নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

আমাদের বুদ্ধিজীবিদের দেশ চিন্তা

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৭



আর ১ দিন পর নতুন বছর। বাংলাদেশের বয়স হবে ৪৭ বছর। একটা দেশ জন্ম নেয়ার পর এতগুলো বছরে সুশাসন আসার কথা। যে পরিমাণ প্রাকৃতিক আর মানব সম্পদ আমাদের আছে তাতে আমরা এতদিনে উন্নত দেশ হয়ে যেতে পারতাম। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া আমাদের সমসাময়িক হলেও তারা উন্নত দেশ হতে ২৫-৩০ বছরের বেশী সময় নেয়নি। একটা দেশ চালাতে গেলে সরকারের পাশাপাশি বুদ্ধিজীবি সমাজেরও অবদান রাখতে হয়। ৪৭ বছর পরও আমাদের বেশীরভাগ বুদ্ধিজীবিদের এখনও দেশ নিয়ে চিন্তা ধারা গুলো নিম্নোক্ত বিষয়গুলোর মধ্যেই ঘুরপাক খাচ্ছে -

* আমরা বাঙালী নাকি বাংলাদেশী
* ৭২-এর সংবিধান-এ ফেরত যাওয়া উচিত
* অসাম্প্রদায়িক বাংলাদেশ (সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে হাস্যকর আবদার) গড়া
* মুক্তিযুদ্ধের চেতনা (কী বলতে চায় পরিস্কার করে না। আর কয়জন মুক্তিযোদ্ধা এই চেতনা চায় তাও হিসাব করে না)
* প্যান্ট কেন টাখনুর উপরে, বোরকা হিজাব বাড়ছে কেন?
* টিপ আর শাড়ী না থাকলে বাঙালী নয়
* বিশ্ববিদ্যালয়ে কেন কথাবার্তায় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ব্যবহার বাড়ছে
* তিন ধারার শিক্ষা ব্যবস্থা কেন? (আসল কথা মাদ্রাসা ব্যবস্থা বন্ধ করা। কারণ, বাংলা বন্ধ করা যাবে না আর ইংরেজি বন্ধ করার তো প্রশ্নই আসে না। তো বাকী থাকে মাদ্রাসা শিক্ষা)
* উপজাতিদের অধিকার দেয়া হচ্ছে না। ওখান থেকে আর্মি সরানো হোক। (একই দেশে দুই নিয়ম করা!)

এই গুটি কয়েক বিষয় নিয়েই তাঁরা সভা, সেমিনার, টক শো করে যাচ্ছেন বছরের পর বছর। অথচ দেশ নিয়ে তাঁদের চিন্তা ধারা হওয়া উচিত ছিল নিম্নোক্ত বিষয়গুলোর উপর -

* কেন ধনী গরীবের এত পার্থক্য?
* কেন দুর্নীতিবাজদের শাস্তি হয় না?
* কেন ঘুষ বন্ধ হবে না?
* কেন ডাক্তার রা গ্রামে যাবে না?
* কেন প্রশ্ন ফাঁস রোধ করা যাবে না?
* কেন রাজধানীকে তিল তিল করে শেষ করা হচ্ছে?
* কেন ৩৫ বছর ধরে শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, কামাল হোসেন রা একই দলের সভাপতি থাকবেন?
* কেন বিশ্ববিদ্যালয় আর সরকারী চাকুরিতে কোটা সিস্টেম থাকবে?
* কেন এই অনলাইনের যুগে সবাইকে ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দৌড়াতে হবে (অবশ্য দ্রোনাচার্য যে ২/১ টা ভালো কাজ করেন তার মধ্যে সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটা পরীক্ষার জন্য চিন্তা করা একটা)?
* কেন বিমান, রেলওয়ে-তে লস হয়?
* কেন প্রভাবশালী মন্ত্রী, এম পি রা দোষ করলে শাস্তি পায় না?
* কেন এই যুগে ছাত্র রাজনীতির মত মাস্তান তৈরি করার একটা ব্যবস্থা এখনো বন্ধ করা হচ্ছে না?

