নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থতা হলো উন্নতি এবং সাফল্যের বীজ।

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮



কি বিষয়ের নাম পড়ে কি একটু মুচকি হাসছেন? আমারো আপনার মতোই অনুভূতি হয়েছিলো। হয়েছিলো কৌতুহল। তাই শুধু পড়লাম না আপনাদের জন্য অপরিপক্ক হাতে অনুবাদ ও করতে হলো। পূর্বের ন্যায় লিঙ্ক দিলাম না। অনুবাদের দুর্বলতা দেখে আপনাদের হাসাহাসির সুযোগ দিতে চাই না।

এটা গোপনীয় নয় যে আমরা ব্যর্থতাকে ভয় করি। কিন্তু ব্যর্থতা কি সত্যি কোনো ভালো কিছু?

আলবার্ট আইনেস্টাইন বলেছিলেন, 'ব্যর্থতা হলো সাফল্যের প্রক্রিয়া"।

ভয় এবং ব্যর্থতাকে ধাওয়া করতে পারলে আমাদের জীবনে এবং ব্যবসায় উল্লেখ্যযোগ্য পরিবর্তন আনা সম্ভব। এখানে কিছু বিষয় উল্লেখ্য করা হলো কেনো প্রত্যেক ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কিছু ব্যর্থতা প্রয়োজন- উন্নতি এবং সাফল্যের ধারায় প্রবাহমান হওয়ার জন্য।

১) ব্যর্থতা অসাধারণ পরিবর্তন আনতে পারেঃ ব্যর্থতা দু ধরনের বীজের কাজ করতে পারেঃ হতাশার পথ তৈরি করতে পারে অথবা উন্নতির স্প্রিং বোর্ড এর কাজ করতে পারে। সম্পূর্নভাবে যে মানুষটি ব্যর্থ হয়েছে তার মধ্যে প্রথমিকভাবে কি জন্ম দিবে?

এ সময় বঞ্চিত হতে পারেন এবং পরিকল্পনা কাজ না করলে আপনার অনুপ্রেরণা ভেঙ্গে পরতে পারে। এসব বাদ দিয়ে আপনার ব্যর্থতাকে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করুন। আপনি নতুন করে পরিকল্পনা সাজাতে পারেন, চিন্তার পরিবর্তন করে নতুন করে শুরু করতে পারেন যা দিকনির্দেশনার জন্য প্রয়োজন।

যেকোনো কিছুতে একটা ঝাঁকুনির জন্য ব্যর্থতা প্রয়োজন। নয়তো আমরা কেবল গা ঢেলান দিয়ে যাবো কাঙ্খিত উচ্চতায় কখনো উঠতে পারবোনা।

২) ব্যর্থতা আমাদের চামড়াকে শক্ত করেঃ ব্যর্থতার প্রতিক্রিয়া হচ্ছে গায়ের চামড়াকে গন্ডারের চামড়ার মতো মোটা করে। এটা আমাদের শরীরে একধরণের আবরন তৈরি করে প্রায়সই যখন আমরা বাঁধাগ্রস্থ হচ্ছি কিছু সময়ের জন্য অথবা দুম করে আঘাত পাচ্ছি। নরম এবং অপ্রতিরোধক অবস্থায় আমরা সহজেই আঘাত পাই। ব্যর্থতা চামড়াকে মোটা করে যাতে বড় খেলায় নির্ভীক চিত্তে মাঠে নামা যায়।

৩) ব্যর্থতা ইগোকে নিয়ন্ত্রন করেঃ আজকালকার ব্যবসার জগতে সততার সাথে টিকে থাকাই একটা বড় চ্যালেঞ্জ। যখন চুক্তির পর চুক্তি হচ্ছে একপাক্ষিক এবং ব্যবসা তড়তড় করে উঠে যাচ্ছে তখন বড় আসন পাওয়াটা বেশ সহজই বটে।

