![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ রাব্বুল আলামিন এর অসংখ সৃষ্টি এর মধ্যে প্রতিটা সৃষ্টই শ্রেষ্ঠ । মানুষ সরবেপেক্ষা শ্রেষ্ঠ সৃষ্টি । আর মানুষ যে কারনে শ্রেষ্ঠ সেটা হল তার মন বা বিবেক আছে । মন এর সাথে কোন কিছুর তুলনা চলে না। মানুষ আজ বিজ্ঞান নিয়ে অনেক দূর গেছে। সারা পৃথিবী কে হাতের মুঠোই নিয়ে এসেছে। মানুষ এর আজও যত গুলো সীমাবোধ্যতা আছে তার মাঝে মন ই অন্যতমও । মন সৃষ্টি করার মতো ক্ষমতা হয়ত আমার নাই, তবে এটাকে বিশ্লেষণ করার একটা চেষ্টা করেছি মাত্র। একটা মন কখনই একটা নিরেট বস্তু নই, অনেক কিছুরই সমন্বয়ই একটা মন, যদি আমি মনকে একটা জীবন বা আলাদা সত্তা বলি তাহলে তাকে ভুল বলার কোন কারন দেখি না, কারন আমি মনে করি জীবনহীন মানুষ মৃত কিন্তু সমস্ত কাজের আদেশদাতা যদি মনই হই, তাহলে মন ছাড়া মানুষও কি মৃত নই, জীবন ছাড়া যেমন মানুষ হয় না তেমনি মন ছাড়া কি মানুষ আছে ? আমার মনে হয় না। মনের মাঝেই একটা মানুষের সব থাকে রাগ,ক্ষোভ, ঘৃণা , হিংসা, ভালবাশা, জিবতা ,সবই লুকায়ে থাকে, একটা মন কখনই একদিনে বেড়ে উঠে না, একটা মন একটা বীজ রুপে পৃথিবীতে আসে , একটা বীজ থেকে গাছ পেতে হলে যেমন পরিবেশের দরকার হই একটা মনকে বেড়ে উঠতে হলে অবশই তাকে একটা পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়, সন্তান খারাপ হয়ে গেলে বাবা মা সন্তানের দোষ দেন, কিন্তু একবারো ভাবেন না, শুরুটা যে তাদের হাত ধরেই হইছে , আমি মনে করি যে সমস্ত মন ছোট বেলা হতে মুক্ত পরিবেশে বড় হয়, তারা চঞ্চল প্রকৃতির , আর একটা চঞ্চল মন কখনই কাউকে ভালবাশার মতো ভালবাসতে পারে না,তারা অনেক সমস্যার সমুক্কিনন হয়। তবে তারা মানসিক ভাবে সুখি, কারন তাদের চঞ্চলতা তাদের সে বোধটাকে নষ্ট করে ফেলে। এধরণের মন গুলো সেচ্ছাচারী, জেদি,ভালমানসিকতার অধিকারী । আবার যারা কিছুটা বদ্ধ পরিবেশে বড় হয় , হইতবা যেভাবে সে চেয়েছে সেভাবে সে পাইনি, পাইলেও অনেক দেরিতে পাইছে সে সমস্ত মন গুলো একটু খোলামেলা কম হয় , এখানে সে একটু চাপা প্রকিতির হয়, সে অল্পতে অনেক খুশি, মনে চঞ্চলতা কম থাকাই সে নিজেকে সব কিছুরই সাথে মানানর ক্ষমতা থাকলেও অনেক ক্ষেত্রে সেটা হয়ে উঠে না, তাদের কিছু কষ্ট থাকে কিন্তু তারা সেটা জানে না, শতবার জিগ্যেস করেও সে কোন সঠিক ব্যাখ্যা দিতে পারবে না, তবে যারা অল্প আলোতে বসবাস করে তারা অধিক আলোতে অন্ধ হয়ে যাই, সে দিক থেকে তাদের কিছুটা নেতিবাচক ভাবপোশন করতে দেখা যায়, তবে তারা কাউকে অনেক ভালবাসতে পারে কারন তারা এটার গভীরে যেতে পারে। তাই একটা মনকে পরিপূর্ণ হওয়ার আগেই মনের বেপার গুলো বুঝতে হভে, মন দিয়ে মনকে বুঝতে হবে। রাগ, হিংসা, ক্ষোভ সবই মনের একটা অংশ মাত্র, সবারই পাপবোধ থাকে, তবে যারা এটাকে তুচ্ছ করে সে সব মন ই শুধুমাত্র খারাপ এর প্রতি ধাবিত হয়, মনের ভিতর অনেক গুলো প্রকোষ্ঠ থাকে, যেটাতে তোমাকে প্রশমিত করার উপাদান থাকে বলে আমি মনে করি, সে জন্য মানুষ অনেক কষ্ট পাওয়ার পর ও সেটা ভুলতে পারে, এটা দিয়ে সে তার আবেগকেও প্রশমিত করে, আমি আমার নিজের দিক থেকে কথা গুলো বললাম, আমার কাছে মনের ব্যাখ্যা এরকম মনে হইছে আমি কোন মনবিজ্ঞানি নই, সাধারন একজন, ভুল হইতে পারে, তাছাড়া আমি বাংলা লেখা ভাল ভাবে লিখতে পারি না, কারও কোন ব্যাখ্যা বা প্রশ্ন থাকলে জানাবেন।
Blood On Snow//
২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
ধুসর আলো বলেছেন: ভাই লজ্জা দিয়েন না, দয়া কইরা, আম্নেতেই লজ্জা সরম কম .।।।
৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
ধুসর আলো বলেছেন: ভাই লজ্জা দিয়েন না, দয়া কইরা, আম্নেতেই লজ্জা সরম কম .।।।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৯
স্বঘোষিত মিসির আলী বলেছেন: বহুত গিয়ানি হয়া গেছাও !!