নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিফিনের দশ টাকা থেকে তিন টাকা
বাবার পকেট থেকে আরো বিশেক
মায়ের ভ্যানিটিব্যাগ থেকে কিছু অংশ
এই ছিল তোমায় দেয়া প্রথম উপহারের রহস্য।
হয়তো সে বয়সে অন্যায় একটু করেছিলাম
কিন্তু সেদিন ভালবাসা কিনেছিলাম
স্কুল শেষে সমস্ত ভীড় ঠেলে
তোমায় একটুক্ষন বেশি দেখবো বলে
কাজের বাহানায় ইনিয়েবিনিয়ে বন্ধুদের ফেলে
কলম কেনার টাকাটা রিকশাওয়ালাকে দিয়েছিলাম
কে জানতো সেদিনো ভালবাসা খুজেছিলাম।
মায়ের ফোনে লুকিয়ে কথা বলে
এইতো ভালোই দিন যাচ্ছিল চলে
হটাৎ কি কথায় তোমায় কাঁদিয়ে ছিলাম
তাতেই সেই কৈশোর মনের কোণে
ভীষণ এক দুঃখ গিয়েছিল জমে
চোখের জল তাই রক্তে ধুয়েছিলাম
কারন তোমায় কষ্ট দিয়েছিলাম
পড়া না করেও যে ছিল স্যারের কাছে নিয়মিত
সে কি আদৌ জানতো
স্যারের মার না খেয়েও কেন সেদিন লুকিয়ে কেঁদেছিলাম
হয়তো সেদিনো সবার মধ্যে তোমাকে খুজেছিলাম
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৩
ডেভিড গোমেজ বলেছেন: ধন্যবাদ
২| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৪
সায়ান তানভি বলেছেন: দারুন লিখেছেন, শুভ কামনা।
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৪
ডেভিড গোমেজ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৩
ইমরান রণ বলেছেন: চমৎকার!
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০
ডেভিড গোমেজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৯
ফারিহা নোভা বলেছেন: বাহ খুবই সুন্দর