নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

মাফও চাই, দোয়াও করি...

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৪০



গত কয়েকদিন আগে মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতার জন্য বাংলাদেশী প্রতিযোগী বাছাই সম্পন্ন হয়েছে। এর আগেও বাংলাদেশ থেকে প্রতিযোগী গিয়েছিল ঐ প্রতিযোগীতায়। এবারই অবশ্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত অনুষ্ঠানের(বি এন পি থাকলে অনুমতি পেত কিনা সন্দেহ আছে) মাধ্যমে বাছাই করা হলো। যাই হোক, বিজয়ী নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিডি নিউজে বিজয়ীর একটা সাক্ষাৎকার পড়লাম। তার কিছু পয়েন্ট হলো -

জান্নাতুল নাঈম এভ্রিল: আমার কথা হলো, আমি যেহেতু হয়েই গেছি আর তো কিছু করার নাই। এখন আমাকে আপনাদের সাপোর্ট দেওয়া উচিত। আমার ভুলগুলো ধরিয়ে দিন। নিজেকে আরো ইমপ্রুভ করে বাংলাদেশের মান-সম্মানটা যেন রাখতে পারি। বাংলাদেশের মানুষের উচিত আমাকে ইন্সপায়ার করা। আমাকে নিয়ে সমালোচনা করা উচিত না।
আমার বেশ কিছু দুর্বলতা আছে। যেমন, খুব দ্রুত ইংরেজি বলতে গিয়ে গুলিয়ে ফেলি। আর বাংলা শুদ্ধ হয় না। একটা মানুষ তো সবকিছু নিয়ে পরিপূর্ণভাবে জন্মায় না। ইংরেজির কিছু কোর্স শুরু করেছি। আর বাংলায় কয়েকজন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। কাল থেকেই ক্লাস শুরু করব।
বিশ্বমঞ্চে গিয়ে আমাকে পারতেই হবে। আমি যেহেতু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, আমাকে পারতেই হবে। দেশের মান-সম্মান আমাকে রাখতেই হবে।
আমার বয়স যখন ষোল, তখন বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন। আমাদের চিটাগাংয়ে একটা নিয়ম আছে, মেয়েরা একটু বেশি সুন্দরী হলে সবাই বিয়ের প্রস্তাব নিয়ে আসে। বিয়ের জন্য ফ্যামিলিকে খুব বেশি ‘প্যারা’ দেয়। এটা চিটাগাংয়ের স্বাভাবিক ঘটনা।
তো আমাদের ক্ষেত্রেও তেমনটা ঘটে। ছোটবেলায় খুব সুন্দরী ছিলাম আমরা দুই বোন। প্রতিবেশীরা বাবাকে বলত, আপনাদের মেয়েকে বিয়ে দেন। এগুলোতে প্রভাবিত হয়ে বাবা রাজি হয়ে যান। আমাকে বিয়ের চাপ দেন। আমি খুব বেশি দুরন্ত ছিলাম। আমি নিজের মতো থাকতে চাইতাম। অল্প বয়সে বিয়ের প্যারার মধ্যে ঢুকে যেতে চাইনি। বাবার বিরুদ্ধে অবস্থান নিয়ে ওখান (চট্টগ্রাম) থেকে চলে আসি। আমি স্টাডি করব, নিজের ক্যারিয়ার গড়ব। এখন অ্যাকচুয়ালি বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
মা আমাকে নিয়ে সবসময় স্বপ্ন দেখতেন। আমার মা আমার সুপারউইমেন। যেখানেই বাধা পেয়েছি মা উৎসাহ দিয়েছেন।

