নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উন্মাদ, আপনি কি স্বাভাবিক

ডেভিড গোমেজ

উন্মাদ

ডেভিড গোমেজ › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রদায়িকতার বীজ

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

ছোটবেলা থেকেই আমরা এই শিক্ষা পেয়ে বেড়ে উঠি যে
#১আমি খ্রিস্টান সুতরাং আমার নিজের দেশের পরেই হচ্ছে আম্রিকা ইস্রায়েল এর মত দেশ গুলো সব খ্রিষ্টান দেশ গুলো নয় যেগুলোর নাম বাপ চাচারা জানে আর কি।
#২আমি মুসলিম সুতরাং আমার ক্ষেত্রে আম্রিকা ইস্রায়েল হচ্ছে শত্রু আর সৌদি আরব, ইরান সহ অন্য মুসলিম দেশ গুলো বন্ধু, সব গুলো নয় কিন্তু অইযে যে দেশ গুলোর নাম বাপ চাচারা জানে
#৩আমি হিন্দু সুতরাং আমার জন্য ভারত

মজার বিষয় হচ্ছে এই #বিশ্বায়নের যুগে আমরা কেউই #self_dependent না তাই বিভিন্ন দরকারে বন্ধু দেশ শত্রু দেশ সব দেশেরই সাহায্য নিতে হয়। kfc আর cocacola কোথাকার কোম্পানি? USA আবার USA তেল পায় কই থাইক্কা? সৌদিআরব, সিরিয়া সবই মুসলিম দেশ, যাগো তেল ছাড়া চলে না আম্রিকা। কেবল টিভি দেখেন কার দৌলতে? হ্যাঁ আপনারই কিন্তু লাইন টাতো ইন্ডিয়ান... এত সস্তায় স্মার্টফোন কে দেয়? চায়না, বেশীর ভাগই তো বৌদ্ধ ?

আরে ভাই আমাগো বাপ চাচারা বীজ বুনতো আর খাইতো এত সব কিছু তাদের সময় ছিল না তাইতো তারা আমদের মাঝেও বীজ বুনে দিয়ে গেছে, #সাম্প্রদায়িকতার বীজ....
চোখের বিনিময়ে চোখ কনসেপ্ট এখন আর নাই রে ভাই... দিন বদলাইছে আমাদেরও বদলানো দরকার... আমি খ্রিষ্টান বলে আম্রিকা আমারে নিয়ে গিয়ে খাওয়াবে না, তেমন একজিন মুসলিম কে নিয়ে গিয়ে খাওয়াবে না সৌদিআরব, হিন্দুকে নিবে না ভারত, বৌদ্ধকে নিবে না চীন, আমাদের খাওয়া পড়া, মৌলিক নাগরিক অধিকার আমাদের দেশই দিবে, আর সেটা ভালভাবে তখনই সম্ভব যখন আমরা আগে বাংলাদেশী মূল্যায়ন করবো কোন ধর্মের সেটা নয়, হাজার হাজার মাইল দূরের অন্য দেশের কথা নয়।
#বি.দ্রঃ যেকোন ধরনের বাজে মন্তব্য প্রদানে অনুপ্রাণিত করা যাচ্ছে, যেহেতু নিজেকে প্রমান করার সম্পূর্ণ স্বাধিনতা আপনার আছে। ধন্যবাদ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

নিমগ্ন বলেছেন: পোস্তের মুল বক্তব্যে একমত। তবে আমাদের সাম্প্রদায়িকতা বাপদাদা শিখিয়েছে বললে পুরাই ৪২০ মার্কা কথা হবে। আমাদের চেয়ে বাপদাদার আমলে সাম্প্রদায়িক দাঙা হইছে বেশি?? নাকি আমাদের সময়ে বেশি হইতেছে??

যুগ যুগ ধরে একসাথে তাঁরা বাস করে আসছে আর এখন আপনে আইছেন বাপদাদার দোষ নিয়া। না?

আরে মিয়া নিজের বগলে আঙুল দিয়া দেখেন আগে। এরপরে ঐগুলা কইবেন। তবে বর্তমান বাপদাদারা ঠিকই হয়তো সাম্প্রদায়িক ভাবনা দিতেছে। এর থিকা বের না হওয়া ছাড়া উপায় নাই।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬

ডেভিড গোমেজ বলেছেন: পরিবার হচ্ছে সব শিক্ষার ভিত্তি, তাই এখানে বাপ দাদার কথা বলা হয়েছে পরিবারকে বোঝানোর জন্য

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

কলাবাগান১ বলেছেন: "আর সেটা ভালভাবে তখনই সম্ভব যখন আমরা আগে বাংলাদেশী মূল্যায়ন করবো কোন ধর্মের সেটা নয়, হাজার হাজার মাইল দূরের অন্য দেশের কথা নয়। "

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

মারুফ তারেক বলেছেন: এইটা পড়তে পারেন Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.