![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মানুষের জন্য। এই কথাটি যদি চিরন্তন সত্যিই হয় তাহলে কেন শুধুই লেজুরবৃত্তি করার জন্য একজনকে পঙ্গু করে দিতে হবে!? একবারও কি মনে হয়নি ছেলেটির ভবিষ্যত কী হবে? সবকিছু বাদ দিলেও সেতো একজন মানুষ। তাহলে কি সে ভুলে গেলো ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ মানব-ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানবিক বাণী। এখন প্রশ্ন হলো হাতুড়িপেটা তরিকুল হাঁটতে পারবে কি?
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: না একজন মানুষ আরেকজন মানুষকে হাতুড়িপেটা করতে পারেনা। কখনই না।
২| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অত্যাচারীর অত্যাচারের সময় এতো মানবিক ভাবনা ভাবলেতো অত্যাচারই করতো না!
হায়! ক্ষমতা আর দম্ভ মানুষকে কোথায় নামিয়ে দেয়!
অথচ কােরাই নি:শ্বাসের বিশ্বস নেই!
তবে? কেন এত বাহাদুরি?
এত জুলুম?
এত অত্যাচার?
অবশ্যই হবে এর বিচার! প্রকৃিতর ন্যায় বিচারের অংগীকারে।
মজলুমের জন্য দোয়া। সুস্থ হয়ে উঠুক দ্রুত।
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ছেলেটি সুস্থ হয়ে উঠুক এটাই এখনকার চাওয়া।
৩| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৫
ব্লু হোয়েল বলেছেন: তরিকুলদের এদেশে কোন অধিকার নেই । অধিকার সব হাতুড়িওয়াদের ।
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ব্যপারতো সেরকমই।
৪| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৭
বৃষ্টি বিন্দু বলেছেন: হাতুড়িপেটা আর যে পেটা-ই বলেন অন্যায়ের সময় এদের মনুষত্য বলে কিছু থাকেনা...
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: একদম ঠিক বলেছেন। এরা কবে মানুষ হবে?
৫| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৭
মেটাফেজ বলেছেন: সামুর দলকানা ব্লগারগুলার চোখে পড়েনা এগুলা
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৮
ব্লু হোয়েল বলেছেন: ৯১-৯৫ সালে মিঃ জয়নাল হাজারীর কীর্তি শুনেছিলাম । মানুষের হাড়-হাড্ডি ড্রিল মেশিনে ফুটো করা ছিল তার কাজ । প্রকাশ্যে দেখিনি । বিশ্বজিৎ, খাদেজা, তরিকুল এরকম নাম না জানা অসংখ্য কাহিনী আমাদেরকে দেখতে হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণীকূলের নিকৃষ্ট আচরণ । সরকারি বেসরকারি হাসপাতালে এদের চিকিৎসা তো দূরের কথা ঠাঁই পর্যন্ত নেই ।
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সরকারি হাসপাতাল এদেরকে চিকিৎসা না দিয়ে বের করে দিচ্ছে। যা দেশীয় এবং আন্তর্জাতিক আইনেই সুস্পষ্ট লঙ্ঘন।
৭| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৬
অর্ক বলেছেন: অমানবিক! বীভৎস! যে বা যারা করেছে, তাদের ফাঁসি দেয়া হোক। এই নোংরা দুষিত ক্ষমতা লিপ্সু রাজনীতির বলি হয়ে আসছে সাধারণ মানুষ।
ঘৃণা ঘৃণা ঘৃণা!
সর্বোচ্চ শাস্তি চাই অপরাধীর।
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হাতুড়ীওয়ালাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।
৮| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪২
ব্লু হোয়েল বলেছেন: আইন নাকি তার নিজস্ব গতিতে চলে । এই যে হাতুড়িওয়ালা হাতুড়ি দিয়ে কোমর ভাঙ্গলো এখন পর্যন্ত গ্রেফতার হওয়ার সংবাদ কি আছে ?
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: নিচে অর্থনীতিবিদের কমেন্টস পড়ুন। ধন্যবাদ মন্তব্যের জন্য।
৯| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০০
অর্থনীতিবিদ বলেছেন: হাতুড়ি দিয়ে পিটিয়ে তরিকুলের হাড় ভেঙ্গে দেয়া কুলাঙ্গারটির নাম আব্দুল্লাহ আল মামুন। সমাজবিজ্ঞান ৪র্থ বর্ষের ছাত্র। রাবি ছাত্রলীগের সহঃ সাধারণ সম্পাদক। কুলাঙ্গারটি এখন ছাত্রলীগের মধ্যে নায়ক নায়ক ভাব নিয়ে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। আসুন, আমরা সবাই এই কুলাঙ্গারটিকে ঘৃনা করি।
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সবার উচিত এই অমানুষ কুলাঙ্গারকে চিনে রাখা।
১০| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সরকারের উচিত এদেরকে প্রতিহত করা।
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিক বলেছেন।
১১| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছাত্রলীগ এদেরকে কেন বহিস্কার করছেনা? নাকি তাদের মৌন সম্মতি আছে।
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মৌন সম্মতি হয়তো ছিলনা কিন্তু ঘটনার পর সাপোর্ট দিচ্ছে।
১২| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৮
সেলিম আনোয়ার বলেছেন: এরে দিয়া শেখ হাছিনার কোমড়ে এভাবে মারলে সঠিক বিচার হয়ে যাবে ।
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১৩| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯
হাঙ্গামা বলেছেন: এই হাতুড়িওলারা তো আমাদের সমাজেরই কেউ না কেউ।
কেন এদেরকে সমাজ থেকে একঘরে করে দেয়া হয় না?
