![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হতে পারে ভিন্ন মত, হতে পারে প্রতিপক্ষ তারপরেও একটি পরিচয় তারা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী। সহপাঠীর সংগে এ কেমন আচরণ!? তাহলে সত্যিই কি ফেঁসে যাচ্ছে কোটা আন্দলোনের প্রথম সারির নেতারা?
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ঢোবানোর সব ব্যবস্থায় এরা করছে।
২| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ইহার নাম আওয়ামী শাসন। ৭৫ পূর্ব শাসনটা দেখিনি। বুঝতে পারিনি কি অপরাধে এতো দীর্ঘ সময় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী একটা দল শাসনক্ষমতার বাইরে ছিল। এখন তো দেখছি। কিছুটা বুঝছি।
পাপ নাকি বাপকেও ছাড়ে না। বিচারপতির বিচার করার জন্যই একদিন জগে উঠবে জনতা, পালাবার পথ কি থাকবে?
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: পাপ বাপকেও ছাড়ে না। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৮
চোরাবালি- বলেছেন: যদি কেও লজ্জা পায় তার।
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২২
অর্ক বলেছেন: দুঃখজনক! আর বলতে চাই যে, আমরা আসলে ভীষণ অশান্তি প্রিয় জাতি। "কোটা" সমস্যার যথোপযুক্ত সমাধান চাই, শান্তি চাই। উভয়পক্ষেরই এক্ষেত্রে আরও সহিষ্ণু হবার সুযোগ রয়েছে। শুভেচ্ছা রইলো।
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সত্যিই উভয়পক্ষেরই এক্ষেত্রে আরও সহিষ্ণু হবার সুযোগ রয়েছে। মন্তব্যের জন্য আপনাকেও শুভেচ্ছা।
৫| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২২
রাকু হাসান বলেছেন: ছাত্ররা আন্দোলন ব্যর্থ হবার ইতিহাস নেই আমাদেরও ,বিশ্ব ইতিহাসেও খুব একটা নেই । এই সবের অমূল্য খেসারত দিতে হবে তাদের ,সময়ের অপেক্ষা ।
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সবাইকে আরও সহিষ্ণু হতে হবে বিশেষ করে ছাত্রলীগকে। মন্তব্যের জন্য শুভেচ্ছা রইলো।
৬| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫
সৈয়দ ইসলাম বলেছেন: প্রধানমন্ত্রী ঘুমিয়ে নয়; যদি ঘুমিয়ে থাকেন, তবে উনি প্রধানমন্ত্রীর যোগ্য না। আর যদি সজাগ থেকেও এরিয়ে চলার চেষ্টা করেন, তবেও উনি প্রধানমন্ত্রীর যোগ্য না। (...এটা প্রথম প্রতিমন্তব্যের প্রতিমন্তব্য বলা যায়)
দেশটা পুরাই মগের মুল্লুক।
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সবাইকে আরও সহিষ্ণু হতে হবে। মন্তব্যের জন্য শুভেচ্ছা।
৭| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৬
সৈয়দ ইসলাম বলেছেন: আমাদের দেশ এখন পুরাই কোটা পদ্ধতিতে চলছে। যেমন, শেখ সাহেব থেকে শেখ হাসিনা। জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া। এরশাদ থেকে রওশন। এ পদ্ধতি চলছেই তো চলছে।
তাই বলছি কি, আমরা বরং চুপ।থাকি!
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমাদের দেশের রাজনীতি পরিবারতন্ত্র মুক্ত হতে পারবেনা। ধন্যবাদ।
৮| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৭
ব্লু হোয়েল বলেছেন: আগে এসব হামলা মামলা দেখেছে ? গণতান্ত্রিকতার নামে স্বৈরতান্ত্রিকতা । এর শেষ নিশ্চয়ই আছে ।
তথাকথিত পরগাছা বুদ্ধিজীবিরা নির্বাক । হায়রে চেতনাবাজ আর কত ধাপ্পাবাজি চলবে ?
