![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন ধরেই চলছে সামহ্যোয়ার ইন ব্লগের কিছু ব্লগারদের আড্ডা। যাকে আমরা সাহিত্য আড্ডাই বলি। কেমন চলছে এই সাহিত্য আড্ডা? এই নিয়ে পোস্ট দেয়া হয়না অনেক দিন। তাই বলে সাহিত্য আড্ডা থেমে যায়নি।
এইবার সাহিত্য আড্ডার সময় বেশ আগে জানিয়ে দেয়া হয়েছিলো। নিয়মিত ব্লগাররা চলে এসেছেন সময় মতোই। আড্ডা শুরু হয় বিকাল ৫.০০ টায়। এই মাসের শেষ সপ্তাহের শেষ শুক্রবার হওয়ার কথা থাকলেও রোজা চলে আসার জন্য আর আমাদের প্রকাশনার ব্যপারে কিছু প্রয়োজনীয় বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য এই গেলো শুক্রবার নির্ধারণ করি।
প্রথমে কে এসেছেন বলতে পারছিনা। আমি আসি প্রায় ৫.২০ মিনিটে। এসেই দেখি মাহবুবুল আজাদ ভাই, কুহক ভাই আর ব্লগার সাদরিল বসে আছেন। কুহক ভাই তুলছেন ছবি। ফুলের ছবি। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই ক্যাফেটারিয়েটার রেলিংয়ে সাজানো হয়েছে ফুল গাছগুলো। আমাদের আড্ডা শুরু হলে এক সময় পাখি ডেকে উঠে। কুহক ভাই আশ্চর্য হন, পাখি ডাকে এখানে? কামাল ভাই উত্তর দেন এটা সায়ীদ স্যার দেখেই সম্ভব। যাক সে কথা হবে আরো পরে। আজাদ ভাই বললেন তাদের নাকি গলা শুকিয়ে আসছে। তাই চা এর অর্ডার দিলেন আজাদ ভাই। সাদরিলের অভ্যাস না থাকলেও খেলেন।
আমাদের পরবর্তী ম্যাগাজিনের লেখা গুলো আজাদ ভাই প্রিন্ট করে নিয়ে এসেছেন। আরো কিছু লেখা আসছে। এখনো এসে পৌছায়নি। তাই সেগুলো আর দেখা হলোনা। একটা প্যাড তৈরি করা হয়েছে। যেন আমরা বিজ্ঞাপণ নিতে পারি। এই কথা সেই কথার মধ্যেই চলছিলো আমাদের আড্ডা। এর মধ্যে এসে গেলেন আমাদের এ, টি, এম মোস্তফা কামাল ভাই। জ্যামের জন্য আজ তার প্রথম দেরী। নয়তো সময়ের আগে আসা তার সময়ানুবর্তীতার কথা আমরা সকলেই জানি। এমনও দেখা গেছে কেউ আসেনি কিন্তু কামাল ভাই ঠিক ঠিক সময়ে চলে এসেছেন।
কি নিয়ে হলো আমাদের আড্ডা? আসলে কি নিয়ে হলো বা সাহিত্যের কোন দিক নিয়ে হলো, সেটা আজ আর বড় না। আড্ডাকে আপনি যে নামই দিন না কেন, সে কিন্তু আর তার চরিত্র আর বৈশিষ্ট্য এক জায়গায় থাকবেনা। বারবার পরিবর্তন হবে। আড্ডা কখনো নির্দিষ্ট জায়গায় থাকেনি। কবিতা, গল্প, উপন্যাস, নাটক থেকে ছবি, বর্তমান বিশ্বকাপ, বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতা। এর মধ্যে এক দফা খাওয়া হয়ে গেলো সমচা। এটা সাদরিলের পক্ষ থেকে।
কথা হচ্ছিলো কুহক ভাইয়ের সাথে, অনুপ্রাণন এর থেকে এবার একটা প্রবন্ধ এর উপর বই বের হবে। বের হবে কবিতার বই। বেশ কিছু কাজ করতে চান সামনের বই মেলায়। কথা প্রসঙ্গে চলে এলো সাহিত্যিকদের তৃপ্তি নিয়ে। সাহিত্যিক বা শিল্পী মাত্রই কি তৃপ্ত হতে পারেন? আমার তো মনে হয়, যিনি তার লেখা নিয়ে তৃপ্ত, ঠিক সেই মুহূর্তেই তিনি নিঃশেষ হয়ে গেছেন। আর কিছু দেবার তার নেই। বলা যায় এরপর যা তিনি দিবেন তা আর বিশেষ কোন সৃষ্টি হবেনা। সে কেবলই অনাসৃষ্টি।
