![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমজানের মাসে আমাদের কোনো আড্ডা হয়নি। তাই ঈদ পরবর্তী আড্ডা হয়ে গেলো গত শুক্রবার ০৮/০৮/২০১৪ তারিখে। এই আড্ডাটি ঠিক এই শুক্রবার হওয়ার কারণ অবশ্য মাহমুদ রহমান। মাহমুদ রহমান সামহ্যোয়ার ইন ব্লগের গল্পের সংকলন করছেন গত তিন মাস ধরে। তিনি থাকেন চট্টগ্রাম। এখন আছেন নারায়নগঞ্জে। তার এই ঢাকা আসা উপলক্ষ্যেই এই আড্ডা।
এই শুক্রবার আড্ডার কথা আমাকে প্রথম জানান নাঈম ভাই। তিনিই আমাকে জানান আমি যেনো একটা পোস্ট দিয়ে দেই। মজার বিষয় হলো আমি সেই সময় সিলেটে মামুন রশীদ ভাইয়ের সাথে। সামনে বসা ছিলো গণ্ডমূর্খ (ভালো নাম সুমন)। তাদেরও জানালাম আমাদের আড্ডা হচ্ছে এই শুক্রবার। এ রকম একটা আড্ডা যেন তারাও করে সপ্তাহে না হোক, অন্ততঃ মাসে একটা হোক। কি ছিলো সেই আড্ডার বিষয় তা নিয়ে কেউ হয়তো পোস্ট দিলো। এরকম আড্ডা কি চট্টগ্রামেও হতে পারে না? আশা করি মাহমুদ ভাই, চেষ্টা করবেন একটা আড্ডার আয়োজক হতে। আমরা ঢাকা থেকে সেই আড্ডায় আমন্ত্রণের অপেক্ষায় রইলাম। আমন্ত্রণ পাওয়া মাত্র ছুটে যাবো।
কথা ছিলো আড্ডা শুরু হবে ৪.৩০ মিনিটে। আমি এক দাওয়াতের প্যাচে পরে, সি এন জি না পেয়ে (ভাড়া দরদাম না মিলায়), বাসে করে আসতে যেয়ে বিশাল ট্যাফিক জ্যামে পরে পৌছাতে পৌছাতে বেজে যায় ৬ টা। তাই, আড্ডার প্রথম এক ঘন্টা যে কি নিয়ে আলোচনা হয়েছে বলতে পারবো না। আশা করি আমার পোস্টের মন্তব্যে কেউ এই নিয়ে কথা বলতে পারেন। বা আরো সুন্দর একটা পোস্ট দিতে পারেন। আমি বিশেষ করে আশা করবো মাহমুদ ভাই এর প্রতিক্রিয়া। কেমন দেখলেন আমাদের আড্ডা অন্ততঃ সেই সম্পর্কে কিছু একটা পোস্ট দিবেন।
এবার আসি আড্ডা কি নিয়ে দিলাম। এ অবশ্যই আমি যাওয়ার পর থেকে যা হলো তা নিয়ে বলছি। সমালোচনা সাহিত্য নিয়ে কথা উঠলো। এ বিষয়ে আমাদের এ, টি, এম কামাল ভাই বললেন, আসলে একটা কথা বলা হয় যে রবীন্দ্রনাথ এ বিষয়ে তেমন একটা কাজ করেন নাই তাই আমাদের দেশে সমালোচনা সাহিত্য তেমন সমৃদ্ধ হয়নি। কিন্তু তার চেয়েও বড় কথা, সমালোচনা শোনার মতো মানসিকতা কি আমাদের গড়ে উঠেছে কিনা। সেটা তো এখনো গড়ে উঠেনি। সত্যি তাই, আমরা এখনো আমাদের সাহিত্য কর্মের সমালোচনা শুনতে অভ্যস্ত নই। আর সমালোচনা যিনি করবেন তাকে তো জানতে হবে। সেই জানাটা যেনে কারো সমালোচনা করবে এমন মানুষই ক'জন? সমালোচনা করে যদি অন্যের চক্ষুশূল হন, এমন ধারণাও থাকতে পারে। কিন্তু সাহিত্যের সমালোচনা তো আসলে সমালোচনা নয়, বিস্তারিত আলোচনা। যেমন মান্নান সৈয়দ করেছেন জীবনানন্দ দাশ কে নিয়ে "শুদ্ধতম কবি"। যাকে বলে চুল চেড়া বিশ্লেষণ। এখানে কবিতায় কোন অক্ষর বা বর্ণ বেশি প্রাধান্য পাচ্ছে তারও উদাহরণ দেয়া হয়েছে। এক কবিতায় কোনো শব্দ কতবার এসেছে, এক লাইনে কতগুলো অক্ষর এসেছে, যে শব্দ ব্যবহৃত হচ্ছে তার মধ্যে দেশি শব্দের সাথে আরবী-ফার্সি শব্দের ব্যবহার কেমন, আবার ইংরেজি শব্দের ব্যবহার কেমন। এরকম অদ্ভুত এবং হরেক রকমের বিশ্লেষণ করেছেন। এখন, এভাবে সমালোচনা করার মতো ধৈর্য্য কি আছে বর্তমান সময়ের সমালোচকদের? না আছে এমন করে দেখার এবং বিশ্লেষণ করার ক্ষমতা?