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সামনে ইলেকশন তাই প্রধান মন্ত্রী অত্যন্ত কৌশলী ভুমিকা রাখছেন কিন্তু ছাত্রলীগ প্রধান মন্ত্রীকে ঢোবাবে।
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মনে হয় তাই। ধন্যবাদ মন্তব্যের জন্য।
১০| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: ন্যূনতম প্রতিবাদ করারও সুযোগ নেই। এই অবদমনের ফল কি ভালো হবে?
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: প্রতিবাদ করলেই হামলা মামলা । ধন্যবাদ রাজীব ভাই
১১| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: আমাদের ছেলে-মেয়েরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে নিজেদের মৌলিক অধিকারের দাবী জানানোর অপরাধে রক্তাক্ত হয়ে রাজপথে পড়ে আছে, গোঙ্গাচ্ছে, হাসপাতালে ভর্তি নিচ্ছে না, তখন বিশ্বকাপ ফুটবলে মাতোয়ারা হয়ে থাকা এক ধরনের রাজাকারি। মানুষের পাশে দাঁড়ান। সন্তানদের রক্ষা করুন।
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মানুষের পাশে দাঁড়ান। সন্তানদের রক্ষা করুন। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১
আখেনাটেন বলেছেন: নিন্দা জানানোর ভাষা নেই। সবচেয়ে অবাক লাগছে দেশের তথাকথিত বুদ্ধিজীবীদের নাকে তেল দিয়ে ঘুমানোতে।
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সবারই উচিত সত্যের পক্ষে কথা বলা। ধন্যবাদ।
১৩| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪
চাঁদগাজী বলেছেন:
১৯৭৫ সালের হত্যাকান্ডের পর, দেশের নেতৃত্ব নিয়ে মারামারি চলছে; কোটা আন্দোলনের নেতৃত্বও সেই সমস্যায় ভুগছে। নতুন করে 'সংবাদ সন্মেলন' করা ও 'অবরোধ ঘোষণা' করতে যাওয়া সমস্যার সৃষ্টি করেছে; এটা আমার ধারণা
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হয়তো আপনার কথাই ঠিক। কিন্তু ছাত্রলীগকে সহিষ্ণু হতে হবে । ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৪| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১
ফেনা বলেছেন: এ লজ্জা আমার আপনার আমাদের সবার।
এবং এর দায় রাষ্ট্রকেই নিতে হবে।
আর এই সমস্যা আমাদের রষ্ট্রের সামনে এগিয়ে যাবার জন্য অনেক বড় অন্তরায়।
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এই সমস্যা আমাদের রষ্ট্রের সামনে এগিয়ে যাবার জন্য অনেক বড় অন্তরায়। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৫| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২
ব্লু হোয়েল বলেছেন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল লাখ খানেক মুক্তিযোদ্ধা । সম্প্রতি মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভূক্তির জন্য দেড়লাখ আবেদন জমা আছে ।
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৬| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মাৎসানায় চলছে দেশে!
স্বৈরাচারতিার চূড়ান্ত রুপ! বিরোধী দলকে দমন করতে করতে এখন কোন প্রকার ভিন্নমতই তারা সহ্য করতে পারছে না!
৭২-৭৫ এর অত্যাচার আর জুলুম রুপকথা মনে হত আগে- এখন আর হয়না!
গুম, খুন, ক্রশফায়ার আর সহাপাঠী বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপর অত্যাচার দেখে বোঝা যায়
রক্ষিবাহিনীর নমুনা কিরকম ছিল!
দু:খজনক এই চর্চায় আপাত ক্ষমতা লাভ হলেও আখেরে কালো অধ্যায় হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে এই শাসনকাল!
গণতন্ত্র হত্য, ভিন্নমত দমন, আর স্বৈরাচারিতার কালো আবরণে ঢাকা এক দু:সহ কাল!
