নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

۩ ভালো থাকুন সবসময় সবখানে। ۩

অনন্য দায়িত্বশীল আমি

জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই

অনন্য দায়িত্বশীল আমি › বিস্তারিত পোস্টঃ

এ জীবনের কোন পরিতৃপ্ততা নেই। না, আসলেই এ জীবনের কোন পরিতৃপ্ততা নেই।

১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:০৪


কষ্ট করে পরিশ্রম করে জীবনযাপন করার সুখ অনেক এটা ঠিক। কিন্তু যে কষ্টে ন্যূনতম জীবন যাপন করতে গিয়ে জীবনটাই হাসফাস অবস্থা সেখানে সুখ কোথায়! কষ্টের সাথে প্রতি নিয়তই যুদ্ধ করতে হয়। অতপর কি থেমে আছে শোষন-তোষন? না। শোষিতরা চিরকালই শোষনের স্বীকার। আদৌ কখনো কি বন্ধ হবে শোষনের মানসিকতা?

এ জীবনের পরিতৃপ্ততা কোথায়? না, আসলেই এ জীবনের কোন পরিতৃপ্ততা নেই। আছে শুধু কষ্ট আর কষ্ট। সবসময় অভাবের সাথে যুদ্ধ করতে হয়। সব সময়ই নিরাপত্তা হীনতায় ভুগতে হয়।

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:১৫

আবু আফিয়া বলেছেন: আলোকচিত্রটি দেখে অনেক কষ্ট হল, হায়! কতই না এমন মানুষ আছে যাদের দিন-রাত কাছে অতি কষ্টে।
আমরা সবাই যদি পাশের ঘরের বা প্রতিবেশীর খোঁজ রাখি তাহলে হয় তো এমন দৃশ্য চোখে পড়বে না।

লেখককে ধন্যবাদ।

১৪ ই মে, ২০১৮ দুপুর ২:২৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সবার কষ্টে সবারই এগিয়ে আসা উচিত।

২| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:১৫

হাফিজ বিন শামসী বলেছেন:
বেঁচে থাকাই জিন্দাবাদ।

১৪ ই মে, ২০১৮ দুপুর ২:২৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিকই বলেছেন --বেঁচে থাকাই জিন্দাবাদ।

৩| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: আহারে ----

১৪ ই মে, ২০১৮ দুপুর ২:২৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: নুর ভাই ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৩

দূর পাহাড়ে বলেছেন: শ্রমজীবী মানুষ জান্নাতি (ঈমান+নেকআমল)। সুবহানাল্লাহ।

১৪ ই মে, ২০১৮ দুপুর ২:২৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: তাই যেন হয়। ধন্যবাদ

৫| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: বিবেকের কারাগারে আরেকটি ছবি....

১৪ ই মে, ২০১৮ দুপুর ২:২৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হ্যাঁ তাই..............

৬| ১৪ ই মে, ২০১৮ সকাল ৮:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বঞ্চিতরা সব সময়ই বঞ্চিত থাকে ওরা উঠে দাড়াতে পারেনা কখনই, দাড়াতে দেয়া হয় না কখনই।

১৪ ই মে, ২০১৮ দুপুর ২:২৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ওদেরকে দাড়াতে দেয়া হয় না।

৭| ১৪ ই মে, ২০১৮ সকাল ৮:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা কখনই সুখের দেখা পাবেনা কারণ এদের নিয়ে কেউ চিন্তা করেনা সবাই নিজের আখের গোছানোতে ব্যস্ত।

১৪ ই মে, ২০১৮ দুপুর ২:২৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিকই বলেছেন।

৮| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: জীবন! কারো কারো জন্য কঠিন, নরক....

১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিক। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

হাঙ্গামা বলেছেন: লেখা পড়ে বিশেষ করে ছবিটা দেখে চোখে পানি এসে গেল।
মন চাইলেই যতবার ইচ্ছা ভালো মন্দ খেতে পারা মানুষগুলাকে এজন্য জবাব্দিহি করতে হবে আল্লাহর দরবারে।
:(

১৫ ই মে, ২০১৮ সকাল ৮:১৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সবকিছুরই জবাবদিহি করতে হবে।

১০| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:২৭

ওমেরা বলেছেন: এত কষ্টকর একটা ছবি দিয়েছেন খুব কষ্ট পেলাম ।

১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৩৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ওদের কষ্টগুলোই হৃদয় ভেঙ্গে যায় মনটা কাঁদে।

১১| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:১৫

পবন সরকার বলেছেন: অনেকের জীবনের কষ্ট দেখলে চোখের পানি ধরে রাখা যায় না।

২০ শে মে, ২০১৮ সকাল ১১:২২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অন্যের কষ্ট উপলব্ধি করাটাই মানবতার লক্ষন; পশুরা যেটা উপলব্ধি করতে পারেনা।

১২| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৮

কাইকর বলেছেন: অদ্ভুত জীবন, অদ্ভুত মানুষ, অদ্ভুত সবকিছু। রঙ্গমঞ্চের সবাই এখন রঙ্গিলা। দুঃখবিলাসী মানুষদের যেন দুঃখগুলো অনুপ্রেরণা হয়ে কাজ করে। ধন্যবাদ ও ভালোবাসা রইলো।

২০ শে মে, ২০১৮ দুপুর ২:৩৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।

১৩| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য


কিন্তু কয়জনে তা মানে !!

৩১ শে মে, ২০১৮ সকাল ৯:৪৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কেউই মানতে চায়না; সবারই শুধু খাই খাই ভাব তা যে ভাবেই হউক!

১৪| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসুন, সবার কষ্টগু‌লো ভাগাভা‌গি ক‌রে নিই।

১০ ই জুন, ২০১৮ সকাল ৯:১৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কিন্তু আমরা সেটাইতো পারিনা!!

১৫| ১০ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


এরা কষ্ট পাচ্ছেন শেখ সাহেব, জিয়া, এরশদ, বেগম জিয়া ও শেখ হাসিনার কারণে

১০ ই জুন, ২০১৮ দুপুর ১:০২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: একদম ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.