যাই হোক, কামাল ভাই আমাদের দেশের ইতিহাস নিয়েও কিছু বক্তব্য রেখেছেন। বিশেষ করে, বাঙালি জাতির বিদ্রোহের ইতিহাস। এই জাতি যে কোনো শৃঙ্খলা মেনে নেয়নি কোনো কালেই তারই কিছু ইতি কথা জানান। সেই ১৭৫৭ সালে ব্রিটিশ সম্রাজ্য শুরুর পর এই বাংলায় যে সকল বিদ্রোহ হয়েছে তার খুব অল্পই দেখা দিয়েছে সমগ্র ভারত বর্ষে। যেমনঃ তেভাগা আন্দোলন, সাওঁতাল আন্দোলন, ভিক্ষুক আন্দোলন, কৃষক আন্দোলন এমনতর আরো অনেক আন্দোলন হয়েছে এই বাংলায়। এর আগেও মুগলরাও সহজে পোষ মানাতে পারেনি এই বাংলার বার ভূইয়াদের। এই জাতী সব সময় স্বাধীনচেতা। কারো বশ্যতা স্বীকার করেনি কোনোদিন, আজো করবেনা, করবেনা ভবিষ্যতেও।
একটা প্রস্তাব উঠে আড্ডা থেকে একটা প্রবন্ধ লেখার অনুরোধ করা হয়, মাহমুদ ভাইকে। তিনি যেন সাম্প্রতিক গল্পগুলোর উপর একটা প্রবন্ধ লেখেন। বিষয়, বৈচিত্র আর চরিত্র চিত্রনের দিক থেকে আমাদের গত শতাব্দীর গল্পের সাথে এখনকার গল্পের একটা তুলনামূলক চিত্র। যেহেতু মাহমুদ ভাই নিজে গল্পের সংকলন করছেন তাই তার পক্ষে এই প্রবন্ধ লেখাটা সহজ হবে এজন্য যে গল্প নির্বাচনের আগে তাকে গল্পগুলো পড়তে হয়েছে।
কাল্পনিক_ভালোবাসা (জাদিদ) ভাই, এসেছিলেন তার জন্ডিস নিয়েও। অত্যন্ত মজার মানুষ সব সময় জমিয়ে রাখেন। রোগ বালাইও শরীরে জমছে এই খবর খুব একটা গুরুত্ব না দেয়ার খেসারত দিতে হচ্ছে। এখন খাওয়া-দাওয়া খুবই সতর্কতার সাথে করতে হচ্ছে। আশা করি তিনি খুব দ্রুতই সেড়ে উঠবেন।
আড্ডার মধ্যে থাকলেও মোবাইল স্ক্রিনে সদা ব্যস্ত দুর্জয় ভাই দুটো তথ্য জানালেন, সেদিনই আমাদের মাহবুবুল আজাদ ভাইয়ের এনগেজমেন্ট হয়ে গেছে (তথ্যটির সত্যতা জানিনা, ঘটনার পর থেকে তার ফেবুর নিক'টি ডিএক্টিভ রয়েছে।) আর লঞ্চ ডুবার পর আসমার মতোও নাকি একটা অতি মানবীয় উদ্ধার কার্য দেখানো জন্য লোক ভাড়া করা হয়েছিলো যা ধরা পরেছে। দারুন! দেশ এগিয়ে চলছে। সারা বিশ্বে ঘটনা ঘটে আর আমরা ঘটনার জন্ম দিই।
এসেছিলো নাঈম ভাই, স্বপ্নবাজ অভি, আহমেদ আলাউদ্দিন, নেক্সাস ভাই। আমি সহ এই দলের তেমন কোনো বক্তব্য ছিলো না। তবে আমাদের কান ছিলো সদা প্রস্তত।
এ ছাড়াও ব্যাপক আলাপ করেছেন, মাহমুদ আর অভি। আশা করি তাদের আলোচনার বিষয়ও জানতে পারবো মন্তব্যে।
খাওয়া দাওয়াঃ খাওয়া দাওয়া ছিলো মোটামুটি চা আর সিঙ্গারা দিয়ে শুরু আর ছোলা আর চা দিয়ে শেষ হয়। সেদিন আর তেমন কিছু ছিলোনা সাহিত্য কেন্দ্রে।
নাঈম ভাইয়ের বাসা সেই সাভার হওয়ায় তাকে উঠতে হলো আগে। এরপর আমরাও বেড়িয়ে এলাম আটটার পর। আসলে আড্ডার আসল মজার জন্য অবশ্যই রেকর্ডার নিয়ে যাওয়া উচিত। কথা উঠে থাকবে, পরে তা শুনে শুনে পোস্ট দেয়া হবে বা সেই আলোচনাটাই ইউটিউবে ছেড়ে দেয়া যায়।
এখন দেখা যাক যারা উপস্থিত ছিলো এই আড্ডায়। নাম বলা হবে না। হাঃ হাঃ হাঃ
