নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।

দাদুভাই

অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।

দাদুভাই › বিস্তারিত পোস্টঃ

এক নাইজেরিয়ানকে বলেছিলাম কিন্তু আমার দেশের মানুষকে কী জবাব দেব

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০১

এক নাইজেরিয়ান খুব গর্ব করে আমাকে বলতেছে, তার দেশে ইংরেজী ভাষায় সবাই কথা বলে। তার দেশের প্রধান ভাষা ইংরেজি। তার কথা শুনে, হাসি ধরে রাখতে পারলাম না। বললাম তোরা খুব সুন্দর ইংরেজি বলছ। এককথায় সুপার। অনেক কথাই তার সাথে বললাম। বললাম তোরা পৃথিবির কোন দেশে ঠেকবি না। তোদের ইংরেজি তোদেরকে পৃথিবির সেরা জাতিতে রুপান্তর করেছে তাতো আমরা দেখতেছি। মাথা মোটা আামার কথা বুঝেনি। শেষ আমাকেই বুঝাতে হল। এবার আমি বলা শুরু করলাম আমার কথা আমার দেশের কথা। বললাম, আমি তোদের সবই জানি। তোদেরকে এক প্যাকেট চিনি দিলে তোরা একটা হিরার টুকরা দিয়ে দিতি। তোদের দেশে প্রায় ২৫০ এর বেশি ভাষা আছে। ইংরেজরা তোদের দেশে শাষন করতে গিয়ে তাদের ভাষা তোদের উপর চাপিয়ে দেয়। তোরা তা সহজে হজম করলি। তোদের ইংরেজী আমাদের অনেকের বুঝতে কঠিন, স্বয়ং ইংরেজরাও তোদের কথা বুঝে না। আর তুই আমার সাথে ইংরেজি নিয়া অহংকার করলি। এবার আমার দেশের কথা জানালাম। আমাদের একটিই ভাষা এবং আমাদের কোন ২য় বাষা নাই । আমরাও ইংরেজদের কলোনি ছিলাম, কিন্তু তারা আমার দেশে সুখে ছিল এটা তারা বলতে পারবে না। আমরা সারা জীবন সংগ্রাম করেছি আমাদের অধিকার আদায়ে। বাঙ্গালী সংগ্রামী জাতি। আমরা ইংরেজি জানি, কিন্তু আমরা আমাদের মাতৃভাষা ভুলিনি। আমরা আমাদের ভাষার জন্য সংগ্রাম করেছি। আমাদেরকে ভাষার জন্য জীবন দিতে হয়েছে। তবুও আমরা পরের ভাষার গোলামী করিনি। তুই জানিস না আমার ভাষার ইতিহাস। আজ আমরা না শুধু সারা পৃথিবি আমাদের এ ভাষাকে সন্মান করে। আমরাসহ সারা পৃথিবি, তোর দেশ এবং যে পাকিরা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল তারাও আজ ২১ ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পালন করে। মোটামুটি যা জানি সে ইতিহাস জানালাম তাকে । আমার ভাষা আমার অহংকার।