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ইতিহাস স্বরূপে বার বার আবির্ভুত হয়। ধন্যবাদ।
১৭| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪
ঢাবিয়ান বলেছেন: প্রথম আলোয় এসেছে যে কোটা আন্দোলনের মুল নেতা রাশেদ খানকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু এখন পুলিশ বলছে যে তাকে ধরা হয়নি। অর্থাৎ তাকে গুম করা হয়েছে। মেরেও ফেলা হয়েছে কিনা জানি না। মিডিয়া এই ব্যপারে পুরো নিশ্চুপ। ফেসবুকে কোটা আন্দোলনের যে গ্রুপগুলো খোলা হয়েছিল সেগুলো উধাও হয়ে গেছে। ছাত্রদের পাশে আসলে কেউ নেই। কেউ নেই।
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:১১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এইজন্যই তো বলেছিলাম সত্যিই কি ফেঁসে যাচ্ছে কোটা আন্দলোনের প্রথম সারির নেতারা?
১৮| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপনি কোটা আন্দোলনের "নেতা" শব্দটি ব্যবহার করছেন; শব্দটা হবে, "সংগঠক"।
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন। নেতা না সংগঠক হবে। ধন্যবাদ
১৯| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: সাবধান !
শকুনের দল এখন রাজপথে,
নারীকুল যেন থাকে ঘরে
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর ছন্দ হয়েছে।
২০| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫
প্রথমকথা বলেছেন: খুবে দুঃখজনক। কিছুই বলার নেই।
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বললেই বিপদ। এখনকার অবস্থা হয়েছে দেখবো শুনবো বলবোনা কোন বিপদে পড়বোনা ।। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২১| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১
ঋতো আহমেদ বলেছেন: ভবিষ্যতে নেতৃত্ব প্রত্যাশী ছাত্রলীগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক এর নিউজ এরপর আজকের ছাত্রলীগের (থুক্কু ,, বেজন্মা ছাত্র-দের লীগের) তান্ডব। এবার বুঝে নিন এ লজ্জা কার।
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
২২| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১
করুণাধারা বলেছেন: এমন একটি পোস্ট দেয়ার জন্য অনেক ধন্যবাদ, অনন্য দায়িত্বশীল আমি। অবাক লাগছে দেখে যে ব্লগারদের মধ্যে কেউ কেউ ছাত্রলীগের কোনো দোষ দেখতে পাচ্ছেন না!!
হাহাকার, এই মার খাওয়া অসহায় ছেলে মেয়ে গুলোর জন্য। আর ধিক্কার, যারা ছাত্রলীগকে সাপোর্ট করছে।
০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সত্য বললেই বিপদ। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৩| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬
নতুন বলেছেন: ছাত্র রাজিনিত বন্ধকরতে হবে।
এরা এখন দলের লাঠিয়াল বাহিনিতে পরিনত হয়েছে...
ছাত্ররা আন্দলন করছে তাতে আরেক দল আক্রমন করছে....
লজ্জা থাকা উচিত যারা ছাত্ররাজনিতি করছে তাদের।
০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ছাত্র রাজনীতির বন্ধের পক্ষে আমি।
২৪| ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০০
সাইন বোর্ড বলেছেন: সাধারন মানুষও ক্রমশ অসহায় হয়ে পড়ছে...
০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সাধারণ মানুষ সত্যিই অসহায়। কিছু বললেই বিপদ।
২৫| ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
টারজান০০০০৭ বলেছেন:
কোটা আন্দোলন যৌক্তিক সন্দেহ নাই ! তবে অনর্থক মনে হইতেছে ! যেখানে দলীয় পরিচয় , টাকা , মামা-চাচা-খালু না থাকিলে সরকারি চাকুরিই হয় না সেখানে কোটা থাকিলেই কি আর না থাকিলেই কি ?
হ্যা, একখানা উপকার হইতে পারে , যাহারা মনের সুখে কোটা দেখাইয়া এক চাকুরী হইতে আরেক চাকুরীতে ঘুরিয়া বেড়ান তাহাদের ঘুরিয়া বেড়ানো বন্ধ হইবে !!
