নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

۩ ভালো থাকুন সবসময় সবখানে। ۩

অনন্য দায়িত্বশীল আমি

জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই

অনন্য দায়িত্বশীল আমি › বিস্তারিত পোস্টঃ

আমি লিখছি আমার একান্ত মতামত গুলো শেয়ার করার জন্য। তবে কি আমি লিখতে পারছি?/:)

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৫

নাহ্ ! কি লিখব নিজেই জানিনা? যদি জানতামই তাহলে তো এতক্ষণ লিখে ফেলতাম। কিন্তু আমি কি লিখতে পারছি? মোটেই না।



প্রত্যেকটি মানুষের নিজস্ব একটি বৈশিষ্ট্য বা ধ্যান ধারনা থাকে এবং এই বৈশিষ্ট্য বা ধ্যান ধারনার জন্য প্রতিটি মানুষে লেখায় একটা বিশেষ দিক ফুটে উঠে। যদিও আমি লেখক না তথাপি আমার লেখাতেও বিশেষ কোন দিক ফুটে উঠবেনা এমনটা না।



আমার জ্ঞানের দৌড় কম বিধায় লেখার ক্ষেত্রে যে মুন্সিয়ানার পরিচয় দেব তা কোন দিনই হবেনা। প্রথম পাতায় লেখা প্রকাশ হলেই যে ভাল লেখক হ'ব এমন না। তবে আমি কিন্তু এখনও প্রথম পাতায় আমার লেখা প্রকাশ করার কত লেখা লিখতে পারিনি কিংবা সেই লেখা নির্বাচত পাতায় যায়গা করে নেবে সে চিন্তাও করতে পারিনি।



মানুষ কি কখনও লেখার আগে চিন্তা করে যে সে অনেক বড় লেখক বা কবি হবে। আমার মনে হয় এমন চিন্তা থেকে কেউই তার কলম হাতে তুলে নেননি। বড় বড় কবি সাহিত্যিক লিখেছেন নিতান্তই শখের বশে। কিন্তু তার অজান্তেই তার সু্প্ত প্রতিভার বিকাশ ঘটেছে।



সে যাই হোক, আমার লেখায় আমি কিন্তু সে রকম কিছু আশা করছি না কারণ আমি জানি আমার দৌড় কতদূর?



প্রিয় ব্লগারদের নিকট আমার একটাই প্রত্যাশা আহামরি কিছু হতে চাই না তবে আপনাদের সহিত আমার মতামত গুলো শেয়ার করতে চাই। আমার মতের প্রতিফলন তখনই ঘটবে যখন আমি আপনাদের লেখাতে আমার মতামত দিতে পারব।





তবে সেই প্রত্যাশাতেই আছি। :D





পরিশেষে সব্বাইকে লাল গোলাপের একগুচ্ছ শুভেচ্ছা।। সবাই ভালো থাকবেন নিরন্তর।।

মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯

মহামহোপাধ্যায় বলেছেন: ব্লগে প্রচুর মানসম্পন্ন ভালো লেখা আছে। পড়তে থাকুন, আর লিখতে থাকুন। একসময় দেখবেন আপনিও অনেক চমৎকার লিখছেন।


শুভ ব্লগিং

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ধন্যবাদ ভাই সুন্দর ও চমৎকার সাজেশনের জন্য।

২| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হ্যাপী ব্লগিং।


লিখুন ভালো ভালো কিছু লিখুন। আমার মত অথর্ব না হয়ে ভালো কিছু লিখুন। ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর ও চমৎকার সাজেশনের দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ব্লগার ভাই সব আন্নেরা কই? একবার আইসেন আমার ব্লগে। ঢুঁ মাইরা যান। নয়তো..........



দিমু নাকি একখান?

৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সত্যি সত্যিই একখান দিমু!!

