![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।। দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।
অনেক দিন পর বাড়িওয়ালাকে বাঁশ দিলাম। দশ বছরের বাঁশ সুদে আসলে শোধ দিলাম।
বলা বাহুল্য যে আমি এই বাসাতে ছাত্র জীবন থেকে থাকি।
ছাত্র জীবন পার করেছি , চাকরী করছি তাও এখানেই থাকছি । আসলে এলাকাটা কেমন করে যেন ভাল লেগে গেছে। অন্য জায়গাতেও গেছি কিন্তু ভাল লাগে নাই।
বাড়িওয়ালা আমার কাছ থেকে অনেক জরিমানা নিয়েছে ,
যেমন , সকাল বেলা দেখি পানি নাই , তো পানি বন্ধ না করে বাহিরে চলে গেছি , এসে দেখি আমার রুম থেকে পানি বের হয়ে একে বারে সিঁড়ি বেয়ে নীচ পর্যন্ত ভেসে গেছে । আমিও দরজা খুললাম আর বাড়িওয়াও এসে হাজির , বাবাজী জরিমানা দাও , মুড়ি খাবো । যদিও সেটা ছিল হাঁসি তামাশার মত তবু সেদিন থেকে আমার মনে মনে পরিকল্পনা ছিল একদিন আমি দেখে নিব।
ভেবেছিলাম তার একমাত্র মেয়েকে পটিয়ে শোধ নিব । তার মেয়েটাও আমাকে খুব ভালবাসত , তাদের বাসাতে আমার অবাধ আসা-যাওয়া ছিল। কোন পিঠা বানালে আমি তার ভাগ পেতাম। বাড়িওয়ালাও আমাকে খুব ভাল জানতো । দুঃখের কথা কি বলবো মেয়েটি ছিল আমার থেকে ১০ বছরের বড় আর আমাকে ছোট ভাই বলে ডাকতো । আর কয়েক বছর আগে এক গাঁজা খোরের সাথে তার বিয়ে হয়েছে।
যাই হোক , এখন চাকুরী করি , বাসাতে সারাদিন থাকিনা , বন্ধুদের সাথে আড্ডা মেরে ফিরতে অনেক রাত হয়ে যায় । কিন্তু প্রতিমাসে বিদ্যুৎ বিল বাড়ে আর বাড়ে । অনেক বলেও কাজ হয় নাই।
কিছু দিন আগে নতুন একটা ব্যাংক একাউন্ট খুলতে বিদ্যুৎ বিলের কাগজ প্রয়োজন হোল । বিলের নিচে লেখা "....pay the bill through internet" । দেখেই আমি তাদের ওয়েব সাইডে ডুকে দেখলাম আমার এক বছরের বিল দেখা যায় । যে বিল সেখানে দেয়া আছে তার থেকে আমার কাছথেকে প্রায় দিগুণ মতো বিল নিয়েছে। আমি তাকে ধরলাম এবং বললাম তার এই অপকর্মের জন্য তার বিরুদ্ধে মামলা করব । কারন আমার হাতে সব প্রমান আছে । তারপর সে আমাকে জরিমানা সহ টাকা ফেরত দিল , মাপ চাইলো এবং আমার কাছে ওয়াদা করল যে আগামী দুই বছর আমার ভাড়া আর বারাবে না।
যে কেউ তার বিল দেখতে চাইলে লগিন করুন https://www.desco.org.bd/ebill/login.php
আপনাকে শুধু Account No. জেনে নিতে হবে। Account No. টি বিলের কাগজের ডান পাশে উপরের দিকে থাকে।
২| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪
মহিদুল বেস্ট বলেছেন: আহারে! ধরা খাওয়ালেন? কিন্তু গল্পটা থামানো উচিৎ হয়নি
৩| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
সুজাহায়দার বলেছেন: ভাই চট্টগ্রামে এ ব্যাবস্থা নাই ?
২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
দাদাজী বলেছেন: আমি নেটে খুজে দেখবো , পেলে জানাবো।
৪| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭
এম. হাবীব বলেছেন: উত্তরাতে সেইম কাহীনি হইছিলো আমার বাড়িওয়ালার সাথে বছর দুই আগে; সেয়ার করার জন্য ধন্যবাদ............
৫| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
শহিদশানু বলেছেন: ভাই অনেক ভালো লাগলো। আমার বাড়ীয়ালকে ধরার চ্ষ্টো করবো । না পারলে আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে।
৬| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
jajabor13 বলেছেন: চট্টগ্রামে prepaid system... অনেক ইচ্ছা ছিলো, বারিওয়ালাকে ধরানি দেওয়ার
৭| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
কস্কি বলেছেন: আগের থেকেই টুকটাক জানতাম, ইনফ্যাক্ট একবার মনে করেছিলাম এই টাইপের পোস্ট দিবো!!
যদিও আপাতত আমার কাজে আসবে না, তবে যেসব বাড়িওয়ালা ভাড়াটিয়াদের থেকে ভুয়া বিদ্যুৎ বিল আদায় করে তাদের উচিত শিক্ষা দেয়া যাবে!!!
যাইহোক, এই হচ্ছে ডিপিডিসির ই -বিল পোর্টাল,
এছাড়া জিপি এবং টেলিটক থেকেও বিনামূল্যে বিল ইনফো জানা যায়
৮| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
বাধা মানিনা বলেছেন: এক্সেলেন্ট......ডিবিবিএল এর নেক্সাস কার্ড দিয়ে যে বিল দেওয়া যায় সেটা আজই প্রথম জানলাম। শালার লাইনে দাড়িয়ে সারাদিন অফিস কামাই করে আর কষ্ট করতে হবে না।
৯| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
মামুন নজরুল ইসলাম বলেছেন: বিদ্যুত বিলের যে কাগজ আমাদের হাতে দেয়। ওটাতে কি জালিয়াতি করতে পারে?
১০| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
বেকার সব ০০৭ বলেছেন: সেইরাম একটা পোস্ট দিছেন মিয়া ভাই, কালকেই ধরমো বাড়িওয়ালারে
১১| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
সব 'ডিজিটাল' হইয়া যাইতেছে ... কই যাই!
- বাড়ীওয়ালা।
১২| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
হেডস্যার বলেছেন:
প্রায় সব বাড়িওয়ালারাই চোর।
১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
জনাব মাহাবুব বলেছেন: সেইরাম একটা পোষ্ট।
বাড়ীওয়ালাকে সবাই বাঁশ দিতে চায়, আমি বাদ যাবো কেন? আমিও বাঁশ দেওয়ার জন্য রেডি এবং চলতি মাসেই।
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো পোষ্ট।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯
আমাবর্ষার চাঁদ বলেছেন: দারুন..................