নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেক মানুষের জীবনেই এমন কেউ আসে যাকে পেলে মনে হয় আমি পাইলাম ইহাকে পাইলাম.!।
যাকে পেলে মনে হয় পুরো পৃথিবী একদিকে আর সে মানুষটা আরেকদিকে। সে হইতো বা পৃথিবীর
সবথেকে সুন্দরতম মনুষ নয় কিন্তু তার দিকে তাকালে পৃথিবীর সকল সৌন্দর্য ভুলে যেতে হয় শুধু তাকে
ছাড়া। যাকে কাছে না পাইলে মনে হয় এই বুঝি হৃদকম্পন বাড়িতে বাড়িতে থামিয়া গেল। যার মুখের হাসি হয়ে
ওঠে কহিনূর এর থেকেও মুল্যবান যার চোখের জল হয়ে ওঠে নিজের রক্তের থেকেও দামী। যাকে বলা যায় সে আমার অর্ধাঙ্গী বা
অর্ধাংঙ্গ নয় সে আমার সম্পূর্ণতা।
জানি কথা গুলো পাগলামি মনে হচ্ছে। আসলে কাঊকে ভালবাসতে হলে একটু পাগল হওয়া দরকার আছে। পাগলামো ছাড়া ভাল লাগা হয় ভালবাসা হয় না।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
নিমগ্ন বলেছেন: কথা সইত্য