কথা হচ্ছিলো কামাল ভাইয়ের লেখা রক্তে ভেজা ভাষার মহিমা নিয়ে। অনেকেই মনে করেন, ভাষার জন্য কেবল রক্ত আমরাই দিয়েছি। এই বাংলা ভাষার জন্য আমাদের চেয়ে বেশি লোক মারা গেছেন আসামে। আমাদের বাংলা ভাষাকে লড়াই করতে হয়েছে পাঁচটি ভাষার সাথে। এ ভাষাগুলো হলো সংস্কৃত, আরবী, ফারসী, উর্দু ও ইংরেজি। এতো কিছুকে পেছনে ফেলে আমরা এখনো আমাদের মাতৃভাষা বাংলাতেই কথা বলি। কামাল ভাই কাজ করছেন, অনেক কিছু নিয়ে, বাংলা ভাষা নিয়ে, বাংলা সন নিয়ে, বাংলা ভাষার শক্তি নিয়ে। একটা মজার তথ্য দিলেন তিনি, তা হলো আমাদের এই দক্ষিন এশিয়াতে বা পূর্ব এশিয়াতেও যেখানে সংসারের বন্ধন বেশি সে অঞ্চল গুলোর বর্ণমালাতে যুক্তাক্ষর রয়েছে। পশ্চিমা বিশ্বের পরিবারগুলোতে যেমন রয়েছে পারিবারিক বন্ধনের ঘাটতি তেমনি বর্ণমালাতে তেমন কোনো যুক্তাক্ষর নেই। এর মনস্তাত্তিক ব্যাখ্যা কি আছে? সে নিয়েও তিনি কাজ করছেন।
দেখতে দেখতে চলে এলেন আশরাফুল ইসলাম দুর্জয়। আস্তে আস্তে আড্ডাটা তার রূপ মেলে ধরলো। আর সূর্য ঢলতে ঢলতে কখন যে নেমে গেছে বৃষ্টি বৃষ্টি মেঘলা আকাশে টের পাইনি। এরপর চলে এলো ছোলা মুড়ি আর চা কামাল ভাইয়ের সৌজন্যে। এই খেতে খেতে সন্ধ্যা। সন্ধ্যা হতেই সাদরিল ধরলেন আমাদের তার মাষ্টার্সের কোর্সের কিছু তথ্য নেয়ার জন্য। তার বিষয় হলো সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক আর ব্লগের ভূমিকা। কার কতটুকু। কে কত বেশি শক্তিশালী? এখন অনেক ব্লগাররাই কেন ফেসবুক মুখী? আমদের দেশের ব্লগ কেনো এতো সাহিত্য নির্ভর? এরকম আরো অনেক বিষয় শাহবাগ আন্দোলন, নিউজ পোর্টাল, নাগরিক সাংবাদিকতা, এই সব কিছু নিয়ে খোলামেলা কিছু প্রশ্ন এবং এর উত্তর খোঁজা। ব্লগ হিসেবে সামু কোথায় এবং কেন অনন্য? কেনো ব্লগার ক্ষরায় সামু? আগের অনেক ভালো ব্লগাররা কেনো এখন আর লেখেন না। ইত্যাদি ইত্যাদি।
এতে সাবলিলভাবে সকলেই অংশগ্রহণ করেছেন। তবে শেষ দিকে কুহক ভাই যেন কেবল শ্রোতা। তার ক্যামেরা আর লেন্স এর ব্যাগের ভারে নুয়ে পরেছিলেন কিনা জানিনা। তবে যেন মৌন শ্রোতা, যেন শিখছেন, যেন জানছেন। তার মুখ দিয়ে কথা বের করা খুবই দুসাধ্য। এতো কথার তোড়ে কখন যে সাড়ে আটটা বেজে গেছে টের পাইনি। উঠতে হলো। আবার আড্ডা হবে ঈদের পর। এই রমজানে হয়তো আর হবে না, কে জানে ইফতার পার্টি হবে কিনা এখনো নিশ্চিত নই। সাহিত্য আড্ডার পক্ষ থেকে ইফতার পার্টি হলে অবশ্যই সপ্তাহ খানেক আগে জানিয়ে দেয়া হবে।
সময়ের অভাবে ছবি সংযুক্ত করতে পারলাম না। অন্য এক সময় ছবিগুলো যুক্ত করে দিবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
২২ শে জুন, ২০১৪ রাত ১:১৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ ভাই, চলে আসুন একদিন সময় করে আমাদের আড্ডায়। আশা করি মন্দ লাগবেনা।
২| ২২ শে জুন, ২০১৪ রাত ১:২৫
পাউডার বলেছেন:
আড্ডায় কালু আসে নাই?
