![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিন্দুকেরা বলছে, মাননীয় ভিসির বাসায় তছনছ ও লুটপাট করার ৪ মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে কোটা আন্দলোনে প্রথম সারির নেতাদের। সেই সংগে কোটা বিলুপ্তির বিরুদ্ধে একটি রীট করে ঝুলিয়ে দেয়া হবে অনন্তকালের জন্য।
আপনাদেরও কি তাই মনে হয়?
তবে আমার মনে হয়না মাননীয় প্রধান মন্ত্রী সেটা হতে দেবেন। সত্য ও স্বচ্ছতার জয় হোক।
১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হা হা হা ....... ভালোই বলেছেন। না হেসে পারলামনা।
২| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫১
শাহ আজিজ বলেছেন: তার গেলদিনের বক্তৃতায় তেমন থ্রেট পাওয়া গেল । ভয়ের কিছু নেই , নেতারা এখন থেকেই সরে পড়ুক কারন ধর পাকড় রমজানে ঢাবির ছুটিতে হবে ।
১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: তেমন কিছু সম্ভাবনা থাকলে এখনই সরে পড়া ভালো।
৩| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬
শাহারিয়ার ইমন বলেছেন: দেখা যাক কি করেন তিনি, সামনে নির্বাচন একথাও হয়ত তিনি ভুলেননি । ছাত্রদের সাথে রাজনীতি করে বেশিদিন টিকতে পারবেন না এটা নিশ্চয়ই বুঝে গেছেন ।
১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এটা নিশ্চিত যে, ছাত্র কি জিনিশ উনি সেটা বুঝে গেছে।
৪| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৯
শরীফুর রায়হান বলেছেন: এখনও কিছু বোঝা যাচ্ছে না, কিছু অপেক্ষা করুন
১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিক বলেছে কিছু দিন অপেক্ষা করলে সব পরিস্কার হবে।
৫| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৩
বিপরীত বাক বলেছেন:
লাভের গুড় পিঁপড়া’য় খাবে। নিশ্চিত থাকেন।
১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অবস্থাতো সেরকমই মনে হচ্ছে।
৬| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫
ঢাবিয়ান বলেছেন: গেজেট বিনাই ''ছাত্র অধিকার সংরক্ষন ''কমিটির প্রধান্মন্ত্রীকে মাদার অব এডুকেশন উপাধি প্রদান এবং এরপর আনন্দ মিছিলে দেখলাম সাধারন ছাত্রছাত্রীরা একাত্মতা প্রকাশ করেনি। এমনও শুনলাম আন্দোলন স্থগিতের ঘোষনা যিনি দিয়েছেন সেই হাসান আল মামুন নাকি ছাত্রলীগের মহসীন হলের সহ-সভাপতি! শাহবাগের মত এই আন্দোলনও কি ছিনতাই হয়ে গেল কিনা বুঝা যাচ্ছে না।
১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ছিনতাই হবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। পরে সব ক্রেডিট নেবে ওরাই।
৭| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩২
চোরাবালি- বলেছেন: কোটা আরো বারবে মেন হয় কমবে না; আর নেতাদের ফাসিয়ে জেলের ভাত খাওয়ানো হবে।
১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কিছু দিন অপেক্ষা করলে সব পরিস্কার হবে।
৮| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার উচিত হবে, এই আন্দোলনকে দেশ পরিচালনার অভিজ্ঞতা হিসেবে নেয়া: কোনভাবে ছাত্রদেরকে এইজন্য দায়ী না করা, এই প্রতিবাদ উনাকে নতুন করে ভাবতে সাহায্য করছে; উনি অনেক কিছুই করছেন, যেগুলো সাধরণ মানুষের পক্ষে যাচ্ছে না, বরং কিছু শ্রেণী বে-আইনীভাবে প্রভাব বিস্তার করছে সব কিছুতে
১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সত্যিই কিছু শ্রেণী বে-আইনীভাবে প্রভাব বিস্তার করছে সব কিছুতে ফলে সবকিছুই বিফলে যাচ্ছে।
৯| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অস্বাভাকি কিছুনা ফেঁসে গেলেও যেতে পারে। প্রধান মন্ত্রী রেগেমেগে কোটা বাতিল করেছেন।
১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কিছুদিন অপেক্ষা না করা পর্যন্ত কোনকিছুই বোঝা যাচ্ছেনা। অপেক্ষা করতে হবে।
১০| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: যে অঞ্চলের শিক্ষিত জনগোষ্ঠী অপরাধীর গলায় জুতার মালা, গণপিটুনি এবং ক্রসফায়ারকে সমর্থন করে,
যে অঞ্চলের রাজনীতিবিদ, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রয়োগকারী বাহিনী, এমনকি আইন প্রণেতারাও আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়, এবং আইনের শাসন কি- সেটাও জানে না, সে অঞ্চলে "গণতন্ত্র" আরো শত বছর, আর "মানবাধিকার" আরো হাজার বছর পরের বিষয়।
১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ওহ্! চমৎকার কথা। এতোদিন পার আপনার আজকে কথা সবচেয়ে ভালো লেগেছে। অসাধারণ।
১১| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'তিনি' যে কী করবেন তা বোঝা যাচ্ছে না। 'তিনি' অনেক বুঝে শুনেই পা ফেলেন...