আরো অনেক বিষয় যেগুলো যে কোন সভ্য দেশের উন্নতির জন্য জরুরী। কিন্তু না! আমাদের বুদ্ধিজীবিরা এসব বলবেন না। তাঁদের অনেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আবার অনেকেই বিদায়ের পথে। কিন্তু এই দেশকে নিয়ে তাঁদের চিন্তা ধারা সেই ৪৭ বছর আগের মতই রয়ে গেল।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চেতনা চেতনা করতে করতে,
দেশের কোন কোন বেদনা নিয়ে
করতে হবে আলোচনা,
সেই দিশা তারা পায়না।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কবরে চলে গেল আর আর যাবে তবু চেতনা আর চেতনা। এটা একটা ব্যবসা। ধন্যবাদ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:

শিরোনামে কি সামান্য ভুল আছে; আপনি কি লিখতে চেয়েছিলেন?

"আমাদের বুদ্ধিহীনজীবদের দেশ চিন্তা"

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অনেকে উনাদের বুদ্ধিবেশ্যাও বলে থাকেন। ধন্যবাদ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বুদ্ধিজীবি কারা?

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: প্রদীপ জ্বালিয়ে উত্তরীয় পরে যারা অনুষ্ঠান উদ্ভোধন করেন তারা হয়তো বা।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


তথাকথিত বুদ্ধিহীনজীবগুলো আসলে বাংলাদেশের কেন নন, এগুলো লিলিপুটের নন্দলালরা

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ আপনাকে। কিন্তু এই বুদ্ধিহীনজীবগুলো বাংলাদেশে খুব সম্মান পেয়ে থাকে। একটি বিশেষ দল আবার উনাদের দিয়ে দলের মতবাদ প্রচার করে থাকে।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫১

সচেতনহ্যাপী বলেছেন: এদের আয়-রোজগারের পথই যে এটাই!! সমাধান হয়ে গেলে যে তাদের আর ডাক পড়বে না।।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ঠিকই বলেছেন। এ জন্য এই ব্যবসা থেকে বের হতে পারছে না। দেশ গোল্লায় যাক, তাঁরা পড়ে থাকবে তাঁদের 'চেতনা' নিয়ে। ধন্যবাদ।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪১

জ্ঞান ক্ষুধা বলেছেন: বুদ্ধিজীবি আর সুশিল সমাজ এ দুয়ে আমাদের সোনার বাংলা

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এরাই সোনার বাংলার একমাত্র এজেন্ট।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৬

আটলান্টিক বলেছেন: মগজহীন বুদ্ধিজীবী।আমাদের দেশে একনায়কতন্ত্র দরকার ছিল।যদি এখনো একনায়কতন্ত্র কার্যকর হয় তাহলে ২০৫০ সালে আমরা উন্নত বিশ্বে পরিণত হতাম।বুদ্ধিজীবিরা তাদের ভাঙা রেকর্ড চালিয়ে যাচ্ছে যার মানে তারা নিজেরাই জানে না

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মন্দ ব‌লেন‌নি। এত বছর চ‌লে যাওয়ার পরও উনারা এখ‌নো বাঙালী, বাংলা‌দেশী, রবীন্দ্রনাথ নি‌য়ে ‌সে‌মিনার ক‌রেন।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: শুনতে পেলুম পোস্তা গিয়ে -তোমার নাকি মেয়ের বিয়ে ?
গঙ্গারামকে পাত্র পেলে ? জানতে চাও সে কেমন ছেলে ?
মন্দ নয় সে , পাত্র ভালো - রং যদিও বেজায় কালো,
তার ওপরে মুখের গঠন- অনেকটা ঠিক পেঁচার মতন |
যাহোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে ?

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমা‌দের বু‌দ্ধিজী‌বিরাও নি‌জে‌দের চেতনা এভা‌বে আমা‌দের উপর চাপায়। ধন্যবাদ।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ঠিকই বলেছেন।চিন্তা চেতনায় পরিবর্তন প্রয়োজন।কিন্তু ওনারা কি সেটা বোঝেন না?

০১ লা জানুয়ারি, ২০১৮ ভোর ৬:১২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বো‌ঝেন। কিন্তু তা‌দের ব্যবসা বন্ধ হ‌য়ে যা‌বে তাই ভাঙা রেকর্ড বা‌জি‌য়ে যায়। ধন্যবাদ।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৯

সৈয়দ ইসলাম বলেছেন: আমাদের বুদ্ধিজীবীরা খুবই সুকৌশলে ব্যাংকিং শিখছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:১৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: নিজেদের একাউন্টটা এ কারণে ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.