২২ শে জুন, ২০১৪ রাত ১:৪২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পাউডার মেখে ফর্সা হয়ে কেউ আসে নাই। এটা নিশ্চিত। হাঃ হাঃ হাঃ
ভালো থাকুন।
৩| ২২ শে জুন, ২০১৪ ভোর ৪:১৪
মৃদুল শ্রাবন বলেছেন: ব্লগ বনাম ফেসবুক একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করলে কেমন হয়?
২৩ শে জুন, ২০১৪ রাত ১:১৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চেষ্টা করে দেখুন। আর সাথে থাকুন।
ভালো থাকবেন মৃদুল শ্রাবন।
৪| ২২ শে জুন, ২০১৪ ভোর ৫:৫২
রাজিব বলেছেন: ছবি দিলে ভাল হত। আর সবার হাতেই তো মোবাইল ফোন থাকে। একটু কষ্ট করে ভিডিও করে ইউটিউবে আপলোড করতে পারেন।
২৩ শে জুন, ২০১৪ রাত ১:২০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ছবি সাধারণত দিয়ে থাকি। তবে ভিডিও এর চিন্তাটা আগে আসেনি। আচ্ছা মাথায় রইলো। ভিডিও এডিটিং দরকার। আচ্ছা দেখি সামনে কোনো এক সময় হয়তো হবে।
ভালো থাকুন রাজিব। সব সময়। আর হ্যাঁ সাথেই থাকুন।
৫| ২২ শে জুন, ২০১৪ সকাল ৮:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার আড্ডা! তার চেয়েও চমৎকার আড্ডার সাবলীল বর্ণনা।
ধন্যবাদ, ভাই সাইফুল ইসলাম।
২৩ শে জুন, ২০১৪ রাত ১:২৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আড্ডার রাতেই লেখা উচিত ছিলো। আমি অনেক কিছুই ভুলে গেছি। মাথা তো একটা কিন্তু খাটাই অনেক জায়গায়, বেজায়গাতেও আছে হয়তো কিছু। নয়তো কি যে একটা ঠাসা আড্ডা হয়েছে এবারেরটা!
আমাদের আড্ডার বৈশিষ্ট্যই হলো খাও আর আড্ডা দাও। এর আগের এক আড্ডার পর আমার দাওয়াত ছিলো। এতো এতো আড্ডাতে খাওয়া হয়েছে যে আমার সেই দাওয়াতে খেতেই পারিনি। হাঃ হাঃ হাঃ
কেউ আবার যেন মনে না করে, খাওয়া দাওয়ার কথা বলে লোভ দেখাচ্ছি। এক এক আড্ডায় এক একজন খাওয়ায়। হাঃ হাঃ হাঃ
ঢাকায় থাকলে, চলে আসুন আবুহেনা। ভালো থাকবেন। সব সময়।
৬| ২২ শে জুন, ২০১৪ সকাল ১১:১১
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল আড্ডার চমৎকার বর্ণনা!
