নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ দেখতে পছন্দ করি, এবং মানুষের গল্প শুনতে পছন্দ করি...
ব্যাংক থেকে বের হওয়ার পর দেখলাম, সিঁড়ির নিচে তিনজন ভিক্ষুক মিলে একজন ভিক্ষুকের সাথে ঝগড়া করছে...
দূর থেকে দেখে যা বুঝার চেষ্টা করলাম, তা হলো সম্ভবত ব্যাংকের সিঁড়ির নিচে নির্দিষ্ট সময়ে বসা নিয়েই এই দ্বন্ধ...
তিনজনের একজন বলে, কীরে তোর কী সময় জ্ঞান নাই? তোর নিচে বসার সময় ছিলো, সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত! কিন্তু তোর সেখানে সাড়ে ১১ টা বাজার পরও উঠার কোন খবর নাই! নিয়ম কী সব ভুলে গেলি?
নিচে বসা ভিক্ষুকের দাবী, আজকে সে বসছে পর্যন্ত সকাল থেকে তেমন কোন ইনকাম হয়নি। মাত্র ৩০ টাকা ইনকাম হয়েছে। রবিবার ব্যাংক খোলার দিন। দুইদিন পর ব্যাংক খুলছে, কোথায় ২০০/৩০০ টাকা ইনকাম হবে, কিন্তু তা না হয়ে হলো মাত্র ৩০ টাকা। এই ৩০ টাকায় তার ব্যবসার অনেক বেশি লস হয়ে গেলো। এই লস পোষাতে তার আরও কিছু টাকা ইনকাম করতে হবে! তবেই সে জায়গাটা থেকে উঠবে, নচেৎ সে একটুর জন্যও ছাড় দেবে না...
ঝগড়া চলছে মূলত এইটা নিয়েই।
একজন আরেকজনকে থ্রেটও দিচ্ছে, খুনাখুনি হয়ে যাবে বলে দিলাম...
আমি ভাবলাম একজন ভিক্ষুক সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বসছে ২০০/৩০০ টাকার টার্গেট নিয়ে!
তাহলে তার দিনশেষে ইনকাম কত হতে পারে!
এই হিসাব তো মেলাতে পারি না!
একটু দক্ষ অভিনয়ে সাধারণ মানুষকে কত সহজেই না বোকা বানানো যায়!
নয়ন বড়ুয়া
ফেব্রুয়ারি, ২০২৪
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৮
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সন্ধ্যা লিটন দা...
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৮
সোনালি কাবিন বলেছেন: অভিনেতা ভিক্ষুকদের কারণে অনেক সময় প্রকৃত ভিক্ষুকরা বঞ্চিত হয়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০
নয়ন বড়ুয়া বলেছেন: কাউকেই বিশ্বাস করিনা এখন। এত এত কাঁচা অভিনয় দেখে...
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০
নয়ন বড়ুয়া বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৯
মায়াস্পর্শ বলেছেন: সিন্ডিকেট এরা ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১
নয়ন বড়ুয়া বলেছেন: নিঃসন্দেহে। কাউকেই বিশ্বাস করিনা। সবাই বিভিন্ন দলের আওতাভুক্ত...
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: ভিক্ষুকদের ডিউটি রোস্টার পড়ে বেশ মজা লাগলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৩
নয়ন বড়ুয়া বলেছেন: হাহাহা। প্রথমে আমিও মজা পেয়েছিলাম। পরে একটা জিনিস ভেবে আফসোস করতে লাগলাম এই ভেবে যে, দেশে কত মানুষ কষ্ট না করেই ভিক্ষুবৃত্তিকে ব্যবসা বানায় রাখছে। একটু দক্ষ অভিনয়ের কারণে...