view this link

আওয়ামী লীগ , বি এন পি যে কোন কর্মসূচীতেই বলে জনগণ তাদের সাথে আছে! অথচ কত জন তাদের সাথে আছে সেটা তারা কখনোই জানার বা বোঝার চেষ্টা করেন না। বিজয়ীও চিন্তা করলেন না তার সাথে বাংলাদেশের কতজন মানুষ আছেন। প্রথম কথা হলো, বাংলাদেশের বেশীর ভাগ মানুষই মিস ওয়ার্ল্ড-এর মত দেহ প্রদর্শনের প্রতিযোগীতায় দেশী প্রতিযোগী পাঠানোর বিপক্ষে। আপনি ওখানে গিয়ে হারেন বা জিতেন দেশের কিছু যায় আসে না। জিতলে বরং মুসলিম বিশ্বে একটু নাম খারাপ হবে। আপনার ভালোর জন্য আপনার পিতা বিয়ে দিতে চেয়েছিল বলে আপনার পিতা হয়ে গেল খারাপ, সম্পর্কই আর রাখলেন না আর আপনার মা আপনাকে নগ্নতার পথে অনুমতি দিয়েছে বলে সুপারওইমেন হয়ে গিয়েছেন। এটা কখনোই আবহমান বাংলার ঐতিহ্যের সাথে যায় না। তাই আপনাকে আমরা বাংলাদেশের প্রতিনিধি মনে করি না।

আপনার নামের সাথে জান্নাত যুক্ত আছে। প্রথম রানার আপের নামের সাথেও জান্নাত যুক্ত আছে। আপনাদের কাছে মাফ চাই। এই জগৎে থাকলে জান্নাতের দেখা পাবেন না। দোয়া করি এই জগৎ থেকে ফেরত আসবেন।

মন্তব্য ৪৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৫৮

স্বল্প বাঁধন বলেছেন: মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। সেখানে পশ্চিমা পোষাক আশাক পড়তে হবে, পশ্চিমা রীতির ইংলিশ বকতে হবে।আমার প্রশ্ন হলো সংস্কৃতিমনা(?) দের সংস্কৃতির ভরাডুবি কি এখানে হচ্ছেনা? তারা ভিন্ন সংস্কৃতির চর্চাকে কেন উৎসাহিত করছে!! আসলে সবই ভিসা পাওয়ার ধান্ধা!! আজ ভিসা প্রেম নাই বলে.......

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:০৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এগুলোতে সংস্কৃতি মনাদের কোন চিন্তা হয় না। তাদের চিন্তা হয় খালি বোরকা হিজাব বেড়ে গেলে।

২| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৪

রুহুল আমিন খান বলেছেন: এভ্রিল এটলিস্ট বিকিনি রাউন্ড পর্যন্ত যাবে এই প্রত্যাশা রইলো :P

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তার মা ফাইনাল রাউন্ড মা‌নে চ্যা‌ম্পিয়ন হওয়ার প্রত্যাশা কর‌ছে।

৩| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এভা‌বেই ধী‌রে ধী‌রে আমরা অসভ্য হব।

৪| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: যদি তিনি মিসওয়াল্ড হয়ে যান। তাহলে চালের দাম কি কমে যাবে? অথবা বাংলাদেশের কি কি উপকার হবে?

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তথ্যমন্ত্রীর ম‌তে দে‌শের সুনাম বাড়‌বে।

৫| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪২

যাযাবর রাজা রিটার্নস বলেছেন: এখানেও মুসলিম টানলেন?

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: না টান‌লেও চ‌লে আ‌সে। আচ্ছা অমুস‌লিমরা কি এটা‌কে সমর্থন কর‌ছে?