২৩ শে জুন, ২০১৪ রাত ১:৩৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক দিন পর ঢাকাবাসীকে আমার পোস্টে দেখলাম। যাই হোক, কি লিখেছি জানিনা। খেলা দেখতে দেখতে, খেতে খেতে আরো কি সব ছাই পাশ করতে করতে এই লেখা হয়েছে। মানে একদম পুরো মনযোগ দিয়ে করা হয়নি। তাই যদি ভালো লেগে থাকে, তবে আমাদের আড্ডাটা কতখানি উপভোগ্য ছিলো চিন্তা করেন।
সত্যি বলছি, আমি সহ আরো কয়েকজন আছেন, যারা হয়তো একটু দম নেয়ার জন্য এই আড্ডাতে আসে। আমি আসি আরো একটু সতেজ হওয়ার জন্য। আরো কিছু আশা, আরো কিছু ভরশা পাওয়ার জন্য। এখন আশা-ভরশার জায়গা বলতে গেলে নেই। তাই এখানে এলে যেন প্রাণ ভরে নিশ্বাস নিতে পারি।
ধন্যবাদ ঢাকাবাসী, ভালো থাকবেন।
৭| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:০০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দারুন বর্ণনায় মুগ্ধ।
২৩ শে জুন, ২০১৪ রাত ১:৪৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক অনেক শুকরিয়া কামাল ভাই। আপনার ভালো লেগেছে এটা জেনে সত্যি আনন্দ হচ্ছে।
আমরা নবীন যারাই আছি, আপনার কাছ থেকে জানার জন্য, শেখার জন্য, কিছু নতুন কিছু জানবো, শিখবো, দিক নির্দেশনা পাবো এই আশায় আসি। আসলে আপনিই আমাদের আড্ডার মূল কান্ড। আমরা সামান্য পাতা-গুল্ম। যারা যারা এই আড্ডা ইচ্ছে করে মিস করছে, একদিন আফসোস করবে কত কিছু মিস করেছি। সবচেয়ে বড় জিনিস হলো, ভালো লাগা, ভালোবাসা, নিজের করে নেয়া। আমরা যে সকলকে সমানভাবে গ্রহণ করে নিতে পারি, একদিন সময় এর সাক্ষী থাকবে। আমরা আপনার প্রজ্ঞায় উজ্জ্বল হতে চাই, সাহসে বিজয়ী হতে চাই।
সব শেষে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সব সময়।
৮| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪৬
আহসানের ব্লগ বলেছেন: ব্লগ বনাম ফেইসবুক ?
২৩ শে জুন, ২০১৪ রাত ১:৫১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ব্লগের সাথে ফেসবুকের আদতে কোনো মল্ল যুদ্ধ নেই। তবে মাঝে যেমন ব্লগের জয় যাত্রা ছুটছিলো এখন এর গতি অনেকখানিই কমেছে।
তবুও একটা বিতর্কতো থেকেই যায়।
ভালো থাকুন আহসান।
৯| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: বহুদিন আড্ডায় যাওয়া হয় নাই! আড্ডা চলছে দেখে খুব ভালো লাগছে। আড্ডার পোস্টটা আমি মনে করি নিয়মিত হলে ভালো হয়, আমরা যারা দূরে থাকি, তাদের জন্য ভালো হয়, ছবি সহ!
