নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর রবি

নূর রবি

নূর রবি

সাধাসিধা মানুষ।একজন প্রকৌশলের ছাত্র।রুয়েটে পড়ি তড়িৎকোশল নিয়ে।ব্লগে এত অসাধারন সব মানষ,তাদের অসাধারন চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করছে প্রতিনিয়ত।মনের উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যম যেন।মায়ায় জড়িয়ে গেছি ইতোমধ্যে

নূর রবি › বিস্তারিত পোস্টঃ

অ্যানিমেশন মুভির পর্যালোচনা

০৯ ই জুন, ২০১৩ রাত ৮:২০

অ্যানিমেটেড চলচ্চিত্রের প্রতি আমার আকাশছোঁয়া ভালোবাসা। হাতের কাছে অ্যানিমেটেড কিছু পেলে আমি যেকোনো মাস্টারপিস ম্যুভিকেও ওয়েটিং লিস্টে পাঠিয়ে দিই। সেই অকৃত্রিম ভালোবাসা থেকেই একসময় পছন্দের অ্যানিমেটেড চরিত্রদের কিছু বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছিলাম। ব্যক্তিগত ডায়েরি থেকে সেই তালিকা আজকে তুলে দিচ্ছি ফেইসবুক স্ট্যাটাসে......



শ্রেষ্ঠ নায়ক__ ফ্লিন রাইডার (Tangled)

শ্রেষ্ঠ নায়িকা __রাপুনজেল (Tangled)

শ্রেষ্ঠ আবেদনময় পুরুষ__ পুস ইন বুটস (Puss in boots/ Shrek)

শ্রেষ্ঠ আবেদনময়ী নারী__ রিচি রোক্স্যান ( Megamind)

শ্রেষ্ঠ মজনু__ ওয়াল-ই (Wall-E)

শ্রেষ্ঠ জুটি__ কিং জুলিয়েন-সোনিয়া (Madagascar 3)

শ্রেষ্ঠ ড্রিল/পিটি প্রশিক্ষক__ মাস্টার শিফু (Kungfu Panda)

শ্রেষ্ঠ আনন্দদায়ী ভিলেন__ ভেকটর (Despicable me)

শ্রেষ্ঠ সরু কোমর__ ভিতালি (Madagascar)

শ্রেষ্ঠ নর্তক__ অ্যালেক্স (Madagascar)

শ্রেষ্ঠ বেকুব__ মেলম্যান (Madagascar)

শ্রেষ্ঠ ঊর্ধ্বাঙ্গ-নিম্নাঙ্গ অনুপাত__ গ্রু (Despicable me)

শ্রেষ্ঠ টীমওয়ার্ক__ স্কিপার-রিকো-প্রাইভেট-কোয়ালস্কি (Madagascar)

মিস্টার বিউটিফুল স্মাইল__ টুথলেস (How to train your dragon)

মিস বিউটিফুল স্মাইল__ গ্লোরিয়া (Madagascar)

মিস্টার সেনসেশনাল ভয়েস__ কিং জুলিয়েন (Madagascar)

মিস সেনসেশনাল ভয়েস__ টাইগ্রেস (Kungfu Panda)

মিস্টার সেনসেশনাল টেইল__ টাই লাং (Kungfu Panda 1)

মিস সেনসেশনাল টেইল__ পীচেস (Ice age 4)

মিস্টার বিউটিফুল হেয়ার__ হিক্কাপ (How to train your dragon)

মিস বিউটিফুল হেয়ার__ রাপুনজেল (Tangled)

অল টাইম ফেভারিট__ পো (Kungfu Panda)

আজীবন সম্মাননা__ মাস্টার ওগুয়ে (Kungfu Panda 1)



অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্র হয়তো বাদ গিয়েছে। সমমনা দর্শক এবং পাঠকদের মতামত সাদরে আমন্ত্রিত। হ্যাপি উইকএন্ড। হ্যাপি অ্যানিমেশন।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৩ রাত ১:৩৫

মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা B-) B-) B-) B-) কোন ক্যাটাগরিই তো বাদ নাই। ওয়ালি'র ক্যাপ্টেন কে কোন অ্যাওয়ার্ড দেয়া যায় কি ??

২| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বাহ........দারুন

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

মুজাহিদুর রহমান বলেছেন: বাহ দারুন কিছু এনিমেশন মুভির নাম জানলাম। ডাউনলোড করতে হবে।
লেখককে ধন্যবাদ।

৪| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

নূর রবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

৫| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

অনিক্স বলেছেন: B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.