৪| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সকল সম্মানিত ব্লগারের দৃষ্টি আকর্ষন করছি।


আমি কি আবারও মহিলা নাম ধারন করে নতুন আইডি খুলুম? :( এখানে মহিলা নাম অথবা ছবি দেখলে সকল ব্লগাররা লুতু পুতু :P শুরু করে দেয়। দেয় নানা পরামর্শ, ফ্রি উপদেশ, ওছিওত নছিহত ইত্যাদি ইত্যাদি। কিন্তু পুরুষ নিক বা ছবি দেখলে কেউ একটি বারের জন্যও ঢুঁ মারেনা। এখানে এটাই নির্মম একটি বাস্তবাতা। কাউকে হেও করার জন্য না একটি উদাহরণ দিচ্ছি শুধু জানার জন্য।

সুইট এঞ্জেলের ব্লগার পরিসংখ্যান

পোস্ট করেছেন: ২টি
মন্তব্য করেছেন: ৩৫টি
মন্তব্য পেয়েছেন: ৬৩টি
ব্লগ লিখেছেন: ৪ দিন ১০ ঘন্টা
ব্লগটি মোট ৩২১ বার দেখা হয়েছে।


দেখেন কত্ত লুতু পুতু!! :P হায় এখানে আমার অবস্থান কোথায়? কেউ জবাব দেবেন কী?

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আরও দেখতে পারেন এখানে।

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এখানে দেখতে পারেন। :( :P :P

৫| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
Happy BLoggin' ||

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কবির ভাই আপনার লেখা গুলি খুবই চমৎকার। আপনার অনেক লেখাই আমি পড়েছি। আমার এখানে ঢুঁ মারার জন্য অনেক অনেক ধন্যবাদ।


৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: যতদিন না আমার এই লেখায় ১০০টি কমেন্ট না হচ্ছে ততদিন আর কোন পোষ্ট নয়। এই হলো মোর প্রতিজ্ঞা!!

৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৬

নিশাত তাসনিম বলেছেন: হা হা হা ১০০ টি মন্তব্য দিয়ে কি করবেন ? :) একটি সুন্দর পোস্ট লিখুন একদিনের মধ্যেই ১০০ টি মন্তব্য পেয়ে যাবেন তবে তার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। অন্তত ১০০ জন নিয়মিত ব্লগারের পোস্টে মন্তব্য করতে হবে। তার পর পোস্ট দিতে হবে।

ব্লগে স্বাগতম এবং শুভ কামনা রইলো আপনার জন্য। হ্যাপি ব্লগিং।

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: তাসনিম ভাই আপনি সত্যিই সুন্দর কথা বলেছেন। কষ্ট করে ঢুঁ মারার জন্য আপনাকে ধন্যবাদ।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩২

সায়েদা সোহেলী বলেছেন: আমি প্রতিদিন এসে একটা করে কমেন্ট দিয়ে যাবো :) তাহলে কেমন হয় ???

শুভেচ্ছা

আমি কিন্তু খুব অনিয়মিত /:)

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: দিলে তো মন্দ হয় না। আর ১০০ কমেন্টস হইলেই আর একখান পোষ্ট দিব ইনশাআল্লাহ।


আপনাকেও শুভেচ্ছা।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
১০০ কমেন্ট না পাইলে আমিও নিউ পোস্ট দেয়ার ইন্টারেস্ট পাইনা /:)

০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হ্যাঁ ভাই ইমরাজ আপনি এক্কেবারে আমার মনের কথা বলেছেন। ধন্যবাদ।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগে স্বাগতম রইল। :)

০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৮

লিরিকস বলেছেন: স্বাগতম।
গান শুনুন মন ভালো রাখুন।

০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: গান শুনতে আমার মুন্চায়। পুরানো গান গুলো আমার খুবই প্রিয়। তয় এখনকার লক্কড় ঝক্কড় গান আমাকে ভালো লাগেনা। ধন্যবাদ।