২৩ শে জুন, ২০১৪ রাত ১:৫৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ইফতি ভাই অনেক অনেক দিন আপনাকে দেখিনা, আপনার বাঁশির আওয়াজ শুনি না। খুব ব্যস্ততা না থাকলে ঈদ পরবর্তী একটা আড্ডা দিতে চাই। চলে আসুন।
হুম, এটা ভুল হয়েছে যে আড্ডার পোস্টটা দেয়া হচ্ছিলো না। ইনসাল্লাহ, সামনে থেকে অবশ্যই হবে। ছবি সহই হবে।
১০| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৯
ডি মুন বলেছেন: আমাদের এই দক্ষিন এশিয়াতে বা পূর্ব এশিয়াতেও যেখানে সংসারের বন্ধন বেশি সে অঞ্চল গুলোর বর্ণমালাতে যুক্তাক্ষর রয়েছে। পশ্চিমা বিশ্বের পরিবারগুলোতে যেমন রয়েছে পারিবারিক বন্ধনের ঘাটতি তেমনি বর্ণমালাতে তেমন কোনো যুক্তাক্ষর নেই।
দারুন তথ্য ।
২৩ শে জুন, ২০১৪ রাত ১:৫৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এমন আরো অনেক মজার মজার তথ্য চলে আসে আমাদের আড্ডায়। যার সব কিছু মনে থাকেনা।
কুহক ভাই হয়তো মজা করেই বলছিলেন, এরপর থেকে রেকর্ডার নিয়ে আসবো।
ভালো থাকুন, আর ধন্যবাদ।
১১| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।
শুভেচ্ছা রইলো।
২৩ শে জুন, ২০১৪ রাত ১:৫৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ। চলে আসুন একদিন আড্ডায়। খুব মজা হবে।
১২| ২৩ শে জুন, ২০১৪ রাত ১:৩৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ছবি ছাড়া কেমনে বিশ্বাস করি?
কোনো এক আড্ডাতে সস্ত্রীক চইলা আসবো।
২৩ শে জুন, ২০১৪ রাত ১:৫৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আচ্ছা কাল ছবি দিবো। আজ অনেক রাত হয়ে গেছে জুলিয়ান সিদ্দিকী ভাই। আর ভাবী সহ আপনার নিমন্ত্রণ রইলো। এক আড্ডাতে এসে আপনি নিশ্চয়ই প্রমান দিবেন, আপনি আড্ডায় আসতে চাচ্ছেন।
ভালো থাকুন, সব সময়।
১৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৪
মাহমুদ০০৭ বলেছেন: আমাদের এই দক্ষিন এশিয়াতে বা পূর্ব এশিয়াতেও যেখানে সংসারের বন্ধন বেশি সে অঞ্চল গুলোর বর্ণমালাতে যুক্তাক্ষর রয়েছে। পশ্চিমা বিশ্বের পরিবারগুলোতে যেমন রয়েছে পারিবারিক বন্ধনের ঘাটতি তেমনি বর্ণমালাতে তেমন কোনো যুক্তাক্ষর নেই।
দারূণ !
আড্ডা পস্ট ভাল লাগল প্রিয় সজীব ভাই । ব্লগে কামাল ভাই
বা আপনার সাহিত্য বিষয়ক কিছু লেখা পেলে ভাল হয়
আপনাকে কল দেব
দেব করে দেওয়া হচ্ছেনা । ইনশাল্লাহ কাল কল দিতে পারি
ভাল থাকবেন ভাই ।
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনিও ভালো থাকবেন মাহমুদ ভাই।
১৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৭
কুহক' বলেছেন: আমি আর কি কবো? ছবি বলুক কিছু কথা।
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: যে ছবি কথা কয়। হাঃ হাঃ হাঃ
ধন্যবাদ কুহক ভাই। ভালো থাকবেন, সব সময়।
১৫| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: আড্ডা বোধ হয় ভালই হয়েছে। মিস করি আপনাদের মিস করি আড্ডা। নাইম রানা ভাইয়ের ছবি কোখায়?
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: নাইম রানা ভাই এখানে নেই, মানে এই আড্ডায় আসতে পারিনি। চাকরিরে ভাই।
১৬| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৬
আরজু পনি বলেছেন:
আমি কেন যে এই আড্ডায় আসতে পারছি না...এর পর জোর চেষ্টা চালাবো।
ব্লগে পোস্ট চাই কিন্তু ।
শুভেচ্ছা রইলো, সজীব।
১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একদিন ঠিক পারবেন। ইচ্ছা থাকলে উপায় হয়, বলে কথা আছে না?
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকুন।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৪ রাত ১২:৪৯
খাটাস বলেছেন: আড্ডার সাবলীল বর্ণনা ভাল লাগল। সুন্দর।