অসততার সাথে হয়তো ব্যবসায় ধারাবাহিক সাফল্য আসতেও পারে, কিন্তু তারপর, তারা কি সব হারাচ্ছেনা যা তাদের ছিলো? এটা অনুধাবন করার আগেই তারা সাফল্যের ক্রীতদাসে পরিনত হয়েছে। শীর্ষের থাকার জন্য তারা যা খুশি তাই করতে পারেন, যা তারা কোনোদিন চিন্তাও করতে পারেন নি। বন্ধুত্ব, অংশীদারিত্ব সব ধ্বংস হচ্ছে। পারিবারিক দ্বন্দ্ব বাড়ছে। কেবল ব্যাংক হিসাবের বৃদ্ধি ছাড়া আর সব কিছুতেই পতন হতে থাকে।

ব্যর্থতা আমাদের বিনয়ী করে যখন আমাদের খুব খুব করে নত হওয়া প্রয়োজন। এটা আমাদের স্মরণ করতে সাহায্য করে যে কোথা থেকে আমরা এসেছি এবং আমাদের আরো আত্মনিয়ন্ত্রিত করে।

৪) ব্যর্থতা "আহা" মুহুর্ত তৈরি করেঃ ব্যর্থতা একটা মুহুর্ত তৈরি করে যখন অন্তিমটি দেখা দেয় অথবা সেই পথে বোঝা বা খুঁজে বের করা যায় যা পূর্বে সম্ভব হয়নি - এটি আহা মুহুর্ত। কিন্তু কেন?

এটা কেবল একটা জটিল অংকের সমাধান বের করার মতো। প্রথমে এটা বোঝাটা কষ্টকর, কিছুক্ষণ ঘাটাঘাটি করলে কিছু একটা বের হয়। উত্তরটা একটা শূন্যতা থেকে বের হয়।

কিন্তু প্রকৃতপক্ষে এটা শূন্যতা থেকে বের হয়না। এটা আমাদের চেতনা থেকে বের হয় যেখানে ধীরে ধীরে বেড়ে উঠেছে ভয় আর ব্যর্থতার সংকুচিত চিন্তা। এর ফলাফল অমিয় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। নিজের ভেতর একটা অন্তর্দৃষ্টির জন্মদিতে পারে যা হতে পারে আরো শক্তিশালী, সৃষ্টিশীল এবং স্বচ্ছ। আর তখনই আহা মুহুর্তটি উপভোগ করা যায়।

৫) ব্যর্থতা একজন উদ্যোক্তাকে উন্নতির দিকে ধাবিত করেঃ ব্যর্থতা আমাদের সামনের দিকে ধাবিত হতে প্রস্তুত করে। উদ্যোক্তাকে প্রায় প্রতিদিন এমন কিছুর মুখোমুখি হতে হয় যা সে জানেনা যা তার জানা প্রয়োজন। ব্যর্থতা এই সব জ্ঞানকে বিশ্লেষন করে যা ঘটনার অনুঘটক হিসেবে কাজ করে কেননা এটা সম্পূর্ন অপ্রত্যাশিত। আর আমরা কি রূপে অজানাকে জানতে পারি বা জানতে পারি যা জানা দরকার এই ব্যর্থতা ছাড়া। এটা কিছুতেই পরিকল্পনার মধ্যে আনা সম্ভব নয়।



মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৩

মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট ।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। এখানে কোনো সৃষ্টিশীলতা নেই। কিন্তু আমার ভালো লাগা গুলো আরো যারা জানেন না, তাদের জানানো জন্য। এতে যদি তাদের কিছু হয়, কিছু ভালো হয়। আমার যাই হোক, ওতেই আমার আনন্দ!

ভালো থাকবেন মামুন ভাই। সব সময়।

২| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

ঢাকাবাসী বলেছেন: খুব ভালো পোস্ট, উৎসাহিত করার মত পোস্ট।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঢাকাবাসী। ভালো থাকবেন, সব সময়।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম

দেখা যাক, কি হয় । /:)

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দেখেন কি হয়।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

ডি মুন বলেছেন:
দ্বিতীয় ভালোলাগা +++++++

ভয় এবং ব্যর্থতাকে ধাওয়া করতে পারলে আমাদের জীবনে এবং ব্যবসায় উল্লেখ্যযোগ্য পরিবর্তন আনা সম্ভব।


