নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অধম।

দাদুচাচা

আমি মানুষ।

দাদুচাচা › বিস্তারিত পোস্টঃ

নারীরাই বেশী বক বক করে !:):DB-);)

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩







পৃথিবীর সব দেশেই এটা প্রচলিত যে, নারী মাত্রই কথা বলে বেশি।

বকবক করা নারীর স্বভাব এই কথা যারা বলেন তাদের একটু জেনে রাখা দরকার কেন এমনটি হয়।







নারীর এই বেশি কথা বলার পিছনে রয়েছে নারীর মস্তিষ্কে থাকা এক বিশেষ প্রোটিনের উপস্থিতি। ‘ল্যাঙ্গুয়েজ প্রোটিন’ নামের এই প্রোটিনের পরিমাণ নারীর মস্তিষ্কে একটু বেশিই থাকে। আর এর প্রভাবেই বেশি কথা বলেন নারীরা।



রীতিমত গবেষণা করে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞান ও মনস্তত্ত্ব গবেষকেরা।



‘জার্নাল অব নিউরোসায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, নারীর মস্তিষ্কে ফক্সপিটু নামের ল্যাঙ্গুয়েজ প্রোটিনের উপস্থিতি বেশি।



উচ্চারিত শব্দ দিয়ে হিসেব করলে নারীরা পুরুষের তুলনায় অন্তত ১৩ হাজার বেশি শব্দ উচ্চারণ করে। নারীদের প্রতিদিন উচ্চারিত শব্দের পরিমাণ প্রায় ২০ হাজার।



সুতরাং নারীরা বকবক করিলে,তাঁদেরকে দোষ দেয়া কি ঠিক ?









View this link

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

অন্ধকার রাজপুত্র বলেছেন: :D :D :D :#) :#) :#) =p~ =p~ =p~ =p~ B-) B-) B-)

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

দাদুচাচা বলেছেন:
অন্ধকার রাজপুত্রও দেখি বেশী বেশী.......করতাছেন।
ধন্যবাদ।

২| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

বলাক০৪ বলেছেন: গুড আর্গুমেন্ট।

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

দাদুচাচা বলেছেন:
পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।

৩| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৯

টুরিস্ট আশরাফুল বলেছেন: হালারা যা ছুরু করলো না,দেশটারে খাইয়া দিবো,কয়ডা আবুলের লেইগা দেশের মানসের বাঁশ উপর দিয়া কচি বাঁশ যাইতাছে X( X( X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.