![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধাসিধা মানুষ।একজন প্রকৌশলের ছাত্র।রুয়েটে পড়ি তড়িৎকোশল নিয়ে।ব্লগে এত অসাধারন সব মানষ,তাদের অসাধারন চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করছে প্রতিনিয়ত।মনের উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যম যেন।মায়ায় জড়িয়ে গেছি ইতোমধ্যে
দুপুর ১২ টা ২৩, সদ্য মধ্যবয়স পার করা এক মহিলা ঢুকছে এটিএম বুথে (ফাস্ট ট্র্যাক) । কালো বোরখা পরা, সাথে বড় ওড়নায় মুখের প্রায় অর্ধেকটা ঢাকা । সাথে মাঝারী সাইজের ব্যাগটা হাত দিয়ে পেঁচিয়ে ধরা । ঠিক তার পেছন পেছন ঢুকলো এক যুবক । চারদিকে একবার দেখে নিয়ে দুইজন এগিয়ে গেলো একটা এটিএম মেশিনের দিকে । মহিলা কাঁপা হাতে মেশিনে এটিএম কার্ড দিয়ে যুবকের বলা সংখ্যা গুলো প্রেস করে টাকা তুলে বেরিয়ে যায় । তার চোখে মুখে সুস্পষ্ট তৃপ্তি আর শান্তির ছাপ ।
চাকরীর প্রথম মাসের বেতনটা ঠিক এভাবে মায়ের হাত দিয়ে তোলার এরকম একটা স্বপ্ন আমার অনেক দিনের । জানি না কবে সেটা সত্যি হবে
২| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
মহামহোপাধ্যায় বলেছেন: খুব শীঘ্রই আপনার এই ইচ্ছে পূরণ হোক, এই কামনা করি।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫
খেয়া ঘাট বলেছেন: চাকরীর প্রথম মাসের বেতনটা ঠিক এভাবে মায়ের হাত দিয়ে তোলার এরকম একটা স্বপ্ন আমার অনেক দিনের । জানি না কবে সেটা সত্যি হবে
রাব্বুল আলামীন আপনার এই ইচ্ছাটা সহসাই পূর্ণ করুন।