একদম ঠিক কথা। এই মুহূর্তে কামিনী রায়ের একটা কবিতার দুই চরণ মনে আসছে,

করিতে পারি না কাজ
সদা ভয়, সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে,
পাছে লোকে কিছু বলে।


হৃদয়ে বুদবুদ-মত
উঠে শুভ্র চিন্তা কত
মিশে যায় হৃদয়ের তলে,
পাছে লোকে কিছু বলে।


শুভেচ্ছা সতত প্রিয় সজীব ভাই

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ডি মুন আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

পাছে লোকের কথা আসলেই একটা সমস্যা। তবে থোরা কেয়ার না করলেই হয়। হাঃ হাঃ হাঃ একটা গল্প শুনেছিলাম। গল্পটা এমন, ব্যাঙ সম্প্রদায়ের মধ্যে একবার একটা প্রতিযোগীতা হয়েছিলো। একটা টাওয়ারে উঠতে হবে। তো এর মধ্যে অনেকে বললো, আমরা ব্যাঙ টাওয়ারে উঠবো কিভাবে? এই সব বুজরুকি। তবে অনেকেই এই প্রতিযোগীতায় নাম লিখালো। কেউ দৌড় শুরু করে কিছু দূর যাওয়ার পর বাদ দিলো, কেউ শুনলো পেছন থেকে বলছে, খামাখাই দৌড়াচ্ছি এতে ফয়দা নাই এই সব শুনে অনেকে দৌড়ানো বন্ধ করলো। কেউ কেউ আবার সেই টাওয়ারে কাছ পর্যন্ত যেয়ে ক্ষান্ত দিলো। এর মধ্যে একটা ব্যাঙ টাওয়ারে উঠে প্রতিযোগীতা জিতে নিলো। তখন সবাই জানতে চাইলো, কিভাবে টাওয়ারে উঠলে। সে উত্তর দেয় না। একটু পরে জানা গেলো ব্যাঙটা কালা ছিলো। মানে কানে শুনতোনা।

ভালো থাকবেন, সব সময়।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

লেখোয়াড় বলেছেন:
এ আর নতুন কি।

তবুও ভাল করেছেন লিখে।

ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এ নতুন কিছু তা নয়। তবে চোখের সামনে পড়লে একটু ঝালাই করে নেয়া যায়।

ভালো থাকবেন লেখোয়াড়।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২২

মাহমুদ০০৭ বলেছেন: মহাব্যর্থ সজীব ভাইকে দেখতে খুব ইচ্ছে করছে। :P :P হাহাহ ।

সত্যিকার অর্থে ব্যর্থতার পথ বেয়েই সাফল্য আসে ।

আপনার কাছে প্রত্যাশা আর বেড়ে গেল ।

এই ধরণের লেখা আরো চাই ।
আমরা ব্লগার গ্রুপে লেখাটি র লিঙ্ক শেয়ার দিলাম ।

ভাল থাকবেন ভাই ।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: যে সজীব ভাইকে দেখছেন, সে এমনিতেই মহাব্যর্থ। এরচেয়েও বেশি ব্যর্থ হয় নাকি?

আপনাদের ভালো লাগলে, লেখার উৎসাহটা বেশি পাই।

ভালো থাকবেন মাহমুদ ভাই। সব সময়।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্ট ভালো লেগেছে। আসলে এই সব বিষয়ে জানার স্বার্থেই আরো অনেক আলোচনা দরকার। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জাদিদ ভাই, পোস্ট যে আপনার ভালা লাগছে, এতে বড় প্রীত হইছি। কিন্তু আলোচনা?! এইডা আর এক আছে, আলো তো ভাগছে বহুত আগে, পইরা আছে চনা। হেইডা নিয়াই টানাটানি।

জাওগা, কথা হইলো ভালা আছেন তো! ভালা থাকনডা কিন্তু জরুরী।

এই মাত্র ঢাকার ভানু শুনছিলাম। তাই তার ভাষাতেই কিছু বলা চেষ্টা করলাম।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২১

কুবের মাঝি১০৭০০৭ বলেছেন: বহুদিন পর login করলাম, আপনার পোস্ট এ comment করার জন্য l এক কথায় অসাধারন l

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কুবের মাঝি ১০৭০০৭ ভাই, আপনার মন্তব্য আমাকে বিশেষ সম্মানিত করলো। শুধু তাই নয়, আমি এমন পোস্ট দিতে আরো উৎসাহিতবোধ করছি।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সাথেই থাকবেন।

৯| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ফেবু বন্ধুর সংযোগ ধরে এখানে এসে পড়লাম!

