নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

۩ ভালো থাকুন সবসময় সবখানে। ۩

অনন্য দায়িত্বশীল আমি

জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই

অনন্য দায়িত্বশীল আমি › বিস্তারিত পোস্টঃ

আসিফা! কোন বিচারই তোর জন্য যথাযথ নয়!!

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৮


ধর্ষণ! ধর্ষণ!! ধর্ষণ!!! চারিদিকে শুধু ধর্ষণ। সর্বশেষ জম্মুর কাঠূয়ার ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে। বাখরওয়াল সম্প্রদায়ের ছোট্ট শিশু আসিফা বানো বয়স মাত্র ৮। প্রতিদিনের মতো ঘোড়াকে ঘাস খাওয়াতে জঙ্গলে নিয়ে গিয়েছিল আট বছরের মেয়ে আসিফা। তার আর বাড়ি ফেরা হয়নি। যাযাবর বাখরওয়াল উপজাতির এই নাবালিকাকে এক সপ্তাহ ধরে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। তারপর না খাইয়ে ধর্মস্থানে আটকে রাখে। এখানেই শেষ নয়। বেহুঁশ করে খুন করার আগে আবারো ধর্ষণ করা হয় মেয়েটিকে। ১৭ জানুয়ারি জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় আসিফার দেহ উদ্ধার হয়েছে।


আসিফা জম্মুর বাখারওয়াল মুসলিম উপজাতি পরিবারের সদস্য। বহুদিন ধরেই ওই উপজাতি গোষ্ঠীকে ওই অঞ্চল থেকে উৎখাতের চেষ্টা করা হচ্ছে এবং ঐ উপজাতিদের শিক্ষা দিতে ওদের মনে ভয় ঢোকাতে এই ঘটনা ঘটানো হয় বলে পুলিশ জানতে পেরেছে। আসিফাকে যে মন্দিরে বেঁধে রেখে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করা হয় এমনকি সেই মন্দিরেই নাকি পূজাঅর্চনা করা হয় ধর্ষণের সাথে সাথে যেন বাখারওয়াল উপজাতি সেই অঞ্চল থেকে চলে যায় সেই কামনা করে।

সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো পিতা-পুত্র একসংগে পালা করে আট বছরের এই শিশুটিকে ধর্ষণ করে। আরো বিস্ময়কর ব্যাপার হলো অভিযুক্তদের একজন তার বন্ধুকে ধর্ষণ করার আমন্ত্রণ জানায় এবং সেই বন্ধু সুদূর উত্তরপ্রদেশের মীরাট থেকে আসিফাকে ধর্ষণ করতে আসে। কি নির্মম শুধুমাত্র ৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করার জন্য সে এই সুদূর পথ পাড়ি দিয়ে জম্মুতে আসে। অসংখ্যবার ধর্ষণের পর যখন সিদ্ধান্ত নেওয়া হয় আসিফাকে মারা হবে তখন হাতে পাথর তুলে নিয়েও থমকে যায় এক অভিযুক্ত কারণ শেষবারের মত আর একবার ধর্ষণ করার জন্য। পাথর নামিয়ে রেখে শেষবারের মত ধর্ষণ করে গলায় কামিজের ফিতে দিয়ে শ্বাসরোধ করে পাথর দিয়ে মুখ থেঁতলে খুন করা হয় ৮ বছরের ছোট্র শিশু আসিফাকে।

