নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর রবি

নূর রবি

নূর রবি

সাধাসিধা মানুষ।একজন প্রকৌশলের ছাত্র।রুয়েটে পড়ি তড়িৎকোশল নিয়ে।ব্লগে এত অসাধারন সব মানষ,তাদের অসাধারন চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করছে প্রতিনিয়ত।মনের উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যম যেন।মায়ায় জড়িয়ে গেছি ইতোমধ্যে

নূর রবি › বিস্তারিত পোস্টঃ

ফর্মালিটিস

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

আত্মীয় স্বজনের বাসায় গেলেই অভিযোগ শুরু তুমি আসো না কেন? কি কর এত? বাসায় একটু আসতে পারো না? এসে বেড়িয়ে যাবা ২/৪ দিন। আমার ভালো লাগে না এই সব কোলাহল, সবাই যেতে বলে এও জানি মন থেকে কেউ বলে না, আগের দিন গুলো আর নেই যেদিন মানুষ আত্মীয় স্বজন বাসায় আসলে খুশি হত, এখনকার দিনে ভাবে আসছেন ভালো কথা, ঘন্টা দুয়েক বসেন চা নাস্তা খান বিদায় হোন। আমার কাছে এই ফর্মালিটিসের কোন দাম নাই।পার্টি,গেট টুগেদার কোন অনুষ্ঠান ই তাই আমায় টানে না।



একেক জনের আনন্দ খোজার কিংবা পাওয়ার ধরন টাই আলাদা, হই হুল্লোড়ে সবাই আনন্দ খুজে পায় কিনা জানি না তবে আমি পাই না। ঘুনে ধরা নামসর্বস্ব সামাজিকতা আমি দেখতে চাই না,

সাদা কালোয় আকা আমার একলা পৃথিবী।



চোখ বন্ধ করলে ভাসে নির্জন এক নদী পারে বসে আমি, দূরে টিম টিমে আলোয় ভেসে চলেছে এক ডিঙি নৌকা, কেউ একজন কাঁধে হাত রেখে দাঁড়াবে, বাড়িয়ে দেবে স্বচ্ছ কাঁচের বোতলে বন্দি জোনাকির আলো। চাঁদের আলোয় দেখা যাবে তার মুখ, বাতাসে উড়ে চলেছে তার খোলা চুল গুলি। পাশে কাঁধে মাথা রেখে বসবে সে...



এইতো বেশ চলে যায় ভেবে ভেবে দিনগুলি..সামান্য একটু হাসি, আরেক একটু শান্তির ঘুম, এইতো... আর কি চাই?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

অশ্রু কারিগড় বলেছেন: যাক আমি তাহলে একা নই, এরকম আরও মানুষ আছে দুনিয়ায় । শান্তি লাগল অনেক.।.। । :D :) :D

২| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

নূর রবি বলেছেন: অনেকেই আছেন এমন।সবাই প্রকাশ করেন না এই যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.