অনেক কষ্ট করে এই আড্ডার পোস্ট পড়লেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আশা করি তেমন একটা পোস্ট আমরা পাবো অতি শীঘ্রই।
ভালো থাকুন, আর আড্ডার সাথেই থাকুন।
২| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৪২
অপু তানভীর বলেছেন: এতু অল্প ফটু কেনু ? আর কয়েকটা ছবি দিতেন !
কাভা ভাই এমুন ঘুমন্ত কেনু প্রথম ফটুতে
আর অভিকে এতো করুন কেনু লাগতেছে ? অভি এতো দুঃখ কেনু তোমার ?
আমার আর এই আড্ডায় যাওয়া হল না কোন দিন
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এর পরের আড্ডায় চলে আসুন।
চেষ্টায় কি না হয়?
৩| ১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৫
ঢাকাবাসী বলেছেন: আড্ডায় যাওয়া সম্ভব না, মাগার পড়ে আর ছবি দেখে বেশ আনন্দ পেলুম।
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ঢাকাবাসীর পক্ষে কেন যে আড্ডায় যাওয়া সম্ভব না বুঝতে পারলাম না। আমরা তো ঢাকাতেই আড্ডা দিই। হাঃ হাঃ হাঃ
ভালো থাকুন, আর আড্ডার সাথেই থাকুন।
৪| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯
সোহানী বলেছেন: আরে আমরা কই????? আমাদের জানানো ছাড়া আড্ডা.... খেলুম না থুক্কু .....
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: প্রতিবার সামুতে এই আড্ডার আগে জানানো হয়। তবে এই বার কেন জানি জানানো হয়নি। আপনি ইচ্ছা করলে আমাদের ফেসবুক এই গ্রুপে অথবা এই পাতায় নিজেকে সংযুক্ত রাখুন। আশা করি পরের বার না খেলে উপায় থাকবেনা।
ভালো থাকুন, আড্ডার সাথেই থাকুন।
৫| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৯
মামুন রশিদ বলেছেন: আড্ডায় থাকতে না পারলেও আমার ল্যাপ্পি উপস্থিত ছিল
প্রকাশিতব্য সংকলনের নাম 'অপর বাস্তব' ।
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মামুন ভাই আপনার ল্যাপ্পি না আমরা আপনাকে আড্ডায় চাই। একবার আসেন ঢাকায়। আমরা আপনার জন্য একটা এক্সক্লুসিভ আড্ডা দিবো।
আপনার সাথে কথা বলে সাধ মিটে নাই। দেখি সময় পেলে সিলেট চলে আসবো।
আমার ছাতা রয়ে গেছে হানিফের কাউন্টারে। সে কি বৃষ্টি! এখন মনে পড়লে অদ্ভুত লাগে।
আমি এর আগে কয়েকবার সিলেট গেছি কোনোবার বৃষ্টি পাইনি। আর প্রত্যেক বার মাঝার জিয়ারত করেছি। এবার হলো ঠিক এর উলটো।
ভালো থাকবেন, সব সময়।
৬| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৫
খাটাস বলেছেন: বাহ অনেক দিন পর। আড্ডার পোস্টের ছবি কম।
ভাল লাগল।
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক দিন পর আপনাকেও আমার ব্লগে দেখতে পেলাম।
ভালো থাকুন। সব সময়।
৭| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৭
সুমন কর বলেছেন: পোস্টের মাধ্যমে আড্ডার আমেজ অনুভব করলাম।
ছবিগুলোও সুন্দর।
তবে, যেই কা-ভা ভাইয়ের ১ম ছবিটা তুলছে, তার উচিত ছিল উনাকে ঘুম থেকে উঠিয়ে নেয়া।
