![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধাসিধা মানুষ।একজন প্রকৌশলের ছাত্র।রুয়েটে পড়ি তড়িৎকোশল নিয়ে।ব্লগে এত অসাধারন সব মানষ,তাদের অসাধারন চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করছে প্রতিনিয়ত।মনের উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যম যেন।মায়ায় জড়িয়ে গেছি ইতোমধ্যে
তোমার আছে শহর ঝলসানো চুল-শুকানো রোদ ,
আমার আছে আকাশভর্তি সাদা মেঘের রুপের অহংবোধ ।
তোমার আছে চিন্তামাখানো বিস্তর কপালের ভাজ ,
আমার আছে পশ্চিম আকাশের শেষ বিকেলের চিরচেনা রক্তাভ সাজ ।
তোমার আছে সন্ধ্যা প্রদীপের মায়ামাখা আলো ,
আমার আছে স্নিগ্ধ আধার , যেন আলুকেশি কালো ।
তোমার আছে বসন্তের শাড়িতে এক আচলভর্তি সুতার ফুল ,
আমার আছে তোমার অভাব , আর গুটি কয়েক ভুল ।
তোমার আছে বা'পায়ের রুপালী পায়েলের অদ্ভুত ঝংকার ,
আমার আছে তোমাকে কিংবা তোমার মত কাউকে না পাওয়ার গভীর হাহাকার !
©somewhere in net ltd.