![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধাসিধা মানুষ।একজন প্রকৌশলের ছাত্র।রুয়েটে পড়ি তড়িৎকোশল নিয়ে।ব্লগে এত অসাধারন সব মানষ,তাদের অসাধারন চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করছে প্রতিনিয়ত।মনের উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যম যেন।মায়ায় জড়িয়ে গেছি ইতোমধ্যে
অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেলাম। গন্তব্য বলে উঠে পড়লাম। চালক বর্ষীয়ান। মুখভর্তি পাকা পাকা দাড়ি। মনে হয় কথা বলতে ভালবাসেন। কিছু না কিছু বলেই চলেছেন। শহরের ব্যস্ততম রাস্তাটা আজ অনেকখানি ফাঁকা। ইন্জিনের শব্দ নেই। ধোঁয়া নেই। কোলাহল নেই। দ্রুতই গন্তব্যে পৌছে যাই। ভাড়া আট টাকা। আমি দশ টাকা দিই। চালক পিছু ডাকেন। আমি বিরক্ত। নিশ্চয় আরো দুটা টাকা চাইবে। রিক্সাওয়ালারা এমনই। এরা কখনো সন্তুষ্ট হয় না। উনি বলেন, ভাড়া তো ৮ ট্যাকা। ১০ ট্যাকা দিলেন ক্যান? এই নেন দুই ট্যাকা। আমি রেখে দিতে বলি। উনি রাখেন না। জোর করে আমার বুক পকেটে ঢুকিয়ে দেন। উনি আবার বলেন, গতরে এহনো অনেক জোর। খাইটা খামু। ভিক্ষার দরকার নাই বাবাজি। যেদিন হাত পাতমু, সেদিন দিয়েন। আমি অবাক। মুখে কথা আসে না। তার পা ছুঁতে ইচ্ছে করে। পারি না। মেলোড্রামা হয়ে যাবে। লোকে হাসবে। আমি তাকে সালাম করি। মনে মনে। অন্তর থেকে। অসংখ্য বার।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৭
মহামহোপাধ্যায় বলেছেন: আপনি মানুষকে শ্রদ্ধা করতে জানেন এটা অনেক বড় ব্যাপার। লিখে যান। হ্যাপি ব্লগিং