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ সুমন কর। একবার আড্ডায় চলে আসুন, তাহলে কেবল আমেজ অনুভব না আড্ডার আনন্দকে গ্রহণ করতে পারবেন।
ভালো থাকুন সব সময়। আর আড্ডার সাথেই থাকুন।
৮| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আড্ডায় সবাই গুরুত্বপূর্ণ কথা বলে, আমার তো মাথায় কোন আইডিয়াই আসে না। কি থেকে শুরু করা যায়।
গত আড্ডায় সবচেয়ে প্রাণবন্ত ব্যক্তিটি ছিলো নেক্সাস ভাই।
১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ দূর্জয়। মাঝে মাঝে বিষয় অবতারণা করে দিয়ে আপনি নিরব থাকেন। আবার আলোচনাও করেন।
আমরা ইচ্ছা করলে বিষয় ভিত্তিক আড্ডা দিতে পারি, তবে তাতে আলোচনার রঙ কমে যাবে। কি বলেন?
ভালো থাকুন, আর সাথেই থাকুন।
৯| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আড্ডা নিয়ে সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ। আপনি আসার আগে থেকে নানাবিষয়ে খাপছাড়া আড্ডা হয়েছে। সেখানে আল মাহমুদের কবিতায় প্রায় হারিয়ে যাওয়া লোকজ শব্দের দারুন ব্যবহার, শব্দকে ব্যবহারের জগতে আবার ফিরিয়ে আনার বিষয়ে দুর্জয় ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে। আলোচনায় এসেছেন জয় গোস্বামী,শক্তিসহ ওপার বাংলার কবিরা। জুলিয়ান ভাইয়ের ফেবু গল্পে আমার একটা মন্তব্য ছিলো এরকম-"ভালো লাগলো আপনার গল্প। তবে একটা জায়গায় আমার ভাবনা ভিন্ন। শামসুর রাহমান দৈনিক বাংলার সম্পাদক ছিলেন। পত্রিকার কর্মকর্তা কর্মচারীরা তাঁকে স্যার সম্বোধন করতো। কিন্তু এর বাইরে সাংবাদিক আর সাধারণ মানুষ কবিকে 'রাহমান ভাই' বলে সম্বোধন করতেন। বেশ কয়েকবার তাঁর সাথে আমার দেখা হয়েছে। তরুণ ভক্ত হিসাবে তাঁর সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে। তাঁর সাথে শেষবার আমার কথা বলার সুযোগ হয়েছে ১৯৯৯ সালের মার্চ মাসে। একটি পত্রিকা অফিসে। আমার একটা পর্যবেক্ষণ সেদিন তাঁকে বলেছিলাম-বাংলা সাহিত্যের প্রধান কবিদের বেশিরভাগই খুব সুদর্শন। যেমন মধুসূদন,রবীন্দ্রনাথ,নজরুল, শামসুর রাহমান। (কিছুটা কম সুন্দর জীবনানন্দ দাশ আর আল মাহমুদ) আমার কথা শুনে কবি নীরবে হেসেছেন। তাই আমি এ গল্প লিখলে, তাঁকে 'রাহমান ভাই' আর 'কবি' সম্বোধন করতাম।" এ নিয়েও আড্ডায় কথা হয়েছে। অনেকদিন পর এবার আড্ডায় এলেন অনেক পুরনো মুখ। ফলে আনন্দ বেড়েছে বহুগুন। আড্ডায় কথা হয়েছে গাজা নিয়েও।
@স্বপ্নবাজ অভি-মাহমুদভাই যেহেতু গল্প নিয়ে পোস্ট দেবেন বলে আশা করছি। তাই আড্ডায় তার সাথে যে কথা হয়েছে সে পোস্ট দিন আপনিই।
১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:০০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: যাক অনেকে আপনার মন্তব্য পড়ে অন্ততঃ পুরো আড্ডার একটা চিত্র পেয়ে যাবে। যদিও এখানে অনেক খাই-দাই হয়েছে। এই সব খাই-দাই এর কথা বেশি লিখলে লোকজন জায়গা দেয়া যাবে না। হাঃ হাঃ হাঃ
