![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।। দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।
একটি 32" LED TV কিনতে চাচ্ছি । কোন BRAND এর কিনবো ? অভিজ্ঞদের মতামত চাচ্ছি ।
২| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০০
দাদাজী বলেছেন: সবাই আমাকে Sony এর কথাই বলেছে । Sony এর শো রুম গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে জানালো যে টিভিগুলি ঢাকাতে সেটিং হয় । এই জন্য আমি খুব কনফিউজড এর মধ্যে আছি ।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৮
কালা_পিচ্চি বলেছেন: আমি গত দেড় বছর ধরে স্যামসাং এর ৩২ ইঞ্চি (সিরিজ ৪) এল ই ডি ব্যাবহার করছি। আমি নিজে সন্তুষ্ট। তাছাড়া আমার জানামতে বর্তমান বাজারে স্যামসাং এর টিভি ই সেরা।
৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৬
দাদাজী বলেছেন: sharp কেমন ? দাম বেস কম দেখলাম ।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৮
অদীত বলেছেন: আমি ৪৯ হাজার দিয়ে স্যামসাংয়ের ৩২ ইঞ্চি এলইডি সিরিজ ৪ কিনলাম। বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। তবে ট্রান্সকম অনেক হেল্পফুল। কেনার পর দুই বার ফোন দিয়ে জিজ্ঞেস করল, ঠিকমত চলছে কি না। কালার এডজাস্ট করতে না পেরে ফোন দিয়েছিলাম কাস্টমার কেয়ারে। পরদিন লোক পাঠিয়ে কালার ঠিক করে দিল, ঐ লোককে একটাকাও দিতে হয়নি। আপনি যদি কেনার পর ভালো সার্ভিস ও গ্রাহক সেবা চান তবে আমার মতে ট্রান্সকমই সেরা ।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৬
সোহেল১৯৭৫ বলেছেন: Go to Dhaka Staduim/ Baitul Mokarom -
Sony 32'' - only 33000 TK
This is original , they bring it without TAX so price is so cheap , Show room price - 48000, same products but this is with out warranty
৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১
দাদাজী বলেছেন: সবাইকে ধন্যবাদ ।
সবাই আমাকে Sony এর কথাই বলেছে । Sony এর শো রুম গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে জানালো যে টিভিগুলি ঢাকাতে সেটিং হয় । এই জন্য আমি খুব কনফিউজড এর মধ্যে আছি ।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৭
বনসাই বলেছেন: 32" LED TV মানে কেবল 32" নয়। এর মধ্যে আরো কিছু সুবিধা যুক্ত হওয়ায় দাম কম বেশি হয়ে থাকে।
এ মুহূর্তে একটি প্রাইস লিস্ট দেখছিলাম, সেখানে 32" LED TV Sony র আছে ৬ প্রকার, Samsung এর আরো দুটো বেশি-৮টা।
আমার পছন্দ Sony।
নিউ এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল ৩ এর চৌধুরীতে যেতে পারেন। দামাদামি করে ভালো জিনিস হাতে নিতে পারবেন। শো রুম থেকে সেখানে দাম অনেকটাই কম। সব কিছু নিজে যাচাই করে বুঝে আগাবেন।
আমরা সেখানে নিয়মিত যাই।