নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক দামাল

দামাল ছেলে

আমি এক দামাল...

দামাল ছেলে › বিস্তারিত পোস্টঃ

রফিকুল ইসলাম খান : এক বিলাসী নব্য রাজাকার!

১৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৬

ঢাকা মহানগরীর জামায়াতের আমির তিনি। নাম তার রফিকুল ইসলাম খান। নামের শুরুতে 'মাওলানা' শব্দটিও রয়েছে। সম্প্রতি তিনি ৬০ লাখ টাকা মূল্যের একটি গাড়ি কিনেছেন। গাড়িটির দাম মূলত আরো অনেক বেশি। সেকেন্ড হ্যান্ড হওয়ায় গাড়িটি তুলনামূলকভাবে কম দামে ক্রয় করা সম্ভব হয়েছে।



গাড়িটি জামায়াতের সাংগঠনিক অর্থে কেনা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। তবে এটি কেবল রফিকুল ইসলাম খানই ব্যবহার করতে পারবেন।



সাদাসিধে জীবনের ইসলামি তত্ত্বের বাইরে এসে বিলাসী জীবনে অভ্যস্ত হবার ব্যাপক প্রচলন লক্ষ্য করা যাচ্ছে জামায়াত-শিবির নেতৃত্বের মাঝে। তারই অংশবিশেষ আর আই খানের এই বিলাসবহুল গাড়িটি।



নিজামী-মুজাহিদের একান্ত ঘনিষ্ঠজন এই রফিকুল ইসলাম খান একসময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার গঠন হয়। শিবিরে বর্তমান সময়ে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে, তাতে এই রফিকুল ইসলাম খানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে বলে জানা গেছে। ব্যক্তিগত জীবনে অত্যন্ত উগ্র স্বভাবের পক্ষান্তরে প্রচণ্ড চাটুকার হওয়ায় জামাত-শিবিরের ভেতরে বাইরে তিনি দারুণভাবে সমালোচিত। তবে সংগঠনটির ডিসিশন মেকারদের সাথে তার ভালো দহরম মহরম রয়েছে। জানা গেছে, যুদ্ধাপরাধের মামলায় নিজামী-মুজাহিদ কারাবন্দি কিংবা দণ্ডপ্রাপ্ত হলে তাদের অবর্তমানে দলটির কেন্দ্রীয় আমির হবার ব্যাপারে রফিকুল ইসলাম খান বেশ আশাবাদী। এ লক্ষ্যে সংগঠনটির উচ্চ পর্যায়ে তিনি ব্যাপক তৎপরতা ও লবিং চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য ২০ টি রেটিং +১৩/-১২

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

মারুফ সৈকত বলেছেন: আপনিও কি এই দলের সদস্য নাকি?

সোর্স উল্লেখ করলে লেখাটি গ্রহণযোগ্যতা পেত। এমনি ঢালাও মন্তব্য তো শুনে আসছি অহরহ, প্রমাণ সাপেক্ষে লেখাগুলো হলে ভালো হবে। এরকম কত কথাই তো শোনা যায়!

১৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫২

দামাল ছেলে বলেছেন: না ভাই। আমি একজন সংবাদকর্মী। সংবাদ সংগ্রহ করি। অচিরেই খবরের পাতায়ও দেখবেন এসব।

২| ১৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫১

ভাবনাবিহীন বলেছেন: আমার মহব্বতের উস্তাদের নামে খারাপ কথা বলছেন আপনি। ছি ছি। প্রমাণ আছে কোন? না থাকলে আপনি ভাদাকার।

৩| ১৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫২

সত্য কথা তাই তিতা লাগে বলেছেন: ছুপা মিয়ায়( দামাল ফুয়া) মনে হয় শিবিরে কোন পদ পায় নাই....................................তাই এত ক্ষোভ !!

১৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

দামাল ছেলে বলেছেন: ভাই, নিজেরে রাজাকার প্রমাণ কইরেন না কাইন্ডলি...

৪| ১৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

রংধনুর সাত রঙ বলেছেন: সত্য কথা তাই তিতা লাগে বলেছেন: ছুপা মিয়ায়( দামাল ফুয়া) মনে হয় শিবিরে কোন পদ পায় নাই....................................তাই এত ক্ষোভ !!

১৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৪

দামাল ছেলে বলেছেন: ভাই, আপনারেও কিন্তু সন্দেহ হইতাছে...

৫| ১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:০০

সত্য কথা তাই তিতা লাগে বলেছেন: লেখক বলেছেন: ভাই, নিজেরে রাজাকার প্রমাণ কইরেন না কাইন্ডলি..
=================
ভাই আসল কথাডা কয়া দেন ক্যে????

আপনি কোন পক্ষের এজেন্ট ??? রাজাকার না ভাজাকার ???