১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিক ওনার নিজস্ব কিছু চিন্তা চেতনা আছে।
১২| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৪
রসায়ন বলেছেন: আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী একই সাথে এই আন্দোলনে যুক্ত।
আমরা হেফাজতে ইসলাম নই যে , টিয়ারশেল , লাঠিচার্জ , মামলা , রাবার বুলেট ছলচাতুরি করে পার পেয়ে যাবে। আমরা সবাই সচেতন । আর ফেসবুকের কল্যাণে কিছুই গোপন থাকে না। যদি প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় , বা ঝামেলা করা হয় তবে এর জেরে কি হতে পারে সেটা পিএম হাসিনার বুঝার কথা যেহেতু উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
একজন স্টুডেন্ট যদি বেহুদা বিপদে পড়ে তবে মাত্র আধাঘণ্টা লাগবে আমাদের দেশ কাঁপিয়ে দিতে।
১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঢাবি স্টুডেন্টরা সবক্ষেত্রে সবার আগে সবক্ষেত্রে যেমন ৫২, ৭১, শৈরাচার হটাও ইত্যাদি। ঢাবি ছোট করার কোন কারণ নেই। যেই ছোট ভাবে দেখবে সেই মরবে।
১৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমার মনে হয় না ক্ষমতাসীনরা এতো বড়ো গ্যাম্বেল বা জুয়া খেলতে চাইবে কোটা বিপ্লবের নেতাদের গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে | এই কোটা আন্দোলন যেভাবে শক্তি সঞ্চয় করছিলো, এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে তা আরব বসন্তের মতো রূপ নিতে পারতো | সাধারণ জনগণের ক্ষোভ কি পরিমান চরমে পৌঁছাতে পারে তার প্রকাশ ঘটেছে ছাত্রলীগের সেই কথিত নেত্রীকে অপদস্থ করার মাধ্যমে | এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে না পারলে গণবিক্ষোভও সেই দিকে মোড় নিতে পারতো এবং ক্ষমতাসীন দলের অনেক বিতর্কিত নেতা/নেত্রীও জনতার হাতে চরমভাবে অপদস্থ হতে পারতেন | সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী অনেক দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন কোটাবিরোধীদের দাবি অনেকটা মেনে নেয়ার মাধ্যমে - সেটা রাগের মাথায় হোক বা বিরক্তি প্রকাশের মাধ্যমেই হোক না কেন | তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন বলেই আমার বিশ্বাস |
১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিক বলেছেন। তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন বলেই আমার বিশ্বাস করি আমিও।
১৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৪
ঢাবিয়ান বলেছেন: @ রসায়ন, তোমরা সাবধানে থেকো। চারিদিকে ''চরেরা'' ঘুরাফেরা করছে। কাকে কিভাবে ফাসানো হবে বলা মুশকিল। তবে ফাসানো হবেই এটা ক্লিয়ার। মিডিয়া পুরোপুরি নিয়ন্ত্রিত। ফেসবুকই এখন খবর পাবার একমাত্র জায়গা। সবসময় দলেবলে গ্রুপে থাকার চেষ্টা করতে হবে ক্য্মপাসে।
১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সতর্কথাকাই উচিত সবারই।
১৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নতুন পোস্ট দিন।
১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভাই সময় পাইনা।
১৬| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১২:০৯
আলআমিন১২৩ বলেছেন: সঠিক ও সৎ আন্দোলনের নেতাকর্মীরা অত্যাচার নীপিড়নের শিকার হয়।তারা ফেসে যায়না। ফেসে যাওয়া কথাটা কি রিপ্লেস করা যায়?
০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:২৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিক বলেছেন নীপিড়নের শিকার।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৪
পদ্মপুকুর বলেছেন: চান্স আছে বেশ ভালোভাবেই। তারপর কেয়ারটেকারের মত কোর্টের ঘাড়ে ঠেলে দেওয়া হবে সবকিছু। তাতেও না হলে তখন কোর্টের সামনে আবার একটা মুর্তিটুর্তি বসিয়ে মনোযোগ ডাইভার্ট করা হবে...