নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর রবি

নূর রবি

নূর রবি

সাধাসিধা মানুষ।একজন প্রকৌশলের ছাত্র।রুয়েটে পড়ি তড়িৎকোশল নিয়ে।ব্লগে এত অসাধারন সব মানষ,তাদের অসাধারন চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করছে প্রতিনিয়ত।মনের উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যম যেন।মায়ায় জড়িয়ে গেছি ইতোমধ্যে

নূর রবি › বিস্তারিত পোস্টঃ

কোইন্সিডেন্স

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২২

খেতে বসে দেখলেন আপনার প্রিয় খাবারটি আজকে রান্না হয়েছে এবং সেটা আপনার পাতে বেশিই পড়েছে।

___আপনি এখন নিজ বাড়িতে আছেন



খেতে বসে দেখলেন মাছের সবচেয়ে বড় মাথাটি আপনার পাতে।

__আপনি এখন আপনার শশুর বাড়িতে।



আয়না হিসেবে তরকারিতে দেওয়া ডালের মধ্যেই কাজটা সেরে নিলেন।অথবা রাত ১২টা,আড্ডা চলছে।ঘুমাতে যেতে চাইলেন।কিন্তু ঘুমাতে যেতে যেতে আপনার ২টা বেজে গেল।

___আপনি এখন মেসে আছেন



প্রিয়জনের সাথে আছেন।তবুও মানিব্যাগটার প্রতি মায়া হচ্ছে।

___আপনি এখন শপিংমলে



হাতে পর্যাপ্ত টাকা,ব্যাগেও প্রচুর স্পেস।তবুও আপনার মাথাটা গরম।

___আপনি এখন তরকারি বাজারে আছেন



আপনি এখন একটি বৈধ নেশায় মত্ত।

___আপনি এখন ফেসবুকে



কখনও হুররে,কখনোও ওহ শীট

___আপনি এখন বাংলাদেশের ক্রিকেট খেলা দেখছেন



আপনি ভাবছেন সব কথা পুরোপুরি ভাবে ঠিক না হলেও উপরের কথাটা একদম ঠিক।

__আপনি এই মাত্র লেখাটা পড়া শেষ করলেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৩

তিক্তভাষী বলেছেন: মনটাতে ভালোলাগার একটা অনুভূতি তৈরী হলো।

__ আপনি এখন নূর রবি-র ব্লগপোস্টে!!

২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

হাসান মাহবুব বলেছেন: হাহা! মজ পেলাম পড়ে। স্বাগতম ব্লগ অঙ্গনে।

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৪

নূর রবি বলেছেন: ধন্যবাদ আপনাকে।কারও মন ভালো হয়েছে আমার লেখা পড়ে জানলে মনটাতে অদ্ভুত খুশী সঞ্চারিত হয়। 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.