এতো কিছু ঘটনার পরও পুলিশ প্রথমে কোনো অভিযোগ নিতে অস্বীকার করে কারণ ধর্ষনে যুক্ত ছিল দীপক খাজুরিয়া নামের স্পেশাল পুলিশে একজন অফিসার। অতঃপর নিজ বিবেকের তাড়নায় পুলিশের একজন অফিসার R K Jalla নিজের কর্মদক্ষতায় সব বাধা দূর করে অপরাধীদের ধরা শুরু করেন।আর তখনই শুরু হয় ধর্ষকদের সমর্থনে জাতীয় পতাকা হাতে ‘জয় শ্রী রাম’ শ্লোগানে এই মিছিলে অংশগ্রহন করেন জম্মু ও কাশ্মীর সরকারের দুই বিজেপি মন্ত্রী চৌধুরী লাল সিং এবং চান্দের প্রকাশ গঙ্গা। ধর্ষকদের বিরুদ্ধে চার্জশীট ফাইল করতে আইনজীবীরা পুলিশকে বাধা দেন এবং কোর্ট চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে এবং চার্জশীট পেশ করতে পুলিশকে ১ ঘন্টা অপেক্ষা করতে হয়। এমনকি ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে কাঠুয়া গণধর্ষণকাণ্ডে আট বছরের শিশুর পরিবারের পাশে থাকা আইনজীবী দীপিকা সিং রাজাওয়াতকে। নিজের সহকর্মীদের কাছ থেকেই হুমকি পেয়েছেন এবং জম্মু বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিএস সালাথিয়া তাকে লাগাতার হুমকি দিয়ে চলেছেন। এই ঘটনা সামনে আসার পর বিভিন্ন স্যোসাল মিডিয়াতে ঝাঁপিয়ে পড়ে উগ্র হিন্দুত্ববাদীদের আই টি সেল। তারা প্রচার করতে থাকে আসিফা মারা গৌরবের কাজ কারণ আসিফা ভবিষ্যতের জঙ্গি। পক্ষান্তরে সমগ্র ভারতবাসী ক্ষোভে ফেটে পরে আসিফার পক্ষে কারণ মানবতা এখনো মরেনি, মরেনি মানুষের ভালোবাসা শুধু কিছু উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাদে।

(ধর্ষণকারীদের দুজন)

এই পাষন্ডদের শাস্তি হয়তো হবে কিন্তু কোনও শাস্তিই এদের জন্য পর্যাপ্ত নয়। :(



এ রকমই যদি হতো আসিফা বানুর বিচার।



ছবি নেট থেকে।

মন্তব্য ৭৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১১

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি হৃদয় বিদারক ঘটনা।খুনিদের উপযুক্ত শাস্তি হোক এটাই চাই।
তবে এটা ঠিক বলেছেন, দোষীদের যে শাস্তিই দেওয়া হোকনা কেন সেটা তাদের জন্য পর্যপ্ত হবে না।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিকই বলেছেন - দোষীদের যে শাস্তিই দেওয়া হোকনা কেন সেটা তাদের জন্য পর্যপ্ত হবে না।

২| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ৮ বছরের ছোট্ট একটি মেয়েকে কট্টরপন্থিদের গণধর্ষণ ভাবতেই গাঁ শিউরে ওঠে। মানবতার বড় পরাজয়!!

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এর চেয়ে মানবতার বড় পরাজয় আর কি হতে পারে!

৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষ দৃশ্যের মত যদি হত বিচার তবে আসিফার আত্মা শান্তি পেত।

কি নির্মম কি ভয়াবহ! ভাবা যায় না !

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হ্যাঁ শেষ দৃশ্যের মত বিচার হলে হয়তো আসিফার আত্মা শান্তি পেত।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০

তারেক ফাহিম বলেছেন: হৃদয় বিদারক ঘটনা।

খুনিদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হয়তো শাস্তি হবে কিন্তু কোন বিচারই আসিফার জন্য যথাযথ নয়।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৭

আখেনাটেন বলেছেন: মন্দিরে আটকে রেখে নির্মম নির্যাতনে একটি কচি প্রাণের সংহার করা হয়েছে। মানুষরূপী এই সকল পশুদের জন্য আবার শাসকগোষ্ঠীর লাগামহীন সহযোগিতা জানান দেয় কী জঘন্য অবস্থায় রয়েছে এই সকল মানুষ।

গুজরাটের কসাই মোদী প্রথমে নিশ্চুপ থাকলেও চাপে পড়ে কিছু মিউ মিউ বাণী দিয়েছিল।

তবে আমার কাছে যে বিষয়টা সবচেয়ে অাশ্চর্য মনে হয়েছে এই হত্যাকেও কিছু ধর্মান্ধ গোষ্ঠী কিংবা বলা ভালো মোদীভক্ত জাস্টিফাই করার চেষ্টা করেছে ঘৃণ্যভাবে।