১২| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৫

ইমিনা বলেছেন: সুইট এঞ্জেল এর পোস্টে আপনার স্বাধীন মতামত দেখে আপনার ভক্ত হয়ে গেছি। তবে এই খানে ওই পরিসংখ্যান না দেখালে ভালো হতো কেননা বেচারী আবার এটা দেখে কান্না কাটি করে চোখ রেড করে ফেলবে :P

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ও টাই টো আমার ভুল হয়ে গেছে। এটা জানলে তো আমার বাপি বকা ডেবে।

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২২

সীমানা ছাড়িয়ে বলেছেন: সুইট এঞ্জেলের পোস্ট দেখেই এই অবস্থা? অপি আক্তারের পোস্ট দেখলে না জানি কি করতেন। দেখুন তাহলেঃ http://www.somewhereinblog.net/blog/opiakther

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ও মোর খোদা হেইয়া তুমি কী দেখাইলে!!


মোর মাথা খারাপ হবার অবস্থা!!!!

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৩

মামুন রশিদ বলেছেন: লিখে যান মনের আনন্দে ।


শুভ কামনা ।

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: দোয়া করবেন যাতে কিছু একটা লিখতে পারি। আপনার জন্যও শুভ কামনা রইল। ধন্যবাদ।

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৫

হেডস্যার বলেছেন:
আপনারা পোষ্ট দিবেন আমরা পড়বা আর কমেন্ট করব।

চালিয়ে যান। শুভকামনা। :)


আমার পোষ্টে আপনার কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না...কেন পারতেছি না সেটা ও বুঝতে পারছি না.... :(

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ধন্যবাদ হেডস্যার আমার ব্লগে ঢুঁ মারার জন্য।

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেক কিছুই তো লিখে ফেললেন। চালিয়ে যান। হয়ে যাবে। আশেপাশেই পাবেন হয়তো। শুভ কামনা সতত।

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ধন্যবাদ বাঙালী ভাই। আপনার অনুপ্রেরণা সহায়ক হবে বলেই আশা করি। আপনাকে আবারও ধন্যবাদ।

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৩

বেলা শেষে বলেছেন: আমি লিখছি আমার একান্ত মতামত গুলো শেয়ার করার জন্য। তবে কি আমি লিখতে পারছি?/:)


My dear , i have studied your post very intensively , you are a good- super good Blogger , you have a good experience on Hightech. How are you? I hope your good sucess in Bloglife. Congratulation......
Up to next time....
Salam & Highly Respect...

For অনন্য দায়িত্বশীল আমি

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বেলা শেষে ভাই আপনি আমাকে অতিমূল্যায়ন করেছেন। আমি নগণ্য একজন সাধারণ মানুষ। তবে আমি অন্যের মতামতকে প্রাধান্য দেই। সেই সংগে আমি চেষ্টা করি সহনশীল হওয়ার। সে যাই হোক, আপনি ভালো আছেন নিঃশ্চয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১১

মনিরা সুলতানা বলেছেন: ব্লগে স্বাগতম :)

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৯| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮

বৃশ্চিক রাজ বলেছেন: আমিও ঠিক আপনারই মত আমার একান্ত ঘুরাঘুরিগুলো লিখছি। আশা করি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার লেখার হাত অনেক সুন্দর।



আমার ব্লগে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২০| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৮

অর্বাচীন পথিক বলেছেন: আপনার মত আমি একজন ব্লগার, তবে আমি এমন প্রতিজ্ঞা করতে পারি না । লিখি নিজের তাগিদে, যদি মন্তব্য না পাই বুঝতে হবে মান ভাল হয়নি। নতুন করে আবার লেখার মান উন্নত করতে হবে আর পোস্ট করতে হবে।

চালিয়ে যান ভাই প্রতিজ্ঞা। আশা করি সফল হবেন।

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার লেখা আমি পড়েছি। আপনি কিন্তু ভালো লেখেন। সর্বোপরি আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২১| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩

অর্বাচীন পথিক বলেছেন: শুনে ভাল লাগলো যে এই এই অধমের লেখা আপনার কাছে মান সম্মত মনে হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

প্রতিজ্ঞা কত দূর এগোলো ???