৬| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৫

বারিধারা বলেছেন: মিস ওয়ার্ল্ড হোক না না হোক, একটা মেয়ে নিজের সৌন্দর্য বিক্রি করে টাকা কামাই করার জন্য কিভাবে ফ্যামিলির সাথে যুদ্ধ করে এগিয়ে গেল, তা সংগ্রামী নারীদের জন্য ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যতে কোন এক সময় যৌনকর্মী পেশাকে চ্যালেঞ্জ হিসেবে নেবার জন্য কোন মেয়ে ফ্যামিলির রক্তচক্ষুকে উপেক্ষা করবে - সেই ভরসায় থাকলাম।

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সে‌দিন আর দূ‌রে নেই। অল‌রে‌ডি মে‌য়ে‌দের জন্য পুরুষ প‌তিতাল‌য়ের দাবী উ‌ঠে‌ছে।

৭| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৭

মলাসইলমুইনা বলেছেন: আমরা এগিয়ে যাচ্ছি -যেভাবেই হোক সেটাই সত্যি ! কারো কিছু বলার নেই | করার কিছু আছে কিনা, সেটাওতো মনে হয় না |

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমরা হয়‌তো ভে‌বে‌ছিলাম এসব আ‌রো দে‌রি‌তে হ‌বে কিন্তু অ‌নেক দ্রুত হ‌য়ে গেল।

৮| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৪

রুহুল আমিন খান বলেছেন: এভ্রিল আয়োজকদের ইচ্ছাতেই চ্যাম্পিয়ান হয়েছে বিচারকরা হিমিকে চ্যাম্পিয়ান হিসাবে মনোনিত করেছিলো

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আ‌য়োজক‌দের 'ইচ্ছা'‌তে। মে‌য়েটা‌কে নি‌য়ে আফ‌সোস হ‌চ্ছে।

৯| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৫

এডওয়ার্ড মায়া বলেছেন: এভ্রিল বিকিনি পড়লে ক্যামন লাগবে চিন্তা কর্তেছি !

০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপ‌নি দেশ‌প্রে‌মিক জনতা।

১০| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২

আল ইফরান বলেছেন: অন্ধকারের আবরনে আভরনকে ছুড়ে ফেলে আদিমতাকে বরণ করে নেয়াতেই তো সভ্যতার আসল সুখ !
আল্লাহ উনাদের সহীবুঝ দান করুক, আমীন।

০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হয়‌তো বা ধাক্কা খে‌য়ে এক‌দিন বো‌ধোদয় হ‌বে।

১১| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫২

ধ্রুবক আলো বলেছেন: রাজীব নুর বলেছেন: যদি তিনি মিসওয়াল্ড হয়ে যান। তাহলে চালের দাম কি কমে যাবে? অথবা বাংলাদেশের কি কি উপকার হবে?
রাজীব সবচেয়ে উপযোগী এবং দামি কথা বলেছে।

০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এটা য‌দি দে‌শের কর্তাব্য‌ক্তিরা বুঝত!

১২| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৯

ধ্রুবক আলো বলেছেন: বাংলাদেশের বেশীর ভাগ মানুষই মিস ওয়ার্ল্ড-এর মত দেহ প্রদর্শনের প্রতিযোগীতায় দেশী প্রতিযোগী পাঠানোর বিপক্ষে। আপনি ওখানে গিয়ে হারেন বা জিতেন দেশের কিছু যায় আসে না। জিতলে বরং মুসলিম বিশ্বে একটু নাম খারাপ হবে। আপনার ভালোর জন্য আপনার পিতা বিয়ে দিতে চেয়েছিল বলে আপনার পিতা হয়ে গেল খারাপ, সম্পর্কই আর রাখলেন না আর আপনার মা আপনাকে নগ্নতার পথে অনুমতি দিয়েছে বলে সুপারওইমেন হয়ে গিয়েছেন। এটা কখনোই আবহমান বাংলার ঐতিহ্যের সাথে যায় না। তাই আপনাকে আমরা বাংলাদেশের প্রতিনিধি মনে করি না। ।
- ভাই একেবারে আমার মনের কথা গুলো বলেছেন। আর কথা হলো এসব অনুষ্ঠান তৈরি করার অনুমতি রাষ্ট্রীয় ভাবে সরকার দেয় কিভাবে। আর যেসব পোশাক পড়ে তা তো কোনো শুদ্ধ ও ভদ্র পোশাক না। মেয়েদের কে বানানো হচ্ছে পণ্য আবার এই পণ্য হওয়ার জন্য এই মেয়ে গুলো কেমন উৎসাহী হয়?!। এ কোন যুগ!!??