টাইমস অব ইন্ডিয়াই এই জঘন্য মোদী ও আরএসএস ভক্তদের আরো জঘন্য মন্তব্যগুলো পড়লে একরাশ ঘৃণা ছাড়া আর কিছু বের হয় না।

ধর্মান্ধতা নিপাত যাক।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ধর্মান্ধতা নিপাত যাক। কট্টর পন্থা নিপাত যাক।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধিক্কার জানাবার ভাষা নেই। এদেরকে পশু বললে পশুকে অপমান করা হয়। মৃত্যুদন্ড ছাড়া এদের জন্য আর কোন শাস্তি উপযুক্ত নয়।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এদেরকে পশু বললে পশুকে অপমান করা হয়। মৃত্যুদন্ড ছাড়া এদের জন্য আর কোন শাস্তি উপযুক্ত নয়। সবচেয়ে বড় কথা হলো একটি ধর্মীয় স্থাপনায় বক ধার্মীকদের অধর্মীয় কাজ।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: খুব-ই হৃদয় বিদারক এবং অত্যান্ত মর্মান্তিক ঘটনা। অপরাধীর সর্বোচ্চ শাস্তি হলেও মনে হয় যথার্থ হবে না। তারপরও অপরাধীর সর্বোচ্চ শাস্তি কামনা করি।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অপরাধীর সর্বোচ্চ শাস্তি হলেও মনে হয় যথার্থ হবে না। আসিফার জন্য কোন বিচারই যথাযথ নয়!!

৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৩

শাহ আজিজ বলেছেন: Click This Link

দিল্লীসহ অন্যান্য শহরে সর্বধর্মীয় মানুষের প্রতিবাদ সমাবেশ ।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সমগ্র ভারতবাসী ক্ষোভে ফেটে পড়েছে শুধু ধর্মীয় উগ্র কট্টরপন্থীরা বাদে।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাঠুয়ার ৮ বছরের শিশুকন্যার ধর্ষণ নিয়ে নানা যুক্তি, তর্ক৷ এর মধ্যে এক বেসরকারি ব্যাংকের কর্মীর বক্তব্য রীতিমতো ক্ষোভের সঞ্চার করেছিল৷ সেই যুবক লিখেছিলেন, ‘‘‘‌ভালো হয়েছে, মেয়েটি ধর্ষিতা হয়েছে৷ বড় হলে তো বোমা বানাতো!’’ অর্থাৎ কাশ্মীরের মেয়ে যখন, এবং ধর্মত মুসলিম, নিশ্চিত জঙ্গিই হতো৷ এই মন্তব্যের যে তীব্র গণপ্রতিক্রিয়া হয়, তার জেরে সংশ্লিষ্ট ব্যাংক ওই যুবককে চাকরি থেকে বরখাস্ত করেছে৷ কিন্তু সবার ক্ষেত্রে এমনটা হচ্ছে না৷ তাদের কেউ প্রশ্ন তুলছেন, কী করে একটা মন্দিরের মধ্যে এমনটা হয়?‌ যেখানে প্রতিদিন হাজার হাজার পূণ্যার্থী যান, সেই জায়গায় দিনের পর দিন গণধর্ষণ কি আদৌ হতে পারে?‌ অর্থাৎ কুযুক্তির জাল বিছিয়ে এঁরা গোটা ঘটনার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলছেন৷
এদেরই কেউ কেউ লাগাতার হুমকি দিচ্ছে মৃতা বালিকার পরিবারের হয়ে যে মহিলা উকিল আদালতে লড়ছেন, সেই দীপিকা রাজাওয়াতকে। নিজের কর্তব্যে অটল থেকেও দীপিকা ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে এতটাই চিন্তিত যে, সুপ্রিম কোর্টে সুরক্ষার দাবি জানিয়েছেন তিনি৷ বলেছেন, তিনি ভয় পাচ্ছেন তাঁকেও ধর্ষণ করা হতে পারে, অথবা মেরে ফেলা হতে পারে৷

কি নির্মম, কি জঘন্য ! ছি ভারত ছি !!