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯
আহলান বলেছেন: সত্যি মাঝে মাঝে খুব মেজাজ খারাপ হয়, কিন্তু ধর্মীয় অনুভূতির কথা ভেবে চুপ করে সহ্য করতে হয়। সেদনি রুপগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে একটা কাজে গেলাম। মনে হলো ভিক্ষুকের অফিসেই আমি গেছি। একজনের পর একজন। আসছেই তো আসছে। কেউ একজন বিরক্ত হয়ে কিছু্ বল্লেও তাকে তারা কথা শোনাতে ছাড়ে না। কি একটা মুসিবত। আবার কিছু ভিক্ষুক আছে তারা প্রাইভেট কার লক্ষ্য করে ভিক্ষা করে। আর কোন দিকে যায় না। ভাবে যে এদের কাছেই মাল কড়ি আছে। অথচ খেঁটে খাওয়া সাধারণ মানুষ গুলো কি দোষ করেছে? ভিক্ষুকদের মতো তাদের আয় অত বেশি হয় না। মাঝে মধ্যে ভেবে পাই না আমাদের কি করা উচিৎ কি করা উচিৎ নয় ....
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
নয়ন বড়ুয়া বলেছেন: তারাই ভালো আছে। টেনশন নাই। থাকার কোন চিন্তা নাই। লসের কোন চিন্তা নাই। পুজিহীন ব্যবসা। মাফ করেন বললেও অনেক সময় এদের কথার রষানোলে পড়তে হয়। আমাদের কোর্ট বিল্ডিং এ বেশ কয়েক জায়গায় কিছু সিন্ডিকেট একসাথে বসে ভিক্ষা করে। ওখানে রুলস হচ্ছে সর্বনিম্ন ১০ টাকা দিতে হবে। নচেৎ নেবে না। অনেকেই আগ্রহ নিয়ে এই সিন্ডিকেটটাকে দেখতে যায়। কেননা মানুষ নতুনত্ব পছন্দ করে। তাদের এই ট্রিকটা অনেকের পছন্দ হইছে জন্য অনেকেই যায়...
তো আপনি এখানে চিন্তা করে দেখেন, তারা কতটা সুখী মানুষ, যেখানে সর্বনিম্ন ১০ টাকা ধার্য করা হয়েছে। আর আমরা মানুষরা সেগুলো দেখতে যায়....
অবশ্য এখন ওদের ওখান থেকে ডিসির আদেশে নাকি তাড়িয়ে দিয়েছে।
এই ঘটনার কথা চিন্তা করেন, তারা কতটা সুখে অবস্থায় আছে। আর আমরা কী অবস্থায় আছি! তাই আমি সব ভিক্ষুককে ইগনোর করি। যেমন বিপদে পড়ুক, ফিরেও তাকায় না। দরকার হলে, কোনন এতিম খানায় দেবো, তবুও এদের একটা টাকাও দেবো না। বিশ্বাস করিনা এদের...
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৬
নয়ন বড়ুয়া বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। সুস্থ ও ভালো থাকুন। শুভ সন্ধ্যা...
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিন্ম মধ্যবিত্তদের চেয়ে ভিক্ষুকদের অবস্থা অনেক ভালো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৭
নয়ন বড়ুয়া বলেছেন: সেটাই তো মনে হচ্ছে। নাহলে সময় নির্ধারণ এই ঝগড়ার কোন কারণ দেখিনা...
অসংখ্য ধন্যবাদ, মন্তব্যের জন্য। সুস্থ ও ভালো থাকুন দাদা। শুভ সন্ধ্যা...
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
রানার ব্লগ বলেছেন: আসুন একটা কাজ করি ওই জায়গা টা ওদের কাছে লিজ দেই। ভালো লাভ হবে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩১
নয়ন বড়ুয়া বলেছেন: হাহাহ...
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
সোনাগাজী বলেছেন:
টাইপো:
কোন বয়সের, কি ধরণের ভিক্ষুকেরা বেশী ভিক্ষা পায়?
ইউনিভার্সিীট মেয়েরা ভিক্ষা দেয় কিনা?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৫
নয়ন বড়ুয়া বলেছেন: কোন বয়সের?
অতকিছু তো খেয়াল করিনি দাদা...
তবে বেশিরভাগ মধ্যবয়স্কই দেখি রাস্তায়...
কি ধরণের ভিক্ষুকেরা বেশী ভিক্ষা পায়?
প্রতিদিন রাস্তায় হাঁটলে যা চোখে পড়ে, তা হলো কারও কোন অঙ্গের সমস্যা হলে। উদাহরণ হিসাবে বলতে গেলে, বলতে হয় হাত কিংবা পায়ে ফেইক ব্যাণ্ডেজ ইত্যাদি টাইপ কৌশল ব্যবহার করলে, পঙ্গু না হয়েও, লাঠি ব্যবহার করতে দেখেছি। এরাই সম্ভবত বেশি টাকা পায়। কে জানে!
