![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল কাঁটা ধন্য করে ....বদলে দেবো সবকিছু ,যতক্ষন আমি “আমার আমি” ততক্ষন সংগ্রাম,নিজেকে ছাড়া আর কাউকে করিনা সালাম (বিঃদ্রঃ এই ব্লগে আমার যা কিছু ছবি ও লেখা কোনকিছুই আমার অনুমুতি ছাড়া অন্য কোথাও কোনভাবে প্রকাশ করা যাবে না
কালের নিয়মে ক্লাসিক কেকের অনেক ভ্যারিয়েশন এসেছে|
লাইট‚ ডার্ক‚ ময়েস্ট।
ড্রাই‚ হেভি‚ স্পঞ্জি|
কয়েকটা নন-হালাল পপুলার ভ্যারিয়েশন হল
হ্যুইস্কি ডান্ডি:
খুব জনপ্রিয় হালকা ঝুরঝুরে এই কেকে থাকে কিসমিস‚ চেরি আর স্কচ হ্যুইস্কি|
অ্যাপল ক্রিম কেক:
এই কেক বানানো হয় আপেল এবং অন্যান্য ফল দিয়ে|
সঙ্গে দেয়া হয়
কিসমিস‚
ডিম‚
ক্রিম চিজ
আর হ্যুইপড ক্রিম|
তবে কেকের আসল মজা অন্যত্র|
সব চিলিং কেক ই বানানো হয় অনেক আগে|
অনেকে এক মাসের ও বেশি আগে কেক বানিয়ে এয়ার টাইট ক্যন্টেনারে উল্টো করে রেখে দেন|
এর পর প্রতি সপ্তাহে কেকের মধ্যে ঢালা হয় অল্প পরিমাণে ব্র্যান্ডি‚ শেরি বা হ্যুইস্কি|
বুঝতেই পারছেন এই ভাবে 'ফিড্' করা কেক স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে ওঠে জন্মদিন আসতে আসতে|
তাহলে? জানা হল তো জন্মদিন কেকের ইতিহাস?
এবার সবাই মিলে এনজয় করুন আজকের দিনটা দারুণ একটা জন্মদিন কেক সহযোগে|
২| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৮
হাবিব বলেছেন: কেক খাওয়া নিয়ে দেশ তুলপার
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০২১ সকাল ৮:১৮
শেরজা তপন বলেছেন: চিলিং কেকের বিষয়টায় নতুনত্ব পেলাম -বেশ