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: একটা আশার ব্যপার হলো উগ্র ধর্মীয় কট্টরপন্থীরা বাদে ভারতবাসী জেগে উঠেছে এর আগে নির্ভয়ার সময়ও ভারতবাসী জেগেছিল।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: আমি প্রচন্ড মর্মাহত।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভাই নিজের ছোট্ট মেয়ের কথা একবার চিন্তা করেন, শরীর শিউরে উঠে। বারবার আমার মেয়ের কথা মনে হয় আর বুকের ভিতরটা কেমন যেন একটা অব্যক্ত বেদনা নীল হয়ে যায়।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৭

শাহ আজিজ বলেছেন: ওই পুলিশ কে কয়েদিরাই ফাস লাগিয়ে মেরে ফেলুক । আগে দিল্লির বাসে ধর্ষকের যে ভাবে মৃত্যু হয়েছিলো । তবুও বিবেকবান মানুষের অভাব নেই ইন্ডিয়াতে তেমনি অভাব নেই ধর্ষকের পুলিশ ও মিলিটারিতে । পতিতালয় থাকতেও এরা ধর্ষণে মগ্ন হয় যখন দেখা যায় সুপ্রিম কোর্টের বিচারক ধর্ষকের পক্ষে সাফাই গাইছে। আমার ব্যাক্তিগত অভিজ্ঞতায় পৃথিবীতে ভারতেই ধর্ষণ বেশি হয় এবং তা হয় মন্দির সেবকের দ্বারা ।

বাখরওয়াল সম্প্রদায় নামে মুসলিম উপজাতি আছে জেনে বিস্মিত , সে জন্যই কি কাশ্মিরের মুসলিমরা নিশ্চুপ ?

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কেমন আশ্চর্য লাগে; বিচারক, আইনজীবি, মন্ত্রীরা পর্যন্ত ধর্ষকের পক্ষ নিচ্ছে! আবার ধর্ষকদের পক্ষে ধর্মীয় উগ্রপন্থীরা জয় শ্রী রাম বলে মিছিল করছে! আমিও ব্যাক্তিগত অভিজ্ঞতায় পৃথিবীতে ভারতেই ধর্ষণ বেশি হয় বলে মনে করি এবং তা হয় মন্দির সেবকের দ্বারা মন্দিরের ভিতরে।

১২| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আসলেই ঠিক বলেছেন কোন শাস্তিই ওদের জন্য যথেষ্ট না। বাকরুদ্ধ হলাম

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ইশ্ ! একবার ভেবে দেখুনতো নিজের ছোট্ট মেয়ে অথবা নিজের ছোট বোন হলে কেমন লাগতো! কল্পনাই করা যায়না। :(

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন:

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কি নিস্পাপ চেহারা। ভাবতেই হৃদয়টা ভেঙ্গে যাচ্ছে!! :(

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৯

রুহুল আমিন খান বলেছেন: ব্লগের বেশ কিছু পরিচিত মুখ এই ব্যাপারে নিশ্চুপ

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: জানিনা কেন? :(

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন:

শুয়োরদেরকে এই ভাবে ঝুলে দেওয়া হোক কোন বিচার ছাড়াই। X((

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ধর্ষকদর এরকম শাস্তি দেয়া যেতে পারে।

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


কাশ্মীরের মুসলমানেরা ক্রমাগতভাবে পেছনে পড়ে যাচ্ছে, তাদের মাঝে নেতা নেই, যারা কাশ্মীরের মানুষকে শিক্ষার পথে নিয়ে যেতে পারে।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: প্রতিনিয়ত কাশ্মীরীরা পিছিয়ে যাচ্ছে। নেই শিক্ষা দীক্ষা নেই নেতা।

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৭

সোহানী বলেছেন: ইন্ডিয়া একটা বর্বর জাতি আর আমরা দিনে দিনে তাদেরকে ফলো করছি... ছি:। আগে বাসে কোন ধর্ষন শোনা যেত না কিন্তু নির্ভয়ার মৃত্যুর পর দেখি এটা ছড়িয়ে পড়েছে। তার উপর ইন্ডিয়া চ্যানেল একটি বড় কারন।

বন্ধ হোক ইন্ডিয়ান টিভি চ্যানেল।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সত্যিকার অর্থে ইন্ডিয়ান সংস্কৃতি আমাদের জন্য ভয়ানক কিন্তু প্রতি নিয়ত আমরা ফলো করছি তাদেরকে। ইন্ডিয়ান টিভি চ্যানেলের ব্যপকতা বন্ধ হওয়া দরকার। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে?

