![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্দিধায় বলা যায় এই অন্যায্য কোটার পক্ষে শুধু তারাই কথা বলে যারা এর বেনিফিসিয়ারি। নিজেরাও বন্দুক দেখাইয়া চাকুরী পেয়েছে। আর অনাগত প্রজন্মের জন্য কেয়ামত পর্যন্ত এই পন্থায় চাকুরী পাওয়ার আশা করছে।
বাহ্ কত্ত মজা!!
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কোটা পদ্ধতিটাই একটা প্রতিকী বন্দুক।
২| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৬
চাঁদগাজী বলেছেন:
"নিজেরা বন্দুক দেখায়ে চাকুরী পেয়েছে" , এই ষ্টেইটমেন্ট দ্বারা আপনি জাতির ভলনটিয়ার মুক্তিযোদ্ধাদের সন্মান করলেন, নাকি অপমান করলেন?
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমি মুক্তিযোদ্ধাদের সন্মান করি। দেখেন যারা প্রকৃত বীর মুক্তিযোদ্ধা তারা কখনই বিভিন্ন সুযোগ সুবিধা চাননি এখনও চাচ্ছেননা তারা চেয়েছিলেন বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা। কিন্তু এখন কি হচ্ছে? এই বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজনীতি হচ্ছে। কোটা শুধুই রাজনৈতীক কারণে করা হয়েছে। প্রকৃত ভাবে মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে করা হয়নি যদি তাদের কল্যাণ চাওয়া হতো তাহলে যুদ্ধপরবর্তীতে তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দিয়ে পূর্নবাসিত করা হতো।
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৮
ব্লগ মাস্টার বলেছেন: আপনার লেখাটা দুই লাইন হলেও পোস্টে মূল বক্তব্য ফুটে উঠেছে।
কথা লিখছেন দুই লাইন
কিন্তু লাল গাড়িওয়ালার কথার কি ফাইন
তাহার কথায় করিয়েন না মাইন
তিনি একজন মুক্তিযুদ্ধা মনে হয়
তার কমেন্টি তার সাইন । হা হা হা।
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: উনি আমেরিকা থেকে এখন যুদ্ধ করছেন।
৪| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪
কাউয়ার জাত বলেছেন: এই পোস্টটি আমার কমেন্ট থেকে হুবহু কপি করেছেন। আপনি আমার কপি রাইট লঙ্ঘন করেছেন। তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিক বলেছে কথটি খুবই পছন্দ হয়েছে আমার তাই ভাবলাম একটা পোস্ট করেফেলি। সরি আপনাকে বলা উচিৎ ছিল।
৫| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪
নাবিক সিনবাদ বলেছেন: আচ্ছা আজ কে যদি সরকার কোটা ব্যবস্থা সম্পূর্ণ তুলে দেয়, তাহলেই কি ৪০লাখ বেকারের সবাই চাকরি পেয়ে যাবে??
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বেকার সম্যার সমাধান হবেনা তবে মেধাবিরা এগিয়ে যাবে; সেটাই কাম্য।
৬| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৬
নাবিক সিনবাদ বলেছেন: অন্যের কমেন্ট কপি করে পোস্ট দেন! এই আপনাদের মেধার নমুনা??
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমি নিজেকে মেধাবি বলিনি এবং অস্বীকারও করিনি।
৭| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৭
কাউয়ার জাত বলেছেন: @ চাঁদগাজী, বন্দুকের একটা আইন আছে। যার নামে লাইসেন্স শুধু সেই চালাতে পারে। কিন্তু কোটা পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের বন্দুক সন্তান-নাতিরা ব্যবহার করছে। এটা অন্যায়।
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: উনি আমেরিকা থেকে এখন যুদ্ধ করছেন।
৮| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৫
কামরুননাহার কলি বলেছেন: মুক্তিযোদ্ধদের আমি অনেক সম্মান করি তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা, তাই বলে তাদের নাতি-পুতিরাও সুযোগ সন্ধানি হবে এটা তো মানা যাবে না। এই সুযোগের কারণে এখন পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে গেছে নাতি-পুতিরা এখন খোজে তাদের নানা-দাদা। নানি-দাদিরাও যুদ্ধ করেছে, তারপর ভুয়া কাগজপত্রর দেখিয়ে মুক্তিযোদ্ধার নাতি-পুতি হয়ে যায় সুবিধা ভোগ করে। দেখেন যেয়ে এমন অনেক আছে ভুয়া মুক্তিযোদ্ধার নাতি-পুতি।
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চিন্তা করা যায় এখনো নাকি কিছু নব্য মুক্তিযোদ্ধার এপ্লিকেশন যাচায় বাছাই হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় তাদের অর্ন্তভুক্ত করার জন্য। কি আশ্চর্য!
৯| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২১
যাযাবর চখা বলেছেন: কোটা হইলো নাহিদ/হাসিনা জেনারেশন রে ছায়া দেওয়ার হাতিয়ার। মুক্তিযোদ্ধা ফুক্তিযোদ্ধা কিছুনা।
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: প্রকৃতি বীর মু্ক্তিযোদ্ধারা কিন্তু এসবের মধ্যে নেই। কোটা নিয়ে একটা রাজনীতি হচ্ছে।
১০| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৬
চোরাবালি- বলেছেন: কোটা ধারীদের পাশ মার্ক ৫০
মেধাবীদের ৮০।
দারুন আমাদের সমাজ ব্যবস্থা।
যত ইচ্ছে মুক্তিযোদ্ধা ও তার বংশানুক্রমে সকলকে ভাতা দিক। কোটা প্রথার অবসান চাই।
যারা কোটার পক্ষে তারা স্বার্থপর, রাষ্ট্র উন্নয়নের বড় বাধা।
১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এসব দাবি করলেই রাজাকার! সব সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে!!
১১| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১২
চোরাবালি- বলেছেন: মুক্তিযোদ্ধারা দেশের স্বার্থে যুদ্ধ করেছিল নিজেদের আখেরের জন্য না। অবশ্যই মুক্তিযোদ্ধারা কোটার বিপক্ষে থাকবে যদি তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা হয়ে থাকে।
১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এখানে পড়লে আরো পরিস্কার হবে আপনার ধারনা।
১২| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যারা কোটা পদ্ধতির সংস্কার চাই তারা রাজাকার!
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এখনতো অবস্থা সে রকমই হয়েছে।
১৩| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রছাত্রীরা যদি ‘রাজাকারের বাচ্চা’ হয় তাইলে এই আন্দোলনে যারা সমর্থন করছেন তারাও ‘রাজাকার’, নাকি! আমি এই আন্দোলন সমর্থন করি।
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনি তাহলে বড় রাজাকার। অর্থাৎ রাজাকারের বাপ; তাই না?
১৪| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কথা সঠিক। কোটা প্রথা সংস্কার হওয়া জরুরি।
১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কোটার পক্ষে তারাই কথা বলে যারা এর বেনিফিসিয়ারি।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০
চাঁদগাজী বলেছেন:
কাহারা বন্দুক দেখায়ে চাকুরী পেয়েছে?