নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর রবি

নূর রবি

নূর রবি

সাধাসিধা মানুষ।একজন প্রকৌশলের ছাত্র।রুয়েটে পড়ি তড়িৎকোশল নিয়ে।ব্লগে এত অসাধারন সব মানষ,তাদের অসাধারন চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করছে প্রতিনিয়ত।মনের উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যম যেন।মায়ায় জড়িয়ে গেছি ইতোমধ্যে

নূর রবি › বিস্তারিত পোস্টঃ

জ্যামিতিক বিচ্ছেদ

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪

দুটি রেখা লম্বভাবে একটি অপরটিকে ছেদ করে ছিলো,

আর আমরা ছিলাম বিপ্রতীপ কোণ হয়ে।

আমাদের মান ছিল পূরক কোণের সমান।



কিন্তু রেখা দুটো এখন আর ছেদ করে নেই,

উল্টো পথে সম্প্রসারিত হতে হতে

রেখা দুটো সমান্তরাল হয়ে গেছে।

তাই এখন আর নেই আমরা দুজন বিপ্রতীপ কোণ হয়ে,

আমি আছি একটি রেখার বিপরীত পাশে

আর তুমি আছো আরেকটি রেখার বিপরীত পাশে।



আমাদের মান এখন সম্পূরক কোণের সমান।

আমাদের দুজনের মান দুই গুন করে বেড়েছে ,

মান পরিবর্তন হলেও আগের মতই সমান আছে।



এখন আমাদের মাঝে আগের সেই ছেদবিন্দুটি নেই,

তাই এখন আর উঁকি দিলেও দেখা হয়না আমাদের।

দুটো হাত আর মিশে থাকেনা একটি বিন্দুতে,

তোমার আমার মাঝে এখন তাই বিস্তর ব্যবধান ।



হয়ত যোজন যোজন দূর পারি দিবে রেখা দুটো,

কিন্ত আর কখনো দেখা হবেনা আমাদের।

কারণ জানোইতো দুটো সমান্তরাল রেখা কখনো ছেদ করেনা,

ফলে বিপ্রতীপ কোণও উৎপন্ন হয়না ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৩

মৌলিক প্রেমিক বলেছেন: কী অসাধারণ। এ যেন জীবনের স্বচ্ছ প্রতিচ্ছব। বড্ড বেশি হিসেব বেহিসাবি করে তুলছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.