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৪

কাতিআশা বলেছেন: জঘন্য!..ইস্‌ কি যে খারাপ লাগছে! দৃস্টান্তমুলক শাস্তি চাই!

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কোন শাস্তিই ছোট্ট মেয়েটার জন্য যথাযথ নয়। হৃদয়টা ফেঁটে যাচ্ছে।

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

কানিজ রিনা বলেছেন: আমাদের দেশের ধর্ষন কমতী কিসে।
আমাদের দেশে প্রতিনিয়ত কোথাও না
কোথাও শিশু কিশোরী যুবতী ধর্ষীত
হচ্ছে কয়টা মিডিয়ায় প্রচার হয় বেশীর
ভাগই ধামা চাপা পড়ে যেগুল মিডিয়ায়
তুলা হয় সেগুলর বিচার হয়না। তনু ধর্ষন
হত্যা তো এলিয়ান ভাল্লুকের কাঁধে চাপানো
হয়েছিল সে বিচারের কোনও খবর নাই।
তারপর কত কত ধর্ষীত খবর পেপার পত্রিকায়
হল, কই বিচার।
ভারতের লোক তবুও গর্জে উঠেছে আমাদের
দেশে গর্জেও উঠেনা। ধন্যবাদ।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এরকম ঘটনা আমাদের দেশেও হচ্ছে। ধর্ষকরা সবসময় পলিটিক্যাল সাপোর্ট পাচ্ছে!!

২০| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দায়িত্বশীল মানুষের একি কাজ??

একটা ভালো কাজ করতে গিয়ে, আরেকটা নিয়মকে অবজ্ঞা করলেন। কেমন হয়ে গেল না??

দ্বিতীয় ছবিটি বীভৎস, শেষেরটা অশ্লীল। ওসব না দিলেও চলতো।
প্রিন্ট-মিডিয়ার নিয়ম মেনে চলুন।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভাই নিয়ম গুলো বললে পরবর্তীতে সুবিধা হতো। আশা করছি নিয়ম গুলো পাবো।

২১| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: দুজনকে ফাঁস দেয়া উচিত। আর ফাঁসির আগে মুখ পাথর দিয়ে থেঁতলানোর ব‍্যবস্থা করা উচিত।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার সংগে একমত।

২২| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬

আল আমিন সেতু বলেছেন: ভাষা নেই আমার কাছে;বোন আসিফা তোমার কাছে ক্ষমা চাওওয়ার মত মুখ ও নেই।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কোন ভাবেই আসিফার কাছে ক্ষমা চাওয়ার অবস্থায় নেই পুরুষজাতি!!

২৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৭

কাওসার চৌধুরী বলেছেন:


প্রকাশ্যে এদের ফাঁসি কার্যকর করা হোক।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সেটাই শ্রেয়। ধন্যবাদ।

২৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১১

রাফা বলেছেন: কথায় কথায় এই ভারতকে আমরা গণতন্ত্রের দেশ আখ্যায়িত করতে করতে বলি অনুসরণ করার কথা।অথচ ভারতের মত বৈশম্য কোথাও নেই।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সত্যিই ভারতের মতো বৈষম্য বিশ্বের কোথাও নেই। ওখানে জাতিপ্রথা ভয়ানক, প্রচন্ড ভয়ানক।

২৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৯

টারজান০০০০৭ বলেছেন: এই ঘটনায় আমি বাকরুদ্ধ ! ভেতরের রাগ , কষ্ট কিভাবে প্রকাশ করিব বুঝিয়া পাইতাছিনা ! আমি বিচারক হইলে ইহাদের মউত পর্যন্ত বুঙ্গা বুঙ্গার ব্যবস্থা করিতাম!