ইউরোপের কয়েকটা দেশ ঘুরেছি। একটা ঘটনা বলি,একদিন পর্তুগালে এক বন্ধুর দোকানে বসলাম।সে তেমন ভাষা জানে না। এক ইন্ডিয়ান মুজাম্ভিক এসে আমার বন্ধুকে বলতেছে, তুমি ভাষা জান না দোকান দিলে কেন? আমার বন্ধুটা ভাষা বেশি একটা জানেনা, তাই জবাব দিতে পারে নাই। এখানে একটা কথা বলি আমরা অনেকে জানি না, ইন্ডিয়ান মোজাম্ভিকরা হল ইন্ডিয়ান বংশধর, তারা আফ্রিকার মোজাম্ভকে স্থায়ী ভাবে বসবাস করে। তারা এখন আফ্রিকান। আর মোজাম্ভকদের একটা সুবিধা হল, তারা পর্তুগালের কলনি ছিল। তাই তাদের এদেশে আসতে ভিসা লাগেনা। সে সুবাদে সেখানে অনেক ইন্ডিয়ান মোজাম্ভিক দেখা যায়। যাই হোক ঘটনাটা বলি। আমার বন্ধু উ্ত্তর দিতে পারেনি। একদিন এক কপি সপে তার সাথে আবার আমার দেখা। অনেক কথা তার সাথে বললাম। তাকে জানিয়ে দিতে ভুল করিনি,তোরা ছিলি ইন্ডিয়ান, হইলি, আফ্রিকান, আর এখন তুই পর্তুগীজ। তোর কত রূপ দেখলাম। তোদের নিজেদের কি আছে। আরেক দেশের ভাষায় কথা বলিছ। আমি আমার ভাষায় কথা বলি। আমি আরো কয় একটা ভাষা জানি, আমাদের সময় দরকার এটা সত্য। নতুন একটা ভাষা চাইলেই বলা যায় না। দোকান দিবোনাতো করবোটা কি? তুই কি আমার বন্ধুকে খাওয়াবি। তার সাথে এত কথা বলার কারন তুই নিজে নিজের ভাষা পারস না, আরেক ভাষার গোলামী করছ। আবার আমাদের সাথে উল্টো ভাব নিবি। এটা মানা যায় না। শুধু মোজাম্ভিকই না, আফ্রিকার বেশির ভাগ দেশের নিজেদের কোন ভাষা নাই। মোজাম্ভিক, গিনেবিজাও, কাপু ভেরদে, এনগোলা এবং দক্ষিন আমেরিকার ব্রাজিল, চীনের মাকাও আর এশিয়ার তীমুর পুর্তগীজ ভাষায় কথা বলে।তাছাড়া বেশির ভাগ আফ্রিকারা প্রান্স ভাষায় কথা বলে। মেক্রিকোসহ দক্ষিন আমেরিকার প্রায় সব দেশ স্পানিজ ভাষায় কথা বলে। পৃথিবির অনেক দেশই কয়একটা দেশের কলোনি ছিল।তারা তাদের ভাষা, সংস্কৃতি সবই হারিয়েছে। আমরাও ছিলাম, আমরা এখনো আমাদের মতনই আছি। এ যাবত কাউকে ছাড় দেইনি। আমাকে বললে অনেক সময় কিছু বলি না কিন্তু আমার দেশ নিয়ে কেউ কিছু বললে আর ঠিক থাকা যায় না। অনেক জায়গায় একজন বাংলাদেশি হিসাবে অনেক সন্মান পাই, বড় ভালো লাগে। আমাদের কালচার সারা পৃথিবির মানুষ জানে। মানুষ আমাদের সন্মান করে অথচ আমরা নিজেরাই আমাদের মূল্যায়ন করতে জানিনা। আজ একটা প্রশ্ন আমার, আমরা কেন শুধু বিশেষ মাসগুলোতে জানান দে্উ আমরা বাংলাদেশী, বাকি দিনগুলোতে আমরা ভুলে যা্ িআমরা কারা, আমাদের কি করা উচিত, আমরা শুধু বলি কি হয়েছিল এদিনে, আমরা প্রায়্ িদেখি টিভিতে টক শোতে, পুরান অনেক কাহিনী, আগামীতে শুভ দিনের আশা করি।কিছু দিনপর আবার আগের অবস্থা। এটা ভাষার মাস, অনেক প্রশ্ন আমার। আমাদের বর্তমান প্রজন্মের কাছে আজ বাংলার গূরত্ব নাই। গুরত্ব দেব কেন সেটা্ও মাঝে মাঝে চিন্তা করি। সেদিন আমার এক কাছের জন, তার পরিবারের সবাইকে বলতেছেন, তাদের ছোটরা কেউ যেন বাংলাতে না পড়ে। আমাকে জিজ্ঙাস করলনে, এ ভাষায় পড়ে কি হবে? এ ভাষায় পড়ে একটা ছেলের ভবিষ্যত কি? কি উত্তর দেব তাকে। বিদেশিকে না হয় বুঝালাম। নিজ দেশের মানুষকে কি বলবো এর উত্তরতো আমার কাছে নাই । মুখে মুখে আমরা বঙ্গালী। মোদের গরব মোদের আশা, আমারই বাংলা ভাষা। আজকের দিন বাদে সবই ফাকা। এ ভাষার গুরত্ব এদিন পর ফাকা।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫

বাকাট্টা বলেছেন: কোন বিদেশীকে কিছু বলার আগে শেখ হাসিনা কি করল তার জন্য সমালোচনা বা এর বিরুদ্ধে আন্দোলনের ইচ্ছা আছে কি? শিবিরের এক ধমকিতে কাত হয়ে গেলেন কি এমন সরকারের দূর্বলতা এটা কি নিজেকে প্রশ্ন করেছেন? এই সমস্ত বেহুদা বড়াই ও নাটক করার আগে দেশের সরকারকে সঠিক পথে চলার জন্য কিছু করেন। তবেই ন্যায্য রায় পাওয়া যাবে।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭

বাকাট্টা বলেছেন: সরি ভাই, আপনাকে অন্য ব্লগার মনে করে ভুল কমেন্ট করছি। তাই সবিনয় অনুরোধ প্রথম কমেন্টটা দয়া করে মুছে দিয়েন।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫

স্বাধীন শোয়েব বলেছেন: মচতকার বিশ্লেষণ।
:) :) :) :) :) :) :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

দাদুভাই বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫১

ধূসর সপ্ন বলেছেন: সব সত্য উপস্থাপন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

দাদুভাই বলেছেন: ধন্যবাদ, যা দেখি তা লিখি এবং এটাই চেষ্টা করি।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

খুব সাধারন একজন বলেছেন: বাপদাদার কামানো সম্মান আমরা বিসর্জন দিয়েছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

দাদুভাই বলেছেন: হুম, নিয়মই মনেহয় এটা, গানের মত, একপুরুষে গড়ে ধন, আরেক পুরুষে খায়

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

আদম_ বলেছেন: শাব্বাশ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

দাদুভাই বলেছেন: ধন্যবাদ

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

অপরিচিত অতিথি বলেছেন: khub valo laglo pore

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

দাদুভাই বলেছেন: onek onek donnobad

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.