![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে মোটরসাইকেলে পুরুষ চালকের পেছনে কোনো নারী দুই পাশে পা ছড়িয়ে বসতে পারবেন না।
ইসলামি (শরিয়া) আইন অনুযায়ী সেখানে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিধানের ব্যাপারে প্রচারপত্র বিলি করা হচ্ছে।
লকসিউমাওয়ে শহরের মেয়র সুয়াইদি ইয়াহিয়া বলেন, জনগণের নৈতিকতা রক্ষার জন্যই এ বিধান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নারীরা মোটরসাইকেলের কেবল এক পাশে পা রেখে বসতে পারবেন। তাঁরা দুই পাশে পা ছড়িয়ে মোটরসাইকেলে বসলে ইসলামি আইনের লঙ্ঘন হয়।
কোনো নারী দুই পাশে পা ছড়িয়ে বসলে তাঁকে পুরুষের মতোই দেখায়। কিন্তু এক পাশে বসলে তাঁকে নারীর মতো দেখায়।
তা ছাড়া এক পাশে পা রেখে বসা যাত্রীদের মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার ঘটনাও বিরল। স্থানীয় সরকার নতুন আইনটি এক মাসের মধ্যে মূল্যায়ন করে দেখবে। তারপর সেটি আইনে পরিণত হবে।
এই বিধান অমান্য করলে নারীদের শাস্তি দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইয়াহিয়া বলেন, আইন প্রণীত হলে অবশ্যই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
প্রস্তাবিত আইনটির সমালোচনা করে রাজধানী জাকার্তাভিত্তিক ইসলামি আন্দোলনের কর্মী উলিল আবশার আবদাল্লা বলেন, কীভাবে মোটরসাইকেল চালাতে হবে, শরিয়া আইনে তা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। গণতান্ত্রিক একটি দেশে শরিয়া আইন প্রয়োগের ক্ষেত্রে জনমত বিবেচনায় নেওয়া উচিত। আচেহ হচ্ছে ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ, যেখানে শরিয়া আইন চালু রয়েছে। বিবিসি।
View this link
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
ফুরব বলেছেন: মোট্র সাইকেলের পাশেসাইডে পা দেয়া না দেয়ার সাথে ইসলামের কি সম্পর্ক?? মেয়র মনে হয় ম্যাডকাউ রোগে আক্রান্ত।।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
কাজী রহমতুল্লাহ বলেছেন: এইটা কি ১৬+ জোক ?
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
গ্রাম্যবালিকা বলেছেন: আজব! একপাশে পা দিয়ে বসা কি যে কষ্ট তা ওই আইনওয়ালা কি জানে! ফালতু আইন।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: লকসিউমাওয়ে শহরের মেয়র সুয়াইদি ইয়াহিয়া বলেন, জনগণের নৈতিকতা রক্ষার জন্যই এ বিধান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ঐখানকার জনগণের নৈতিকতা কি এতই দুর্বল যে, একজন নারী মোটর সাইকেলে কিভাবে বসল, তা দেখেই নৈতিকতার স্থলন হয়? শরীয়া আইন যে কতটা বর্বর, অসভ্য ও নারীনিপীড়নকারী, তা এসব দেখলেই বোঝা যায়।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
আজনবী বলেছেন: International Jock 2013!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আর চালক যদি নারী হয়, তাহলে পুরুষ যাত্রী কিভাবে বসবে? তাও নিশ্চই আইন করার উচিৎ।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
আধখানা চাঁদ বলেছেন: বুঝলাম পেছনে বসা নারীর জন্যে এ আইন। আজকাল তো মেয়েরাও বাইক চালায়। তাঁদের কি বাইক চালানো নিষেধ ?!!
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
সিলেটি জামান বলেছেন: আধখানা চাঁদ বলেছেন: বুঝলাম পেছনে বসা নারীর জন্যে এ আইন। আজকাল তো মেয়েরাও বাইক চালায়। তাঁদের কি বাইক চালানো নিষেধ ?!! |
ফালতু আইন। (
(
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
অপূর্ণ রায়হান বলেছেন: আজাইরা আইন । দুই পা একপাশে দিয়ে বসলে অ্যাকসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে ।
সিলেটি জামান বলেছেন: আধখানা চাঁদ বলেছেন: বুঝলাম পেছনে বসা নারীর জন্যে এ আইন। আজকাল তো মেয়েরাও বাইক চালায়। তাঁদের কি বাইক চালানো নিষেধ ?!! |
ফালতু আইন
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
উলাম বলেছেন: ইসলামী হুজুর গুলোর চোখ যে মেয়েদের দুই পায়ের মাঝে থাকে, সেটা এই আইন থেকে বোঝা যায়।
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: উলাম বলেছেন: ইসলামী হুজুর গুলোর চোখ যে মেয়েদের দুই পায়ের মাঝে থাকে, সেটা এই আইন থেকে বোঝা যায়।
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: এটা মেয়েদের মতামতের উপর ছেড়ে দেয়া বেটার,,তারা যেটা কমফোর্ট ফিল করে সেইভাবে বসার অধিকার তাদের আেছে।আরেকটা ব্যাপার হলো নিরাপত্তা যেভাবে বসলে ঝুকি কম হবে সেইভাবে বসা উৎসাহিত করা যেতে পারে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
রিফাত হোসেন বলেছেন: পা না হাত দিয়া রাখবে.... পা উপরে থাকবে চলবে ?
হাহাাহা ।
এককাজ করলে কেমুন হয় মেয়েদের বের হতে দেওয়াই উচিত না ।
ফাউল সিস্টেম ।