দেশকে কেহ হেয় করিলে, নিন্দা করিলে আমার সহ্য হয় না ! বাংলাদেশী হিসেবে আমি গর্ব করি, নৈতিকতার মানদন্ডে আমরা খারাপ নই ! অন্তত একজন নিষ্পাপ, নাবালিকা শিশু ধর্ষণ-হত্যাকে সমর্থন করার মতন জনগোষ্ঠী আমাদের দেশে নাই। ইহাই আমার বিশ্বাস।

তুলনা করিলে বলিতে হয় , আমাদের দেশে মানুষের সাথে কিছু শুয়োর বাস করে। আর ভারতে শুয়োরদের সাথে কিছু মানুষ বাস করে ! ইলমী মারকাজ, দাওয়াতের মারকাজ যদি ভারতে না থাকিত, কিছু সোনার মানুষ যদি না থাকিত আমি ইহাকে শুয়োরের দেশই বলিতাম !

নরাধম মোদির জমানায় এই নারকীয় হত্যার বিচারতো হইবেই না, বরং সমাজের বিভিন্ন স্তরের শুয়োরগুলো ইহার প্রসংসাই করিবে, ইনিয়ে বিনিয়ে আত্মপক্ষ সমর্থন করিবে , মুসলমান মরিয়াছে, হত্যা-ধর্ষণ করিয়াছে বলিয়া নরাধম মোদির সমর্থন আরও বাড়িবে ! আর আমাদের দেশের শুয়োরগুলোও তাহাদের সাথে তাল মিলাইয়া বলিবে, সারে যাহা সে আচ্ছা ........

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এদেরকে ধিক্কার জানানো ভাষা নেই। এদের মন্ত্রী, বিচারক, উকিল, পুলিশ সবাই সাপোর্ট করছে এবং তথাকথিত ধার্মীকরাও নাকি জয় শ্রী রাম ধ্বনিতে মিছিল করছে। বরই আশ্চর্য!!!

২৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫

নতুন নকিব বলেছেন:



এই দুরাচারদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হোক। ভান ভনিতা, দীর্ঘসূত্রিতা পরিহার করে, যথাদ্রুত প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে বিচার কার্যকর করে বিশ্বকে দেখিয়ে দেয়া হোক বিচার কার্যক্রমের আদ্যোপান্ত।

১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এদেরকে মন্ত্রী, বিচারক, উকিল, পুলিশ সবাই সাপোর্ট করছে এবং তথাকথিত ধার্মীকরাও নাকি জয় শ্রী রাম ধ্বনিতে মিছিল করছে। বিচারে কি হবে বলা মুশকিল!!!

২৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: জয় শ্রী রাম ধ্বনিতে মিছিল করছে। বিচারে কি হবে বলা মুশকিল!!!

২৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আসিফা ধর্ষণের ঘঠনা সম্পর্কে কথা বলতে গিয়ে আসিফার জন্য অঝোরে কাঁদলেন UN এর ব্রিটিশ হাইকমিশনার !

Indias Army raping Kashmir woman and children. When does this end when do they have peace.British Ambassador in UN.this pig in the uniform is one of the rapist of this little angel.

১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ও যেন বলছে, আমি চলে এসেছি তোদেরকে ছেড়ে তোদের কদাকার পৃথিবীকে ছেড়ে; আমি এখন ভালো আছি অনেক ভালো!!

২৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

ওমেরা বলেছেন: কি আর বলব, পৃথীবি অনেক বড় কিন্ত মেয়েদের জন্য খুবই সংকীর্ণ।

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: পশু প্রবৃত্ত চরিতার্থ করার জন্য কিছু মানুষ রুপী হায়েনার কারণে পৃথিবীটা যেন সংকীর্ণ হয়ে আসছে।

৩০| ১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভারতীয়দের সভ্য হতে আরো কয়েক হাজার বছর লেগে যাবে। তবু তারা সভ্য হতে পারবে বলে আমার মনে হয় না। পচা জাতি।

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মানবতা যেন উঠে যাচ্ছে। :(

৩১| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: view this link

৩২| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: শিক্ষার অভাব : -
১। পারিবারিক শিক্ষার অভাব
২। বংশগত শিক্ষার অভাব
৩। জন্মগত বা জেনেটিক শিক্ষার অভাব
* প্রাতিষ্ঠানিক শিক্ষা এখানে মুখ্য না তাই এটা কোনো নাম্বারে আসে নাহঃ

আরো অনেক কিছু বলার আছে তবে কি হবে বলে, দেশের ২০ কোটি মানুষের ১০ কোটি পুরুষের পেছনে বন্দুক হাতে ১০ কোটি পুলিশ নিয়োগ দেওয়া সম্ভব না তা্ই ধরেই নিচ্ছি ধর্ষণ এই দেশে পুরুষের মজ্জাগত একটি মানষিক কালান্তর ব্যাধি !!!