ইউনিভার্সিীট মেয়েরা ভিক্ষা দেয় কিনা?
কে জানে...
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশে সৎ ভাবে বেঁচে থাকা নিম্ন মধ্যবিত্তদের চেয়ে ভিক্ষুকদের অবস্থা ভাল। লিটন ভাই কথাটা সত্য বলেছেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫২
নয়ন বড়ুয়া বলেছেন: হুমম...
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪০
সোনাগাজী বলেছেন:
পরিস্কার কাপড়চোপড়ে সুশ্রী নারী ভিক্ষুক কেমন ভিক্ষা পেতে পারে?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫১
নয়ন বড়ুয়া বলেছেন: ওরকমও আছে। ওরকম ভিক্ষুক দেখতে পাবেন প্রায় বিভিন্ন বাস স্ট্যান্ডে। অমুক জায়গায় বাড়িতে টাকার অভাবে যেতে পারছি না, আপনি ৫০০ টাকা দিলে বাড়ি যেতে পারবো। এই কৌশলটা প্রায় দেখা যায় এখন। এবং এদের কথাবার্তা, পোষাক-আষাক দেখেও বুঝার উপায় নাই, এরা যে ফ্রট। সম্ভবত এদের ইনকাম বেশ ভালো।
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৯
ডঃ এম এ আলী বলেছেন:
ভিক্ষুক পর্যবেক্ষন ভাল লেগেছে ।
এর হাত হতে উত্তরন প্রয়োজন ।
নতুন চাকরীর জন্য অভিনন্দন ।
শুভেচ্ছা রইল
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৪
নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা।
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪১
মেঘবৃষ্টির গল্প বলেছেন: ভিক্ষা বানিজ্য এই দেশে বহু আগ থেকেই ছিলো। জায়গা দখল, স্টেশন, ফুটপাথ ভাড়া এসব তো ডালভাত।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১২
নয়ন বড়ুয়া বলেছেন: কখনও ওইভাবে খেয়াল করিনি...
আজ চোখে পড়লো...
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪২
জ্যাক স্মিথ বলেছেন: কিছু কিছু এলাকায় একজন ভিক্ষুক অনায়াসে দিনে ৪/৫ হাজার টাকা ইনকাম করে। এটা নিয়ে প্রথম আলোতে বেশ কয়েকবার পোস্ট হয়েছিলো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৯
নয়ন বড়ুয়া বলেছেন: বাপরে! বলেন কী! তাহলে তো এরাই বেশি সুখে আছে...
১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৪১
মিরোরডডল বলেছেন:
গতকাল আমার চাকরি হয়ে গেছে। আগামীকাল আমার জয়েনিং...
congratulations!
এবার কিন্তু নয়নকে গিটার বাজিয়ে একটা গান শোনাতে হবে
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৩
নয়ন বড়ুয়া বলেছেন: হাহাহ...
এই আর কঠিন কী! এইটা তো আমার প্রতিদিনের কাজের একটি...
গিটার বাজাতে বসলেই, মনের অজান্তেই মুখে গান চলে আসে...
আমার ধারণা আপনার কন্ঠ 'সাবিনা ইয়াসমিনের' মতন।
গান প্রিয় মানুষদের কন্ঠ এমন হয়, নিউটনের সূত্রের মত, এই সূত্র কোথায় জানি পড়েছিলাম...
শুভ সকাল...
১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:০৭
মিরোরডডল বলেছেন:
হা হা হা ......
ধারণা সম্পূর্ণই ভুল
আমি মোটেও সুকণ্ঠী না।
I've got husky vocal.
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১১
নয়ন বড়ুয়া বলেছেন: আপনাকে বড় বলে, বড় সে নয়, লোকে যাকে বড় বলে, বড় সে হয়...
আপনি গুণীর লক্ষণের প্রথম ধাপ পার করে ফেলেছেন
১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮
এম ডি মুসা বলেছেন: শুভ সকাল!
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২০
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সকাল দাদা...
