নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উন্মাদ, আপনি কি স্বাভাবিক

ডেভিড গোমেজ

উন্মাদ

ডেভিড গোমেজ › বিস্তারিত পোস্টঃ

আত্নাকে হত্যা থেকে আত্নহত্যা

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

মনুষ্য জাতি প্রকৃত পক্ষে যাকে সবচেয়ে বেশী ভালবাসে সে হচ্ছে তার নিজেকে।
তাইতো আজ পৃথিবীজুড়ে এত যুন্ধ, দ্বন্দ্ব, এত ঝামেলা কারন সে নিজেকে ভাল রাখতে চায়।
কিন্তু একবার ঠান্ডা মাথায় ভাবুন তাহলে যেই নিজের জন্য এতকিছু সেই নিজেকে মানুষ কেন হত্যা করে????
এই দুনিয়ায় এমন মানুষ খুজে পাওয়া কঠিন যে জীবনে একবারো আত্নহত্যা করার কথা ভাবেনি।
কারন, আত্নহত্যা তো নিজের দেহ কে হত্যা, আসলে কেউ না কেউ তো আগেই কোন না কোন ভাবে তার আত্নাকে হত্যা করেছে। কিন্তু দুঃখের কথা হলো মানুষ আত্নহত্যাকেই দেখে আত্নার হত্যাকে নয়, এই দুনিয়াতে দেহকে হত্যা করার বিচার হয় আত্নাকে হত্যার নয়।
অমূল্য জীবনের মূল্য তখন এসে দাঁড়ায় একটা দেয়াশলাই এর কাঠি অথবা একপাতা ঘুমের ওষুধ অথবা এক গজ দড়ি কিংবা অন্য কোন বস্তুতে
কেউ আত্নহত্যা করে মারা গেলে সবাই এসে কাঁদে, সমবেদনা জানায়। কিন্তু তার আত্নাকে হত্যার পরে কেউ আসেনা, কেঊ সমবেদনা দেখায় না যার ফলে সে আবার নতুন করে বাঁচার চিন্তা করবে। আত্নহত্যা কখনোই সমর্থন যোগ্য নয় কিন্তু আপনার একটুখানি সাহাযা হয়তো সেই মানুষ টাকে বাঁচার আশা দিতে পারে যে কিনা আত্নার হত্যার শিকার, মরে গেলে কেঁদে কি লাভ? পারলে সেই মানুষ টাকে বাঁচতে শিখান মরার আগে

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০০

মেহেদী হাসান শীষ বলেছেন: হ্যা ভাই আপনার কথা সঠিক আত্নহত্যাকে কেউ সমর্থন করেনা

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

মো: আতিকুর রহমান বলেছেন: ভাল লাগলো।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

জনম দাসী বলেছেন: নিজ আত্মাকে হত্যা করে যদি অন্য আত্মাদের শান্তি এনে দিতে পারে ক্ষতি কি। সুখিরা না হয় সুখেই থাক আর আত্মা হত্যা কারী লাশের মত বেঁচে থাক। এ জীবনে কারো কোন দায় নাই, ঠেকা নাই, হত্যা আত্মার পাশে দাঁড়ানোর। সমাজ বলে না কথা।ভাল থাকুন সব সময়।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

ডেভিড গোমেজ বলেছেন: জানি কারো দায় নেই হত্যা আত্নার পাশে দাঁড়ানোর, তবু আজ আপনি যদি দাঁড়ান কারো পাশে কাল আরএকজন ও দাঁড়াতে পারে কিন্তু সবাই যদি ভাবি যে কেঊ দাঁড়াবে না তবে তো কেউই দাঁড়াবে না,, #জনম দাসী

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

জনম দাসী বলেছেন: আমিতো আমার আত্মাকে হত্যা করেছি সেই পঁচিশ বছর আগে এখনো তো কেউ দাড়ায়নি পাশে... কি করে বুঝবো মানুষ দাঁড়াবে মানুষের পাশে। সহজ ভাবে সহজেরে ভালবেসে; কেউ দাড়ায় না তাই নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বললাম। ভাল থাকুন লেখক।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ২:৩২

রুদ্র জাহেদ বলেছেন: পুঁজিবাদী সমাজে বেঁচে থাকাটা অসাধারন ব্যাপার।জীবনতো একটি উপহার...ভাবতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.