নারী পুরুষ ভেদাভেদ এটাও একটা দৃষ্টিকটু ব্যাপার, নারী ভেদাভেদ ও আভ্রু প্রসঙ্গ যদি আসে তাহলে প্রতিটি পুরুষের নিজ-আপন ঘরে কমপক্ষে দুই তিন জন নারী থাকার কথা - তাহলে ধর্ষণের জন্য যা প্রশ্নবিদ্ধ তা হচ্ছে দৃষ্টিভঙ্গি ও মানষিক রোগ এটা জেনেটিক ও হতে পারে । বাংলাদেশে অপরুপ স্ত্রী থাকা সত্তেও বাসায় কাজের বুয়া প্র্যাগনেন্ট হচ্ছে - এখানে কি কারণ ? - আমি বলছি প্লিজ আগামী কালই পরিক্ষা করুন - আমাদের ভয়ন্কর এই সমাজে ক্লাস ৯-১০ এ পড়া একটি ছেলের চাহুনি লক্ষ্য করবেন “সে তার মায়ের বয়ষি মহিলা’দের দিকে কি নজরে তাকায় তাহলে বুঝতে পারবেন সমাজের অধঃপতন কিভাবে হচ্ছে !!! এই দৃশ্য দেখার জন্য ঢাকা সহ বাংলাদেশের যেকোনো বড় বিপনি বিতান বা শপিং মলের সামনে দাড়ান আর দেখুন দুধের দাঁত পড়েনি পিচ্চি চেংড়া তার নোংরা কদাকার চাহুনি !!!

দেশে নারী শিক্ষা বলে একটা কথা প্রচলিত আছে, আমার ব্যাক্তিগত ভাবে মনে হয় দেশে পুরুষ শিক্ষা অতি জরুরী ভাবে চালু করা উচিত তা না হলে এই দেশে ধর্ষণ হয়ে যাবে খুবই সাধারণ এবং মামুলি একটা ব্যাপার ।

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার মন্তব্য ভালো লেগেছে। আসলে আমাদের দেশে তথা পৃথিবীতে পুরুষ শিক্ষা অতি জরুরী। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১১

তাসলিমা ম্যারেজ মিডিয়া বলেছেন: ধর্ষণের একটাই শ্বাস্তি হওয়া দরকার আর সেটা হলো
কষ্ট দিয়ে দিয়ে মৃত্যুদণ্ড।
যেটা অন্যান্য দেশে অনুসরন করা হয়