সবচাইতে ভালো হয় হাতুড়ির ইউজার আর মালিক দুইপক্ষরেই ছ্যাচা দিতে দিতে উপরওয়ালার কাছে পাঠায় দেয়া।
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এদেরকে একঘরে করা যায়না কারণ এরা লেজুড়বৃত্তি করে।
১৪| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬
একাল-সেকাল বলেছেন: তরিকুল হাঁটতে পারবে কিনা জানা নাই,
পরীক্ষার তারিখ পেছানোর দাবীতে সিদ্দিকুর অন্ধ
কোটা আন্দোলনে জাবি ছাত্র আরেফিনের অন্ধত্ব
কোটা আন্দোলনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রীর শ্লিলতাহানী
বাসে রাজনের হাত বিছ্ছিন্ন হয়ে অতঃপর মৃত্যু বরণ, সব কিছুই চলছে, কিন্তু মামুনদের হাঁটতে কোন অসুবিধা হচ্ছেনা। শুধু চেতনার ঝান্ডা হাতে থাকলেই হল।
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হুম তাই মনে হচ্ছে।
১৫| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: যার যত ক্ষমতা সে তত হিংস্র।
ক্ষমতা মানূষকে অমানুষ বানায়।
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: যার যত ক্ষমতা সে তত হিংস্র। ক্ষমতা মানূষকে অমানুষ বানায়। একেবারে বাণী চিরন্তন।
১৬| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৪
চাঁদগাজী বলেছেন:
এসব নিয়ে শেখ হাসিনা থেকে কোন বক্তব্য আজো আসেনি; উনার উচিত ছাত্রলীগকে বিলুপ্ত করা; সিআইএ ও মিলিটারী কর্তৃক দেশে উনার বাবার মৃত্যুর পরিবেশ সৃষ্টিতে ছাত্রলীগ ( জাসদ ) এর অবদান ছিলো; বর্তমান ছাত্রলীগ উনার সব সুমান কেড়ে নিচ্ছে।
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ছাত্রলীগের কারণে আওয়ামীলীগ বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে।
১৭| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৪
রসায়ন বলেছেন: রাজীব নুর বলেছেন: যার যত ক্ষমতা সে তত হিংস্র।
ক্ষমতা মানূষকে অমানুষ বানায়
একমত ।
০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: যার যত ক্ষমতা সে তত হিংস্র। ক্ষমতা মানূষকে অমানুষ বানায়। একেবারে বাণী চিরন্তন।
১৮| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: যার যত ক্ষমতা সে তত হিংস্র। ক্ষমতা মানূষকে অমানুষ বানায়। একেবারে বাণী চিরন্তন।
ধন্যবাদ। ভালো থাকুন।
০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বাণী চিরন্তন।
১৯| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
সোহানী বলেছেন: ভাইরে মানুষ বলে কিছু নেই। আছে কিছু গিনিপিগ আর বাকিগুলা হিংস্র দানব। কোন সভ্য দেশে এমন ইতিহাস নেই। এরা বর্বর অসভ্য দানব হয়ে গেছে। এদেরকে না থামালে দেশে আর মানুষ বাস করতে পারবে না............ হে আল্লাহ ওদেরকে থামাও।
০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সত্যিই এদেরকে না থামালে দেশে আর মানুষ বাস করতে পারবে ন।
২০| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বুদ্ধিবেশ্যারা কই? টক শো-তে লালা ঝরে কথা বলার সময়। এখন কোন কথা নেই কেন? আমার মনে হয় এখন সাধারণ ছাত্ররা 'ছাত্রলীগ ঠেকাও' নামে একটা গ্রুপ খুলতে পারে। যদিও এই কাজটা কঠিন ও রিস্ক। তবে ১৫/২০ জন ছাত্রলীগকে ১০০০/১২০০ ছাত্ররা এক জোট হলেই দমন করা কোন সম্ভব না। লাঠি/বাঁশি সমিতির মত কোন একটা উপায় বের করতে হবে ছাত্রদের...