৬| ১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:০৪

সালমান সিদ্দিকী বলেছেন: এই হারামিই পরবর্তী আমির হবে আমিও এরকমটা ভাবছিলাম কয়েকদিন ধরে নিজামি এবং মুজাহিদ এর পরে জাশি মিডিয়া হাউস এরে অনেক কাভারেজ দিচ্ছে লক্ষ্য করছি তা সভাপতি রেজাউল তো এর অনুসারী তাই না ?

৭| ১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:০৮

দামাল ছেলে বলেছেন: @সত্য কথা তাই তিতা লাগে, ভং ধইরো না। তুমি যে একটা রাজাকার তার প্রমাণ দিচ্ছি।

তোমার প্রিয় পোস্ট-
• ছাত্রলীগ এর পতন এখন সময়ের ব্যাপার। - রংধনুর সাত রঙ
• কলুষিত ছাত্র রাজনীতি!! বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী জঘন্যতম ছাত্র হত্যাকান্ড ও ছাত্র সংসদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটায় মুজিব সমর্থিত ছাত্রলীগ!! (প্রাপ্তবয়স্কদের জন্য ১৮+++) - টিংটিং

তোমার নিজের লেখা কয়েকটা পোস্টের কিছু অংশ-
রগ কাটা( প্রকৃত অর্থে কব্জি কাটা) লীগ !!!
হুমম ...........জামাত শিবিরের নামে এত দিন বয়ান চালু ছিল যে হেরা রগ কাটে, হাত-পাও কাইট্যা ফালায়, ইত্যাদি ইত্যাদি....।( অবশ্য অকাট্য প্রমান কেউ হাজির করতে পারে নাই, সত্যি হলে ত সেই গুলো নিয়ে, আর কেউ না হোক, প্রথম আলো জনকন্ঠ গং রা মহা ভারত রচনা করে ছাড়ত!!...

টাইম থাকতে সামলা..........।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৭
হাসিনারে হাসিনা
কুত্তাগুলারে সামলা,
গদিতে যদি থাকতে চাস,
বিনি পয়সায় বিদেশ ভ্রমন করতে চাস,
বাপের স্বপ্ন দেখতে চাস
এখনি এদের সামলা।
সামনে আছে চারটি বছর.....
ভোটের সময় হবে খবর,...

....................................................................................
তুমি কার পারপাজ সার্ভ করতাছ, তা কি আর বুঝতে বাকি আছে?

৮| ১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:০৮

মামুন বিদ্রোহী বলেছেন: খাইসে.......

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি...... :-/ :-/ :-/

১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:১১

দামাল ছেলে বলেছেন: আপনার কেমন লাগছে, সেইটা বললে খুশি হইতাম।

৯| ১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:১৯

সত্য কথা তাই তিতা লাগে বলেছেন: দামাল ছেলে বলেছেন: @সত্য কথা তাই তিতা লাগে, ভং ধইরো না। তুমি যে একটা রাজাকার তার প্রমাণ দিচ্ছি।
====================

ভালা রিসার্চ করছ..............ওপার থেকে টেকা পয়সার সাপ্লাই কইমা গেলে আইয়া রিসার্চফেলোশীপের টেকা নিয়া যাইও .......।

১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:২২

দামাল ছেলে বলেছেন: তবুও নিজেরে বাঁচাইতে চেষ্টা করো? তোমার পোস্টের উল্লেখযোগ্য কয়েকটা লাইন আবার তুলে দিলাম-

হুমম ...........জামাত শিবিরের নামে এত দিন বয়ান চালু ছিল যে হেরা রগ কাটে, হাত-পাও কাইট্যা ফালায়, ইত্যাদি ইত্যাদি....।( অবশ্য অকাট্য প্রমান কেউ হাজির করতে পারে নাই, সত্যি হলে ত সেই গুলো নিয়ে, আর কেউ না হোক, প্রথম আলো জনকন্ঠ গং রা মহা ভারত রচনা করে ছাড়ত!!...

লজ্জা থাকলে আর আইসো না আমার ব্লগে। পরে মানসম্মান নিয়া টানাটানি পড়ব।

১০| ১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:২০

কুয়াশা বলেছেন: ভাই একটা কষ্%E

১১| ১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:২৩

শ খি আ ঈয়ন বলেছেন: এইটা দেখুন... ++++

১২| ১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:৪৪

ফাহাদ বাপ্পী বলেছেন: আসুন বাবাকে ারো বেশী করে চিনি
শেখ মুজিব সাহেব কে জানুন,১৯৭১-১৯৭৫ বিদেশী নিউজ অবলম্বনে
Click This Link

১৩| ১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৪১

সপ্ন পুরন বলেছেন: সাব্বাশ পোস্ট।+++

১৪| ১৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:৫২

ধানশালিক বলেছেন: আমি শিওর, জামাতি হালারা রাতের আধারে গ্লাস গিলে । হালাদের পছন্দের কঠিন-পানীয় কোন গুলি !?!!ঁ? X( X( X( X( X(( X(( X(( X( X( X(

১৫| ১৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:৫৪

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হা হা হা ..... আবার কয়..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.