নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর রবি

নূর রবি

নূর রবি

সাধাসিধা মানুষ।একজন প্রকৌশলের ছাত্র।রুয়েটে পড়ি তড়িৎকোশল নিয়ে।ব্লগে এত অসাধারন সব মানষ,তাদের অসাধারন চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করছে প্রতিনিয়ত।মনের উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যম যেন।মায়ায় জড়িয়ে গেছি ইতোমধ্যে

নূর রবি › বিস্তারিত পোস্টঃ

আপেক্ষিক ভালবাসা

০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

পার্কের বেঞ্চে হেলান দিয়ে বসে,

এক ঠোঙা বাদাম আমি একাই খেতে পারি।

এক ঠোঙা বাদাম আর একটুখানি ঝাল।

কারো জন্য অপলক দৃষ্টিতে পথের দিকে চেয়ে থাকতে হয় না......

বারবার ঘড়িও দেখি না।

প্রতিদিনই সূর্যটা উঠে,

প্রতি দিনই !

এক আকাশ মাথায় নিয়ে সারা শহর

একাই হাঁটতে পারি,

কারো পায়ের সাথে তাল মেলাতে হয় না

কারো কথা ভেবে চোখের কোনে জল আসে না।

কারো জন্য অপেক্ষাও করি না।

চায়ের দোকানে ক্লান্ত মুখে বসে থাকা লোকজন

দেখি,

এক কাপ চা আমি একাই শেষ করি, কেউ

পিরিচে নিয়ে খায় না,

কেউ আমার জন্য চুলে ফুল রাখে না।

হেটে হেটে ক্লান্ত হলে ২০০ মিলি কোকের

বোতলে একটা স্ট্র দিয়ে একাই শেষ করি,

আরেকটা স্ট্র কেউ দেয় না।

জানালা খুলে বাইরে আকাশ দেখা আমাকে মানায়

না...

আমি হাটব আর মেঘ উড়বে......

এক ঠোঙা বাদাম আমি একাই শেষ করি ! তুমি নেই,

এক ঠোঙা বাদাম , পথের ধুলা, ঐ বিশাল আকাশ, এক

কাপ চা, এক বোতল কোক ,

এগুলোই তুমি......।।



এগুলোই আমার ভালোবাসা !!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০

এহসান সাবির বলেছেন: বাহ্...!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.