চমৎকার একটি পোস্ট...! :)

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: নিশ্চয়ই কেউ এটা ফেবুতে ছড়িয়ে দিয়েছে। মাঈনউদ্দিন মইনুল ভাই এবং এই পোস্ট ছড়িয়ে দেয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন, সব সময়। আশা করি সাথেই থাকবেন।

১০| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সজীব ভাই, ভালো আছি। :D B-) আশা করি আপনিও ভালো আছেন। আসলে ব্যর্থতা আমাদের জীবনে উন্নতির প্রথম ধাপ। সমস্যা হচ্ছে এই ব্যর্থতাকে অনেকেই সহজভাবে মেনে নিতে পারে না। ব্যর্থতা কাটিয়ে উঠার জন্য যেমন নিজের চেষ্টা দরকার তেমনি দরকার সফল হবার প্রবল ইচ্ছা!

অল্পতেই হতাশ হলে আমি বিরক্ত হই। জীবনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও আমি অনেককে দেখেছি তারা হতাশ হন নি। বরং সামনের দিকে এগিয়ে গেছেন! তাদের কাছ থেকে আমাদের এই গুন শেখা উচিত!

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনার কথাগুলো একদম সত্যি। অনুবাদের সময় আমার ইচ্ছে করে আরে যা অনুবাদ করছি এগুলোর বাইরেও দু-একটা কথা তো আমি জানি যা ভালো। কিন্তু কেবল অনুবাদ করছি দেখেই আমার কথা গুলো আর সংযোগ করা হয়নি। অবশ্য প্রথমটায় আমার কথা আলাদা করে দেয়া ছিলো। এইবার থেকে মনে করেছি আমার কোনো বক্তব্য থাকে তবে তা শেষে উপসংহারের করে লিখে দিবো।

১১| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১২

মিজভী বাপ্পা বলেছেন: ব্যর্থ হইতে হইতে এখন দেয়ালে পিঠ ঠেইকা গেছে। এখন কোন কিছুতে জিতলেও পরাজয়ই মনে হয়। তাই পরাজিত সৈনিক হইয়া রইছি :( +++++++++

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভাবনাটা একটু পরিবর্তন করে নিন। আপনি নিজেই টের পাবেন।

ভালো থাকুন। সব সময়।

১২| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

ডি মুন বলেছেন: বাহ, সজীব ভাই। মন্তব্যের প্রত্যুত্তোরে দারুণ একটা গল্প বললেন।
অনেক ধন্যবাদ :) :)

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনাকেও ধন্যবাদ ডি মুন।

ভালো থাকুন। সব সময়।

১৩| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫

আবু শাকিল বলেছেন:

পোষ্টের শিরোনাম দেখে মনে হল ,পোষ্ট টি আমার জন্য ই লেখা।
দারুন পোষ্ট ।

উ্ৎসাহ যোগানোর জন্য ধন্যবাদ।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই পোস্ট যদি আপনার এতটুকু উপকারে এসে থাকে তবেই আমার এই পোস্ট লেখা স্বার্থক।

ধন্যবাদ, ভাই আবু শাকিল।

ভালো থাকবেন, সব সময়।

১৪| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০২

অদৃশ্য বলেছেন:




চমৎকার লিখেছেন...


শুভকামনা...

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৪১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমি লিখলে আরো কিছু বিষয় নিয়ে আসতাম। কিন্তু এটা কেবল অনুবাদ এর চেষ্টা। ভালো থাকবেন।

১৫| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৬

দীপংকর চন্দ বলেছেন: সবল লেখা আমার ক্ষুদ্র জ্ঞানে!

ধনাত্মক সাফল্য স্পর্শ করুক সকলকে!

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.