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: শুভকামনা

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইল।

২৩| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০২

সনেট কবি বলেছেন:



অনন্য দায়িত্বশীল আমি

‘অনন্য দায়িত্বশীল আমি’ আপনার
দায়িত্ব পালনে বেশ উদার মনের
পরিচয় দিয়েছেন। পোষ্টের বেলায়
সুদীর্ঘ্য সময় জুড়ে হে নিভৃত চারি।
আপনি দখলবাজ নয়তো কখনো
নিজ বাড়ীতেই নিজে থাকেন সর্বদা
একখান শর্ত আছে দ্বিতীয় পোষ্টের
পূরণ হয়নি বলে হয়নি সে পোষ্ট।

‘অনন্য দায়িত্বশীল আমি’ হে ব্লগার
অনন্য দায়িত্ব দেখে আনন্দ পেয়েছি
আপনার অনুপম দায়িত্ব চিন্তায়।
আপনার মতো হোক সকল ব্লগার
পোষ্ট প্রদানে কিপটে, যক্ষের ধনের
মতন আগলে রাখা একমাত্র পোষ্ট।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার জন্য শুভ কামনা। ধন্যবাদ

২৪| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪

ANIKAT KAMAL বলেছেন: ভাই‌রে ভাই অাপ‌নি অামার "কেন যে নারী হলাম না" প‌ড়ার মিনু‌তি কর‌ছি

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: পড়েছি একদম ঠিক। ধন্যবাদ।

২৫| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০২

ANIKAT KAMAL বলেছেন: "পোস্ট করেছি: ১টি মন্তব্য করেছি: ৩৮৫টি মন্তব্য পেয়েছি: ৪৫টি ব্লগ লিখেছি: ৩ বছর ৯ মাস অনুসরণ করছি: ৬৯ জন অনুসরণ করছে: ৬ জন"
স‌ত্যিই এই প‌রিসংখ্যান বড়ই বেদনাদায় ও ক‌ষ্টের । তবু অা‌মি অাশাবাদী। সামুর কা‌ছে অা‌মি ঋণী হ‌লেওে অাপনার জন্য ক্ষো‌ভের বহিঃ প্রকাশ অামা‌কে মর্মাহত কর‌ছে। অাস‌লে অামরা সবাই প্রতারণার ম‌ধ্যে দি‌য়ে এ‌গি‌য়ে যা‌চ্ছি। নি‌জের বি‌বে‌কের সা‌থে অামরা প্র‌তি নিয়ত প্রতারণা কর‌ছি। তিন বছর নয় মাস কত কষ্ট ক‌রেই না অাশার প্রদীপ জ্বা‌লি‌য়ে এখ‌নো সামুর পাতায় চোখ রা‌খেন। ম‌নে হ‌চ্ছে সামুর ব্লগার‌কে এক এক ক‌রে খুন ক‌রে ফে‌লি । নয় মি‌নি‌টেই সামু‌তে অাপনার প্রত্যাশার বেলুন উড়‌তো। কিন্তু না বন্ধু হতাশ হ‌বে না । অা‌মি চ‌ল্লিশ বছ‌রেও পায়‌নি। অা‌মি অা‌ছি অাপনার সা‌থে ০১৮১৩৭৮২৫৭৩

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।

২৬| ০৫ ই জুলাই, ২০২৪ সকাল ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: আপনার লেখা প্রথম পোস্টটা আজ পড়ে গেলাম, লেখার দশ বছর পরে এসে।
আপনি লিখতে পারছেন কিনা, সেটা নিয়ে এত ভাবার দরকার নেই। আপনার মনের ভাবনাগুলোকে নিজস্ব স্টাইলেই লিখে যান, আজ না হলেও কোন একদিন সেগুলো পড়ে আনন্দ পাবেন।
শুভকামনা, হ্যাপী ব্লগিং!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.