নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

কী ধরনের প্রজন্ম তৈরি হচ্ছে বাংলাদেশে?

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫২


ফেসবুক , ইউটিউবের যুগে স্কুলের শিক্ষকরা আর কতটুকু নৈতিকতার শিক্ষা দিবেন? স্কুলের শান্ত, ভদ্র ছেলে বা মেয়ে ঘরে এসে ঢুকে পড়ে ইন্টারনেটের জগতে। মা বাবা আর কতক্ষণ চোখে চোখে রাখবে?

ইউটিউবে কমেডির নামে, আধুনিকতার নামে তৈরি করা চ্যানেলে ফ্রি মিক্সিং, অশ্লীল ইঙ্গিতপূর্ণ সাক্ষাৎকার দেখে মনে হয় না আমরা বাংলাদেশে আছি। মনে হয় না কোন মুসলিম দেশে আছি?

এক নায়িকা বলছে, মাশাআল্লাহ আমাদের ফিল্ম আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে আল্লাহর রহমতে! আরেক মেয়ে বলছে, দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সবসময় এভাবে লাইভে আসার মত সুস্থ রাখেন! কত বড় বেয়াদবি।

ফেসবুকে লাইভে অশ্লীল গালাগালি, কমেন্টস করা যেন ডাল ভাত। এদের পিতা মাতা হয়তো বা ফেসবুক দেখে না, ইউটিউব দেখে না। কিন্তু এদের ভাই বোনও কী দেখে না? ফেসবুকে যে মেয়েটাকে 'খানকি' বলা হলো, তার ভাই বোনের কাছে কেমন লেগেছে? যে মেয়েটাকে 'মাগী' বলা হলো তার ভাই বোনের কাছে কেমন লেগেছে? কখনো কী তাদের বাবা মার কাছে এসব ভিডিও যাবে না?

ছেলেগুলো কেন মেয়েগুলোকে গালি দিচ্ছে? মেয়েটাকে খারাপ লাগলে বয়কট করা উচিত। আবার মেয়েগুলোও কীভাবে এসব গালাগালিকে মেনে নিয়ে পাল্টা জবাব দেয়?

হঠাৎ করে যেন খুব দ্রুত আমরা একটা বেয়াদব প্রজন্ম পেতে যাচ্ছি। বাইরে থেকে দেখলে মনে হয় রক্ষণশীল একটা জাতি, কিন্তু ইন্টারনেটের জগতে সবাই যেন উদ্ধত।

ফেসবুক, ইউটিউবে এসবের দর্শক কারা? বেশীরভাগই স্কুল কলেজের শিক্ষার্থীরা। যে সময় তাদের ভালো মন্দ পথ বাছাই করার প্রক্রিয়ায় থাকে, সে সময় এসব দেখে তারা বিভ্রান্ত হয়। কারণ, ছেলেরা ২৩/২৪ এর পর চাকুরি নিয়ে, পরিবার নিয়ে চিন্তায় পড়ে যায়, দায়িত্ব এসে যায়। আর বেশীরভাগ মেয়েদের ২৪/২৫ - এ বিয়ে হয়ে যায়। ১৮ বছরের আগে কাউকে মোবাইল ব্যবহার আইন করে নিষিদ্ধ করা উচিত। সরকারের উচিত পর্ণো সাইট নিষিদ্ধ করা। যেসব ছেলে মেয়েরা ইন্টারনেটের দুনিয়ায় অশ্লীলতা, গালাগালি করে হিরো হচ্ছে তাদের সামাজিক ভাবে বয়কট করা।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:



সবাই একবার সবকিছুর স্বাদ নেবে, তারপর একদিন প্রতয়েকের পায়ে মাটি লাগবে।

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: একবার তো না। এটা তো নেশা। চরিত্র, নৈতিকতা চলে গেলে একটা জাতির আর কী থাকে?

২| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৬

আহা রুবন বলেছেন: আঠার বছরের পূর্বে কারও এনআইডি থাকে না তাই তার পক্ষে সিম ওঠানো সম্ভব নয়। তবে তারা সিম কোথায় পায়? দেখেন গিয়ে বাবা-মা-ই সিম যোগার করে দিয়েছে। এসব বন্ধ করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে।

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: শুরুটা তো করতে হবে অভিভাবক থেকে, এরপর রাষ্ট্রীয় ভাবে।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৭

ধ্রুবক আলো বলেছেন: এই জাতি কোন দিকে যাচ্ছে তারই ঠিক নাই আর প্রজন্ম শিখতেছে প্রযুক্তিকে কিভাবে অপব্যবহার করতে হয়! খুবই হতাশাজনক!!
অথচ অন্যদেশের ছেলে মেয়েরা প্রযুক্তিকে কতইনা ভালভাবে কাজে লাগাচ্ছে!!
ভাই লেখাটা খুব ভালো লাগছে, ধন্যবাদ.,,,

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: চীনকে আমরা গালি দেই নকলের জন্য। আমেরিকাকে আমরা গালি দেই অসভ্যতার জন্য। অথচ এসব দেশে ইন্টারনেট/স্যাটেলাইট নিয়ন্ত্রিত শিশু কিশোরদের জন্য। অভিভাবকরাও সচেতন আবার সরকারও সচেতন।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বেয়াদপ প্রজন্ম পেতে যাচ্ছি না, অলরেডি পেয়ে গেছি। এখন শুধু আরো নিচে নামার পালা।

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হুমম। পেয়ে গিয়েছি অলরেডি। পার্কে যাওয়া যায় না, বাসে , ট্রেনে পরিবার নিয়ে লজ্জা লাগে। এখনই সবার সচেতন হতে হবে।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪২

অন্তু নীল বলেছেন:
ডিজিটাল প্রযুক্তিতে জাতি আজ প্রেগন্যান্ট। তাই চারিদিকে ডিজিটাল পোলাপানের ছরাছরি।
অসুস্থ্য একটা সংস্কৃতির চর্চা করছি আমরা। অথচ প্রযুক্তির কি ভালো ব্যাবহারটাই না করতে পারতাম।

মাত্র দু'দিন আগে আমি এরকম ডিজিটাল কিছু পোলাপানের কান্ড কারখানা দেখে স্তম্ভিত হয়েছিলাম।
এর দায়ীত্ব বাবা মা'দেরকেই নিতে হবে।

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমিও ভাই জানতাম না। কিন্তু এতটা যে অধঃপতন হয়ে গিয়েছে ভেতরে ভেতর ভাবাই যায় না। কোথায় আমাদের অভিভাবকরা?

৬| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪০

ফ্রিটক বলেছেন:

balo post

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:
নিয়ন্ত্রিত প্রযুক্তি চাই!

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সময়ের দাবি।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: কারো কারো সানিলিওন আইডল।
বিশেষ করে আমাদের অনলাইন প্রত্রিকা গুলো।
রাত যত গভীর হয় তত সানিলিওনে খবর দেয়।

১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: প্রথম সারির পত্রিকাগুলোর ফেসবুক পেজেও এসব নিউজ বেশী দেখা যায়...

৯| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪

মার্কো পোলো বলেছেন:
আমাদের প্রজন্ম অনেক এডভান্স। যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের আচার, ব্যাবহার, সংস্কৃতি পরিবর্তন করে ফেলছে। সব প্রযুক্তির অপব্যবহার।

১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এ ক্ষেত্রে অভিভাবক ও সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৮

আনু মোল্লাহ বলেছেন: ভয়াবহ সমস্যা চিহ্নিত করেছেন। সকলের সচেতন হওয়া দরকার।
আপনাকে ধন্যবাদ জানাই।

১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: খুবই ভয়াবহ। নিজের সন্তানকে কী পরিবেশে বড় হচ্ছে সবার ভাবার সময় এসেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.