নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা কে সাদা বলুন। কালোকে কালো বলুন।

আমি এক জন মানুষ হতে চায়!

ডারক্‌জাসটিস

ডারক্‌জাসটিস › বিস্তারিত পোস্টঃ

সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির। হারিয়ে যেতে বসা এক অতীত।

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০





এই মন্দিরটি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনা বাড়িয়া গ্রামে অবস্থিত।আনুমানিক কয়েকশ বছর পুরনো হবে এই মন্দির। মন্দির টি নিয়ে অনেক উপকথা প্রচলিত আছে। তবে পুরো ইতিহাস জানা যায় না। এটুকু জানা গেছে যে এটি রানি রাসমনির সম্পত্তি ছিল। অযত্ন অবহেলায় এটি এখন প্রায় ধ্বংসের দিকে। শোনা যায় এক সময় একটা রহস্যময় মোটা শিকল মন্দির টির তিন তলা থেকে মন্দির টির সামনে অবস্থিত পুকুরে বাধা ছিল।



মন্দির এর ভেতরে আঙ্গিনার ছবি। সাংকেতিক ভাষার লিপি খোদাই করা।



এই সামনের দিকে একসময় অনেক টেরাকোটা বসান ছিল যা খুলে নিয়ে যাওয়া হয়েছে।



দোতলার ছবি।



শত বছেরর পুরান গাছ।এটি নিয়েও প্রচলিত আছে নানা গল্প।



উপরের গম্বজের ভেতরের অংশ।



এখানে এক সময় পাশা পাশি ৮ টি কোষ্ঠী পাথরের শিব লিংগ ছিল।



দোতলার গম্বুজ।



এটি পরে বানান নকল শিব লিংগ।আগের গুলো সব খোয়া গেছে।



যদি কেউ এটির বিস্তারি্ত ইতিহাস জানেন তবে দয়া করে জানাবেন। আশাকরি প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণ করে এর প্রকৃত ইতিহাস জানার সুযোগ করে দেবে।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২০

হামিদ আহসান বলেছেন: পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভ্রাতা...............

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩২

ডারক্‌জাসটিস বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ওদিকে গেলে দেখে আসতে ভুলবেন না।ঃ)

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

নাজনীন পলি বলেছেন: চমৎকার ছবিতে সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দিরকে তুলে ধরেছেন । কখনো ওদিকে গেলে দেখার ইচ্ছা রইলো ।

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

ডারক্‌জাসটিস বলেছেন: ধন্যবাদ।আফসোস যে এটি যদি বিশ্বের অন্য কথাও হত তাহলে এটিকে ঘিরে একটা পর্যটন স্পট হয়ে যেত :)

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২২

ঢাকাবাসী বলেছেন: আপনার সুবাদে অনেক অজানা তথ্য জানলুম, শেয়ার করার জন্য ধন্যবাদ। আমরা বড়ই নীচু প্রকৃতির জাতি, অতীতের জিনিস রক্ষার জন্য কিছুই করিনা।

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৯

ডারক্‌জাসটিস বলেছেন: আপনাকেও ব্লগ টি পড়ার জন্য ধন্যবাদ।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫১

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩০

ডারক্‌জাসটিস বলেছেন: ধন্যবাদ।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট ++++++++++

যে জাতি নিজেদের ঐতিহ্য ধরে রাখতে পারে না বা সংরক্ষণ করে রাখতে পারে না, তার জাতিগত অস্তিত্ব কতোটুকু থাকে কে জানে!

ভালো থাকবেন।।

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩২

ডারক্‌জাসটিস বলেছেন: ধন্যবাদ। সম্পূর্ণ ইতিহাস না জানতে পারার কারনে আপনাদের আরও তথ্য দিতে পারলাম না, আশা করি ক্ষমা করবেন।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




গুরুত্বপূর্ণ পোস্ট...

দেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর আলাদা গুরুত্ব আছে। ব্লগে এরকম পোস্টের অভাব বোধ করি।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৩

ডারক্‌জাসটিস বলেছেন: ধন্যবাদ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

ইমরান তপু-সরদার বলেছেন: মজার জায়গা, গেছি আমি। ধন্যবাদ।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

ডারক্‌জাসটিস বলেছেন: ধন্যবাদ।

৮| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৩০

নিরীহ বালক বলেছেন: ছবি দেখা যায় না কেন ?? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.