০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
২১| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৫
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: দেশটাই বুঝি পৌঁছে গেছে ......এই অমানবিকতা | এই অশিক্ষিত মানুষদের কথা আর কি বলবো |এই ব্লগেই শিক্ষিত পেশায় নাকি ইঞ্জিনিয়ার নেশায় কবি তাদেরই এমন কদর্য ব্যবহার আর এই রাস্তার মানুষ এরাতো এমন করতেই পারে ...| কুৎসিত সময়ের বাসিন্দা হয়ে গেছি আমরা |দেশে ব্লগে এই সব বীভৎসতা আর নোংরামি নিয়তি হয়ে গেছে আমাদের | জানোয়ারগুলোর বিচার চাই ...দেশে ব্লগে সব জায়গায়ই |
০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: জানোয়ারগুলোর বিচার চাই ---একমত।
২২| ০৯ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের লোকজন অনেক হিংস্র হয়ে যাচ্ছে দিন দিন | এর জন্য দায়ী রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্বের ক্ষমতা এবং সম্পদের লিপ্সা আর নৈতিকতার অভাব | এমন দিন আসবে যখন রাজনৈতিক নেতা এবং আমলা এবং এদের পরিবারের সদস্যদেরকেও এরকম নি:স্রংশতার শিকার হতে হবে |
০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: স্বামী, অসাধারণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
২৩| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৫৪
সোহাগ তানভীর সাকিব বলেছেন: "বিচারহীনতাই অপরাধ প্রবণতা বা অপরাধ সংগঠনের প্রধান কারণ।"
প্রকাশ্য দিবালোকে হাতুরি পেটারনোর মত ফৌজদারি অপরাধ করেও যদি অপরাধী আইনের আওতায় না আসে, তাহলে সেই দেশে সুশাসন কতটুকু বলার প্রয়োজন নাই।
০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এখনতো এই কুলাঙ্গার হিরো বনে গেছে তাদের কাছে।
২৪| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: যত দোষ নন্দঘোষ
সত্যটা বললেই দোষ
করলে অন্যায়ের প্রতিবাদ
নামটা হবে তোমার মৌলবাদ।
০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন:
যত দোষ নন্দঘোষ
সত্যটা বললেই দোষ
করলে অন্যায়ের প্রতিবাদ
নামটা হবে তোমার মৌলবাদ।
২৫| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬
পলাশবাবা বলেছেন: মানুষ মানুষের জন্য । ঈডা এখনো চিরন্তন সত্য আছে।
আপনে ভুল করে ছাত্রলীগকে মানুষ বানায় ফেলেছে।
ইডার জন্য আবার ছাত্রলীগকে দায়ী করেন না।
ভুলটা আপনের।
০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভুল করে মানুষ বানায়ে ফালাছি!! থুক্কু থুক্কু
২৬| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২০
ব্লু হোয়েল বলেছেন: তেনার কীর্তিতে জাতি আজ মুগ্ধ । তেনাকে একখানা সম্বর্ধনার ব্যবস্থা করে বীরত্বের সনদ তুলে দেয়ার জোর দাবি জানাই ।
০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সেই আয়োজন হয়ে গেছে এখন শুধু সনদ দেয় বাকি।।
২৭| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৫
ব্লগ মাস্টার বলেছেন: পৃথিবীর সব জায়গায় সব কিছু করা সম্ভব। আপনিও সামুর একজন তার ছেড়া অ্যাডমীন মণে হচ্ছে।
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কেন আপনার ত মনে হলো।
২৮| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪
তারেক ফাহিম বলেছেন: বীরত্ব দেখাইছে
মানবতা হারিয়ে যাচ্ছে।
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বীরত্ব দেখাই হাড্ডিগুড্ডি একাকার করে দিছে।
২৯| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অথচ সেই নির্লজ্জ শয়তান দিব্বি হেসেখেলে এই বর্ণনা না কি মাছরাঙা টিভিতে দিয়েছে!!
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: নির্লজ্জ শয়তান এখন জাতীয় আওয়ামী বীর।
৩০| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১১
শাহরিয়ার কবীর বলেছেন: ঘৃণা জানোনোর ভাষা আমার জানা নেই।
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: তারপরও ঘৃণা করতেই হবে।
৩১| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: এসব মদখোর, ইয়াবাখোরদের কাজ তথা নেশাখোরদের কাজ।
নেশাখোরদের এতো কিছু ভাবার ক্ষমতা থাকে না।
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিক বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩২| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এটা হলো হাতুড়ী মামুনের আঘাতে তরিকুলের ছিন্ন হওয়া মেরুদন্ড ও পা।
৩৩| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৯
সূচরিতা সেন বলেছেন: এই কাজ তারাই পারে যাদের ভিতরে মনবতা বোধটুকো নেই।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিক বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩৪| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কথিক মুক্তিযোদ্ধা সন্তানের হাতে রামদা ও হাতুড়ী!
৩৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১
খায়রুল আহসান বলেছেন: তরিকুল আর কোনদিন হাঁটতে পারবে কিনা জানিনা, কিন্তু তার জন্য অন্তর থেকে দোয়া করছি।
তার বর্তমান অবস্থা সম্পর্কে কেউ কি কোন আপডেট দিতে পারবেন?
০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: না ভাই কিছু জানা নেই সে অন্ধকারে হারিয়ে গেছে। কোন পত্রিকায় ফলোআপ দেখিনি।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৪
করুণাধারা বলেছেন: আপনার কি মনে হয়, একজন মানুষ আরেকজন মানুষকে হাতুড়িপেটা করতে পারে?
আমি কোন তেলাপোকাকেও এভাবে হাতুড়িপেটা করতে পারব না। যে এটা করছে সে মানুষ নয়, দানব।