আমি চাঁদগাজী কাহুর সাথে একমত ! কর্মসংস্থানের দাবিতেই আন্দোলন হওয়া প্রয়োজন ! দেশে অর্থনৈতিক উন্নয়ন হইতেছে , অনেক প্রজেক্ট হইতেছে , যাহাতে সিংহভাগ, অশিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থান হইতেছে ! অথচ অশিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের অভাব নাই , বরং গ্রামে , মফশলে শ্রমিকের সংকট আছে ! অন্যদিকে শিক্ষিত জনগোষ্ঠীর ৪০ % বেকার। বছর বছর গন্ডায় গন্ডায় গ্রাজুয়েট বাহির হইয়া বেকারের সংখ্যা বাড়াইতেছে ! ইহার অবসানে উৎপাদনমুখী শিল্পের প্রয়োজন , শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী করা প্রয়োজন ! শুধু কোটা সংস্কারে অল্প কিছু উচ্চশিক্ষিতের লাভ হইতে পারে , বৃহত্তর জনগোষ্ঠীর তেমন লাভ হইবে না ! তবুও এই অন্যায় ব্যাবস্থার প্রতিবাদে ক্লাস, পরীক্ষা বন্ধ না করিয়া , কোনোকিছু না ভাঙিয়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সমর্থন রইল !
০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৮:২০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার সহিত সহমত ক্লাস, পরীক্ষা বন্ধ না করিয়া , কোনোকিছু না ভাঙিয়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সমর্থন রইল ! মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৬| ০২ রা জুলাই, ২০১৮ রাত ৯:২৮
শামচুল হক বলেছেন: কিছু বলার নাই
০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৮:২০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বললেই বিপদ।
২৭| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:১০
ঢাবিয়ান বলেছেন: ছাত্রদের এইবারের আন্দোলন মুলত ক্ষমতার মুল স্তম্ভে আঘাত করেছে। জনগনের ভোটাধিকার কেড়ে নিয়ে , অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে হলে প্রয়োজন প্রশাশন ও পুলিশের সহায়তা। কোটার মাধ্যমে বছরের পর বছর তাই নিয়োগ দেয়া হচ্ছে দলীয় কর্মিদের আর এই কর্মীরাই জনগনের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকিয়ে রেখেছে এই সরকারকে। মুক্তিযোদ্ধা শব্দটা ব্যবহার করা হচ্ছে একটা ঢাল হিসেবে।
ছাত্রদের যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে, যে গনজোয়ার দেশব্যপী তৈরী হয়েছিল সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। রাজনীতিবিদ নামধারী মিথ্যাবাদী কালসাপের ভুয়া আশ্বাষে হলে ফিরে যাওয়ার সিদ্ধান্তটা ছিল চরম ভুল সিদ্ধান্ত।
০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৮:২১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৮| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:২৭
রসায়ন বলেছেন: ঢাবিয়ান এর সাথে একমত।
০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৮:২২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমিও একমত।
২৯| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৫৪
কানিজ রিনা বলেছেন: ভোট বিহিন অপতন্ত্র, ভোট চোর সৈরতন্ত্রের
আবার লজ্জা থাকে নাকি?
হা হা হা এ লজ্জা ব্লগার চাঁদগাজীর। পোষ্টের
জন্য ধন্যবাদ।
০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৮:২২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: লজ্জা সেটা আবার কি!
৩০| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: লজ্জা থাকলে তো লজ্জার প্রশ্ন আসবে !
০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৮:২৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিক তাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩১| ০৩ রা জুলাই, ২০১৮ ভোর ৬:০৭
সিগন্যাস বলেছেন:
০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৮:২৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন:
৩২| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: কোটা নিয়ে এত কিছু হচ্ছে- কিন্তু আমি কিছুই করতে পারছি।
০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:১৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার মনটা আসলে নরম। আপনি মানুষের কষ্ট সহ্য করতে পারেন না।
৩৩| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:২৭
নতুন নকিব বলেছেন:
লজ্জা কী জিনিষ? ইহা কোন্ গ্রহে পাওয়া যায়?
অনেক ভাল থাকবেন।
০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:৪০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ইহা বাংলাদেশ ছাড়া পৃথিবীর সর্বত্রই পাওয়া যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩৪| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এলজ্জা মুক্তিযুদ্ধাদের।
এ আনন্দ চেতনা ব্যবসায়ীদের।
০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:০২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
৩৫| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭
মোস্তফা সোহেল বলেছেন: এ ব্যাপারে সরকার এখনও কিছু বলেনি
০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:২৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বলবেনা। কখনই না।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: এ লজ্জা শেখ হাসিনার।