শবনমকে,
কলিকা নান্নাসা দিল খুল হো গিয়া গমসে
--- কলীম

ঈশ্বরকে একদিন প্রশ্ন করল রূপ – হে ঈশ্বর, ধরাতে আমাকে তুমি অমর করোনি কেন? ঈশ্বর উত্তর দিলেন, - এ পৃথিবী হল প রিবত’নশিল চলচিত্রের প্রেক্ষাগৃহ, অন্তহীন রাত্রির চলমান কাহীনি হচ্ছে পৃথিবী। স্বল্পস্থায়ী জীবন ই হল রূপের আয়ু, এ সত্যই রুপকে এত আকষ’নীয় করেছে, করেছে মুল্যবান। অনিত্যতাই সত্য, আর সত্যই সুন্দর। অমরত্ব কাউকে আমি দেইনি। জন্ম মানেই মৃত্যু। আদির পর অন্ত। যৌবনের পর জরা। ঈশ্বর ও রূপের কথোপকথন শুনে ফেলল চাদঁ। সে কাছেই ছিল। চাঁদ এসে সারা আকাশকে শুনিয়ে দিল সে কথা। সারা আকাশে রটে গেল রূপ ও জীবনের স্বল্পয়ুর কঠিন সত্য। ঊষার প্রথম তারা সে খবরটা শিশিরের কানে কানে বলে ছিল। শিশির সে খবর নিয়ে এল পৃথিবীর বুকে। শিশিরের কাছে সে দুঃসংবাদ শুনে ফুলের চোখ জলে ভরে গেল। কাছেই ছিল কলি। এ খবর শুনতেই দুঃখে হৃদয় ফেটে তার লাল হয়ে গেল। মানে ফুল হয়ে ফুটে উঠল সেই বিদীণ’হৃদয় কলি।

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মারহাবা! মারহাবা!

শের শায়রী ভাই এটা কার কবিতা? চমৎকার!

কি জানি বলে- লা-জবাব।


অনেক অনেক ধন্যবাদ।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: নীল গোলাপ


@শায়মা

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এখন কালচার করে, জেনেটিক মোডিফিকেশন করে যে কোন রঙের গোলাপ উৎপাদন করা সম্ভব।

ধন্যবাদ কুনোব্যাঙ।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৮

কাকঁন বলেছেন: ওয়াও! !:#P

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কাকঁন ভাইয়া নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তবে সাথে থাকুন।

আমার ব্লগে স্বাগতম।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২৯

মাক্স বলেছেন: বেগুণী গোলাপ এখন থেকে নিয়মিত পকেটে রাখমু ছিন্তা করতাছি;)
++++++

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৩১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ ম্যাক্স ভাইয়া, এইটা দুর্লভ গোলাপের একটি। তবে বুদ্ধি মন্দ না। চালিয়ে যান। প্রচেষ্টা সফল হবেই। :) :D =p~

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এখানে ব্যবহৃত গোলাপের বেশির ভাগই আমার তোলা, তবে কিছু গোলাপের জন্য গুগুলের সাহায্য নেয়া হয়েছে।

সবাইকে ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৪০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: না, গুণে দেখা গেছে গুগুল মামার সাহায্যই বেশি লেগেছে। কী আর করা।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৭

শের শায়রী বলেছেন: ভাইডি ওই খান "কলীম" নামে এক জনের শায়রী। যেহেতু শের শায়রী কালেকশন আমার হবি, তাই সংগ্রহে রাখছি, আসলে শের শায়রী উর্দূ কবিদের কিছু বিরল ভাবনা। যখন যেখানে পাই টুকে রাখি। আমার কাছে ১৩১টা শায়রী আছে ইচ্ছে আছে সামুতে পোষ্ট দেব, ২৬টা দিয়েছি, লিঙ্ক দেখুন যদি সময় পান, আর এই নালায়েক বাংলায় ভাব প্রকাশের ব্যার্থ চেষ্টা করছে। ভাল থাকুন।

Click This Link

৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বাদ বাকী যা যা আছে অতি শীঘ্রই দিয়ে দেন। আমরাও একটু জানি।
পড়ে পরে মন্তব্য করে আসবো।

অনেক অনেক ধন্যবাদ শায়রী ভাই।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৩

আশিক মাসুম বলেছেন: সোজা প্রিয়তে। শুভ কামনা থাকলো,, তবে আরো কিছু সংখা ও বিবরন বাদ পরেছে।

৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আসলেই তাই। তবে তা অনেকটা ইচ্ছাকৃত। সময় আর সুযোগের অভাবেই করতে হলো। আরো বেশ কিছু রঙের গোলাপের বর্ণনা দেয়া যেত। তবে সেগুলো আমাদের দেশে তেমন প্রচলিত নয়।

আমার ব্লগে আসার জন্য আর পড়ার জন্যও ধন্যবাদ আশিক ভাই।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৮

জেমস বন্ড বলেছেন: ভাল তথ্যবহুল পোস্ট । শেয়ার করার জন্য ধন্যাদ ।

৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জেমস ভাই, ধন্যবাদ।

আমার ব্লগে স্বাগতম। ভালো থাকুন।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৪

আমিনুর রহমান বলেছেন: সুন্দর +++

৩১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অসংখ্য ধন্যবাদ আমিনুর রহমান ভাই।

আমার ব্লগে স্বাগতম।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৩

গ্রাম্যবালিকা বলেছেন: পোষ্টে হাল্কা বেগুনি রঙের গোলাপ দিলাম, প্রথম দেখাতেই যে ভালোলেগে গেল পোষ্টটি। :)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ

অনেক অনেক ধন্যবাদ গ্রাম্যবালিকা।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ব্রাদার আপনি একটা জটিল পোষ্ট দিলেন। ++++

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ... ভালো লাগলেই পোষ্টটি সার্থক হবে।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

বুলবুল আহ্‌মেদ বলেছেন: golaps are like our cute offsprings .

দুটোকেই বুকে জড়িয়ে রাখতে ইচ্ছা করে।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বুলবুল আহমেদ, নামটা শুনলেই ভেসে উঠে নায়ক বুলবুল আহমেদ এর ছবি। অনেক ধন্যবাদ ভাই।

হ্যাপি ব্লগিং

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

শান্তা273 বলেছেন: চমৎকার পোস্ট !!!
অনেক কিছু জানলাম।
ভালোলাগা রইল অনেক।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। (আমি কিন্তু এই সামুর জানা আপার কথা বলি নাই।)

ভালো লাগলেই লেখাটা সার্থক হয়ে উঠবে। আরো কিছু ছিলো, তবে তা খুব বেশি গুরুত্ব বহন করেনা বিধায় বাদ দেয়া হয়েছে।

অনেক অনেক ধন্যবাদ শান্তা273 ভাইয়া।

হ্যাপি ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.