গাজা কিন্তু খাওয়ার গাজা না। ফিলিস্তিনের গাজার কথা হয়েছে। ভুল করে যেন কারো ভুল না হয়ে যায়, তাই ভেঙে বললাম। হাঃ হাঃ হাঃ
অনেক অনেক ধন্যবাদ কামাল ভাই, আর ব্যক্তিগত ভাবে দুঃখিত দেরী করে আসার জন্য। সামাজিক দায়বোধ্যতা এড়ানো যায়না।
ভালো থাকবেন, সব সময়।
১০| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: দূরে থেকেও আড্ডা মজা পেলাম ।ভাল থাকবেন সবাই ।
১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দূর থেকে যে মজাটুকু পেলেন তাতেই আমাদের স্বার্থকতা, যে আমরা একটা জায়গা করতে পেরেছি। বিষয়টা এমন যে অনেকেই মনে করেছিলো এই আড্ডা বেশি দিন টিকবেনা। কিন্তু টিকলোতো। আল্লাহ চাইলে চলতে থাকবে আরো অনেক দিন।
একদিন আপনিও যোগ দিবেন আমাদের সাথে, সেই প্রত্যাশায়।
ভালো থাকুন সব সময়।
১১| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৬
ডি মুন বলেছেন: আড্ডায় না থাকতে পারলেও মাহমুদ ভাই, জাদিদ ভাই আর কান্ডারি ভাইয়ের মতো চমৎকার মানুষদের সাথে দেখা হয়েছিল।
রমজানের মধ্যে যদি আড্ডাটা হতো তাহলে উপস্থিত থাকতে পারতাম। কারণ ঈদপর্যন্ত ঢাকাতেই ছিলাম।
যাহোক,
আশাকরি একদিন আপনাদের আড্ডায় উপস্থিত থাকতে পারব।
শুভকামনা রইলো সবার জন্য।
১২ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ডি মুন, ইচ্ছা থাকলে অবশ্যই পারবেন।
যেখানেই থাকুন, সাহিত্য আড্ডার সাথেই থাকুন।
১২| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাহিত্য আড্ডার শুরুতে ঘুমের ছবি ইন্ডিকেট করে আড্ডা খুবই বোরিং হইছে যে আলোচনাকারীরা ঘুমাইয়া গেসিলো গা! সো সাধু সাবধান।
বহুদিন পর আড্ডায় গিয়ে ভালো লাগল। পাশাপাশি এইভাবে ঘুমের ছবি দেয়ার তীব্র নিন্দা জানাই!
১২ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সবার ছবি আনতেই এই অবস্থা! দুই দুই কাপ চা খাওয়ার পর, এমন তুমুল আড্ডা কিভাবে মানুষ ঘুমায় এইটা তার প্রত্যক্ষ প্রমান। ক্যামেরা ম্যান ছবি তুলতে না থাকলে এমনই হয়।
পুরনো অনেকে আশায় আড্ডা জমে ক্ষীর হয়েছিলো। তাই আশা করি পরবর্তী আড্ডায় আসবেন সকলে।
ভালো থাকুন, সব সময়।
১৩| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: @কাল্পনিক_ভালোবাসা-আড্ডার শুরুতে ঘুম আসিলেও আড্ডার ডামাডোলে ঘুম ভাঙ্গিয়া গিয়াছিলো(ছবি১ ও ছবি২ বি.দ্র.)
১২ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ
কামাল ভাই, ছবি (ছবি১ ও ছবি২ ) দুটি তোলার ব্যবধান তিরিশ সেকেন্ড এর বেশি না।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: দীর্ঘ দিন পর সাহিত্য আড্ডায় অংশ নিতে পেরে ভালো লেগেছে !
আমার আর মাহমুদ ভাইয়ের আলাপ চারিতার বিষয় বস্ত গুলো নিয়ে আলাদা একটা পোষ্ট ই দেয়া যাবে