০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এই অনুষ্ঠান নি‌য়ে নারীবা‌দি‌দের কোন প্র‌তিবাদ দেখলাম না। অথচ বোরকা হিজাব বে‌ড়ে গে‌লে তা‌দের চিন্তার শেষ থা‌কে না।

১৩| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১

ধ্রুবক আলো বলেছেন: আপনার নামের সাথে জান্নাত যুক্ত আছে। প্রথম রানার আপের নামের সাথেও জান্নাত যুক্ত আছে। আপনাদের কাছে মাফ চাই। এই জগৎে থাকলে জান্নাতের দেখা পাবেন না। দোয়া করি এই জগৎ থেকে ফেরত আসবেন।
সমগ্র জাতি, দেশের ইজ্জত ও নারীদের লজ্জা শরমের বারোটা বাজাইছে মুক্তমনা মানুষ গুলা। এরাই প্রকৃত শয়তান।

০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এদের বাহাদু‌রি দু‌নিয়া‌তেই। আ‌খিরা‌তে তা‌দের জন্য ক‌ঠিন শা‌স্তি অ‌পেক্ষা কর‌ছে।

১৪| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪

নীরদ অর্ণব বলেছেন: আমারে দুআ করেন । ভবিষ্যতে শিল্পপতি হলে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করতে চাই।

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:২৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দোয়া করি আপনি শিল্পপতি হোন। তবে এই জঘন্য কাজে কষ্টের টাকা খরচ যেন না করেন সেই কামনা করি।

১৫| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪

নীরদ অর্ণব বলেছেন: আপনাকে বিচারক হিসাবে পেতে চাই

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ছি ছি ছি আপনি এত খারাপ।

১৬| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৩

নীরদ অর্ণব বলেছেন: চান্স দিলাম, নিলেন না। পরে আফসোস করবেন।

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মাফও চাই, দোয়াও চাই।

১৭| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আস্তাগফিরুল্লাহ! নিজেকে পণ্য বানিয়ে কি মজা পায়!

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:৪২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মজাই মজা! তবে এই মজা সাময়িক। অলরেডি পচানো শুরু হয়ে গিয়েছে।

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:৩১

আরমান সাকিব বলেছেন: :| :| /:)

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ২:০৩

সচেতনহ্যাপী বলেছেন: খুব দ্রুত ইংরেজি বলতে গিয়ে গুলিয়ে ফেলি। আর বাংলা শুদ্ধ হয় না। =p~

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৪৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বাংলার জন্য নাকি শিক্ষক লাগবে আর সে নাকি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

২০| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: এজন্যই তো হাসতে হাসতে মন্তব্য করেছি :-/

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:২২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তার সাক্ষাৎকারই তাকে হালকা করে দিয়েছে।

২১| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু প্রতিনিধীত্ব বাংলাদেশের B:-/

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:২৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মনে হয় না। তাকে বাদ দেয়া হতে পারে। বিবাহিত ছিল।

২২| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:৩১

সোহানী বলেছেন: বিকিনি আর হাফ প্যান্ট পড়া ছবি আর মুভি দেখে আমাদের মেয়েরা ভাবছে এতে কি সুখ........ আরে ছাগল তোদেরকে যে বেচেঁ খাচ্ছে কের্পারেট বেনিয়ারা এটা তোরা বুঝিস না...............

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তারা মনে করে তাদের 'যোগ্যতা' দিয়ে তারা বিশ্ব জয় করবে। অথচ তারা যে একটা পণ্যতে পরিণত হচ্ছে সেদিকে খেয়াল নেই। উইম্যান চ্যাপ্টারও তো চুপচাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.