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিক বলেছেন। আপনাকে ধন্যবাদ।

৩৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫

জুন বলেছেন: ভারতে গোরু নিয়ে মুসলমানদের হত্যা, দলিতদের সাথে নির্মম আচরন সব কিছুকে ছাপিয়ে গিয়েছে আসিফার ঘটনা। আমার মনে হয় শুধু ফাঁসীই নয়, তাদের বাড়ীর কচি বাচ্চাদেরও যদি তাদের সামনে এই একই ঘটনা ঘটাতো তাহলে হয়তো তারা অনুভব করতো আসিফা ছাড়াও আরো অন্যান্য শিশুদের যন্ত্রনা। আমাকে হয়তো মেসোপটেমিয় সভ্যতার চোখের বদলে চোখ, হাতের বদলে হাত এর আইনপ্রনেতা রাজা হামুরাবির মত ভাবতে পারে অনেকেই। কিন্ত এদের জন্য কোন শাস্তিই যেন যথেষ্ট নয়। আমার মনে হয়না এতেও তাদের কোন প্রতিক্রিয়া হতো। কারন তারা এমন একটি জাতি যারা টাকার লোভে বাবা মাকে হত্যা করে খাটের নীচে লুকিয়ে রাখতে পারে। আমি সেদেশের বিখ্যাত বাংলা পত্রিকাটি অনলাইনে পড়ি আর তাদের সেই মধ্য যুগীয় বর্বরতার চিত্র দেখে হতভম্ব হয়ে যাই।
ভারতের বর্তমান ক্ষমতাশীনরা যে কতদুর বর্বর যুগের চিন্তাধারা নিয়ে চলে তা তাদের মন্ত্রী মিনিষ্টারদের কথা বার্তাতেই বোঝা যায়। এমনকি স্বয়ং তাদের নেতাও ক্যামেরা দেখলেই যেন মুখ খুলে আবোল তাবোল না বকে তার জন্য সতর্ক করেছে। বিরোধী দলীয় এক নেতা ধর্মান্ধ ক্ষমতাসীনদের বেটি বাচাও আহবানকে খোচা দিয়ে লিখেছে বিজেপি হটাও, বেটি বাচাও কারন যেদিন শিশু ধর্ষকদের মৃত্যুদন্ডের রায় ঘোষনা দিচ্ছিল সেদিনই তাদের এক উপমন্ত্রী বলেছেন "এত বড় দেশে এমন দু একটা ঘটনা হতেই পারে"। কি তাদের দায়িত্ববোধ অবাক হই !
আসিফা সহ সকল শিশু ধর্ষনকারীদের চুড়ান্ত শাস্তি হোক তা আমাদের দেশের জন্যও প্রযোজ্য। এই সংস্কৃতি ঐ দেশ থেকেই আমাদের দেশে আমদানী হয়েছে।
আপনার লেখার সাথে সম্পুর্ন সহমত।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কতবড় বর্বর হলে মন্ত্রি এমপিরাও ধর্ষকদের পক্ষাবলম্বন করতে পারে। যত অপকর্ম ও অপসংস্কৃতি ঐ দেশ থেকে আমাদের দেশে আমদানি হচ্ছে। আপনার সংগে একমত আসিফা সহ সকল শিশু ধর্ষনকারীদের চুড়ান্ত শাস্ত হোক।


আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩৫| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৫৭

প্রামানিক বলেছেন: এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

০৩ রা মে, ২০১৮ দুপুর ২:৫৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ।

৩৬| ১০ ই মে, ২০১৮ দুপুর ১২:২৭

ইনাম আহমদ বলেছেন: কিছু মনে করবেন না, তবে ভারতের দূরবর্তী এক প্রদেশের এক হতভাগ্য মেয়ের ওপরে অত্যাচার নিয়ে সুদূর বাংলাদেশে এতো মাতামাতিটা শুধুই সাম্প্রদায়িক রঙ মাত্র বলে মনে হয়েছে আমার কাছে। একইরকম ঘটনা যখন পাকিস্তানে কিছুদিন আগে ঘটলো, জয়নাব নামের এক মেয়ের সাথে, সেখানে দোষী সবাই মুসলমান ছিলো বলে কোনও লাফালাফি হয়নি।
বাংলাদেশে বিভিন্ন স্থানে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে, এবং সেগুলোর বিচার চেয়ে কোনও লেখা আমি দেখিনা। বিষয়টা কি আমাদের নীচুমনের পরিচয় নয়?
আগে নিজের দেশের আসিফাদের বাঁচান। ভারতের আসিফাদের জন্য কান্নাকাটি করার সময় পরে পাবেন।

১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৪০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ধর্ষণ ধর্ষণই সেটা পাকিস্তান, ভারত, বাংলাদেশ তথা বিশ্বের যেখানেই হোকনা কেন পক্ষান্তরে এই ঘটনাটি জাতিসংঘ্য পর্যন্ত গড়িয়েছে সেই জন্য এর মাত্রাটা একটু বেশি।


এরকম নিগৃহীত ঘটনা বন্ধহোক সবখানে।

৩৭| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২

প্রথমকথা বলেছেন: আই ওয়ান্ট টু জাস্টিস।

০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সঠিক বিচার সবারই পাওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.