১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ভিক্ষুকরা আমাকে অবশ্য অত জ্বালাতন করে না। ওরা হয়তো বুঝে আমার অবস্থা ওদের চেয়ে ভালো না ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৪
নয়ন বড়ুয়া বলেছেন: হাহাহ...
১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভিক্ষুকদের নিয়ে উপর মহল হতে ব্যবসা করে। কার কোন এলাকা তা ভাগ করে দেয়া হয়। অনেককে হাত পা কেটে এই ভিক্ষাবৃতিতে বাধ্য করা হয়। একবার টিভিতে দেখিয়েছিল।
শুভকামনা রইলো আপনার জন্য -------
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৬
নয়ন বড়ুয়া বলেছেন: বাংলা সিনেমা, হিন্দী সিনেমাতে প্রায় এমন দেখি। বাস্তবেও হয় দেখলাম। কি নির্মম চিন্তাধারা মানুষের।
১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পেশাদার ভিক্ষুকদের ভিক্ষা না দেয়াই ভালো। চাকরী হয়েছে আপনার তাই অভিনন্দন। কর্মজীবন ভাল কাটুক।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৭
নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা।
২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: ভিক্ষা বিষয়টাই আমার অপছন্দ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৮
নয়ন বড়ুয়া বলেছেন: আমারও বিরক্ত লাগে। কিন্তু মাঝে মাঝে এমন চাই যে, না দিয়েও পারি না...
২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৯
প্রামানিক বলেছেন: বর্তমান সমাজের বাস্তব চিত্র
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫
নয়ন বড়ুয়া বলেছেন: হুমম।
২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১ জন ভিক্ষুক ও ১ জন কাজের বুয়ার মধ্যে আমি কাজের বুয়াকে সালাম জানাবো।
কেননা, তিনি কাজ করে খান।
যিনি কাজ করে খান তিনি অবশ্যই অনেক বড় মাপের একজন মানুষ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫
নয়ন বড়ুয়া বলেছেন: নিঃসন্দেহে...
২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
দেশে নানান ধরণের চক্র আছে। ভিক্ষুকদেরও চক্র আছে। আর এই কারণে ভিক্ষুক বাড়ছে, তা না হলে ভিক্ষুক মুক্ত দেশ করা খুব কঠিন কাজ ছিলো না।
ধন্যবাদ, ভালো লিখেছেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫০
নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইজান। সুস্থ ও ভালো থাকুন সবসময়...
২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২১
সামিয়া বলেছেন: আমাকে এক ভিক্ষুক একবার নিজের পরিচয় দিয়ে বলেছিল যে সে ঐ জায়গায় সকালে ডিউটি করেনা, বিকেলে করে, ভিক্ষাকে যে তারা ডিউটি বলে সেদিন জেনেছিলাম বিষ্ময়ের সাথে।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৩
নয়ন বড়ুয়া বলেছেন: আমি একবার এক ভিক্ষুককে মাফ করেন বলেছিলাম, সেই ভিক্ষুকটা বলে, এই মাফ করেন বলে বলে আমি আপনার কাছে ১ লক্ষ টাকার মত পায়। বুঝেন অবস্থা আপা...
২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪০
সোনালি কাবিন বলেছেন: লেখক বলেছেন: আমি একবার এক ভিক্ষুককে মাফ করেন বলেছিলাম, সেই ভিক্ষুকটা বলে, এই মাফ করেন বলে বলে আমি আপনার ১ লক্ষ টাকার মত পায়। বুঝেন অবস্থা
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৯
নয়ন বড়ুয়া বলেছেন: এটা তো একটা বললাম, এরকম আরও হাজারও ঘটনা আছে। আমার কাছে বিরানী খাওয়া ভিক্ষুকও আসে মাঝে মাঝে...
এসেই বলে, স্যার বিরানী খাওয়ার জন্য টাকা দেন...
আরেকজন আসে, চা-বিস্কিট খাওয়ার জন্য...
এইসব গল্প বলতে গেলে, অনেক অনেক কাহিনী বের হবে...
লিখতে ইচ্ছে করেনা, তাই লিখি না...
নাহলে কতশত প্রতিদিন চোখের সামনে কত ঘটনা ঘটছে...
২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭
সাহাদাত উদরাজী বলেছেন: া হা হা
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যকথা বলেছেন নয়ন দা
অনেক শুভ কামনা রইল------