![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্থ বেপারটা অনেক জটিল, এটা ব্যাখ্যা করা আমার কাছে স্পর্ধা ছাড়া কিছু নয়, যেহেতু আমি একজন বিজ্ঞান এর ছাত্র । অর্থই সবকিছু । একটা দেশ , একটা পরিবার, একটা ব্যাক্তি সবারই পরক্ষ চালক ওই অর্থ । আবার অর্থই সকল অনর্থের মূল । প্রতিটা দেশের একটা নিজস্ব অর্থ ব্যাবস্থা থাকে । এই অর্থের একটা প্রতিকৃতি থাকে, এটা দেশের সংস্কৃতি , ঐতিহ্য ও আবহমান অবস্থা তুলে ধরে , সেটা দেশের কোন বিখ্যাত ব্যাক্তির প্রতিকৃতিও হতে পারে । আমি আমার এইটুকু বয়সে অনেক কিছুই পরিবর্তন দেখলাম, খালেদার সময় এক জিনিসের এক নাম, তো হাসিনার সময় আরেক নাম । তারই ধারাবাহিকতা অর্থের উপর ও পড়বে এ আর নতুন কি ? চন্দ্রিমা উদ্যান এর নাম জিয়া উদ্যান হোক আর বিমান বন্দরের নাম যতই শাহাজালাল হোক, এতে গ্রামের অসহায় জনগনের কি বা যাই আসে, কারন তারা তাদের জীবিকার সাথে যুদ্ধে সবসময় যুদ্ধরত । কিন্তু অর্থের এই প্রভাব টা তাদের উপর ও পড়ে । কারন অর্থ বিশাল থেকে তৃনমূল পর্যায়ে ঘুরে ফিরে। কিন্তু শতভাগ শিক্ষা না হওয়াই এখনও অনেকে ছবি বা ছাপা দেখে মুদ্রা ব্যাবহার করেন, আর অন্ধদের তো আর বলার অপেক্ষাই রাখে না, কিন্তু আমি কিছু দিন ধরে লক্ষ করলাম, অশিক্ষত দের পাশাপাশি আমাদের তথাকথিত শিক্ষিতরাও একি ভুল করছে কারন আর কিছুই না, চেনা নোট আর চেনা অভ্যাস, কিন্তু দুটি চেনার একটা যে পরিবর্তিত হইছে তা অধিকাংশেরই মনে থাকে না । আমি কারন অনুসন্ধানে দেখলাম নোটের প্রতিকৃতি , তিনটা নোটেরই একই রকম অবস্থা শুধুমাত্র রঙের যে পরিবর্তন, তাছাড়া আর কিছুই নয়, কিন্তু অন্ধকারে বা অল্প আলোতে এটা ভুল না হউয়তটাই অস্বাভাবিক । কিন্তু অর্থ কি সবার না, যখন একজন ব্যাক্তি সারাদিন পরিস্রম করে ১০ টাকার নোট মনে করে ৫০ টাকার নোট টা দিয়ে আসে তখন তার অবস্থাটা কি হয়, একবার ভাবলে হইত অনেক কিছুই পাওয়া যাবে, অনেক স্বপ্নই হয়ত ঝাপসা হবে, কিন্তু তার কথা গুলো কি উপর তলার মানুষ গুলো ভাবে...। জানি ভাবে না......।এই প্রশ্নটা হয়তবা সবার কিন্তু উত্তর টা হইতবা কারও নয়, আমি জানি আমার এই কথা গুলো হইতবা কিছুই পরিবর্তন হবে না, হয়ত পরবর্তী সরকার এটা তার মত করে করে নেবে, কিন্তু জনগন ভুক্তভুগি থেকে যাবে ............।।
Blood on Snow///
©somewhere in net ltd.