|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
মুখের রোজা
রোজা শুধু উপোস থাকা নয়। হাত, পা, চোখ, মুখেরও রোজা আছে। বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা খারাপ। বিশেষ করে কাপড় ব্যবসায়ীদের। ১১ মাস তেমন ব্যবসা না হলেও এই ১ মাসে তারা সারা বছরের ব্যবসা করে থাকে। আবার বাংলাদেশের বেশীরভাগ ব্যবসায়ীরা মিথ্যা কথা না বলে কিছু বিক্রিও করে না! এখন ব্যবসায়ীদেরই সিদ্ধান্ত নিতে হবে রোজা রেখে মিথ্যা কথা বলে গুনাহ কামাই করবে নাকি ১ মাসের বিক্রির ফায়দা উঠাবে। যদিও রোজা ছাড়াও মিথ্যা কথা বলা নিষেধ আছে ইসলামে তবুও রোজার কারণে আরো বেশী সতর্ক হওয়া ভালো।
চোখের রোজা
ঈদের সময় যারা(পুরুষ) কেনাকাটা করবেন তারা রোজা রেখে কেনাকাটা করার জন্য অভিজাত বিপনী বা শোরুমে(আড়ং, ইয়েলো, নাবিলা) না যাওয়াই ভালো হবে। কারণ, এসব জায়গায় মেয়েরা রোজার সময়ও ধর্মীয় ভাব গাম্ভীর্য সম্পন্ন পোশাকে থাকে না(বেশী কিছু বলা যাবে না)। কাজেই তখন স্বাভাবিকভাবেই চোখের রোজাতে ব্যাঘাত ঘটতে পারে। যদিও রোজা ছাড়াও ইসলামে সংযম হতে বলা হয়েছে তবুও রোজার কারণে আরো বেশী সতর্ক হওয়া ভালো।
ধর্ম যার যার, ইফতার সবার
বাংলাদেশে সুবিধাবাদী মুসলিমরা অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে ফায়দা কিংবা ফূর্তি করার জন্য বলে থাকে, "ধর্ম যার যার, উৎসব সবার"। সৌদি আরব, কাতার, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইফতারিতে ফ্রি বিরিয়ানি, খ্যাপসা, চিকেন, মাটন, জুস, লেবানের জন্য যেভাবে অমুসলিমরা লাইন ধরে বসে ইফতার করে তাতে তাদের নীতি মনে হয় "ধর্ম যার যার, ইফতার সবার"। ইদানিং তাদের জাকাত/ফিতরা দেয়ার লাইনেও দাঁড়াতে দেখা যায়।
 ১৬ টি
    	১৬ টি    	 +০/-০
    	+০/-০  ৩১ শে মে, ২০১৮  রাত ২:৩০
৩১ শে মে, ২০১৮  রাত ২:৩০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
২|  ৩১ শে মে, ২০১৮  রাত ২:৫৯
৩১ শে মে, ২০১৮  রাত ২:৫৯
চাঁদগাজী বলেছেন: 
"চোখেরও রোজা" আছে? আপনারা আসলে "মানুষ" ডেফিনেশনের বাইরে চলে গেছেন। মানুষ সব সময় অন্য মানুষকে আগ্রহভরে দেখেন, এটা স্বাভাবিক।
  ৩১ শে মে, ২০১৮  রাত ৩:০৩
৩১ শে মে, ২০১৮  রাত ৩:০৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ইসলাম মানলে চোখেরও রোজা করতে হবে।
৩|  ৩১ শে মে, ২০১৮  ভোর ৪:৪০
৩১ শে মে, ২০১৮  ভোর ৪:৪০
চাঁদগাজী বলেছেন: 
লেখক বলেছেন, " ইসলাম মানলে চোখেরও রোজা করতে হবে। "
-ইসলামে ফেরেশতাদের সংখ্যা বাড়ছে! ফেরেশতারা খায় না, বিয়ে করে না, কারো দিকে  তাকায় না। আসলে, ম্যাঁওপ্যাঁও কমায়ে দেন।
  ৩১ শে মে, ২০১৮  ভোর ৬:৪২
৩১ শে মে, ২০১৮  ভোর ৬:৪২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৪|  ৩১ শে মে, ২০১৮  সকাল ৯:৫২
৩১ শে মে, ২০১৮  সকাল ৯:৫২
রাজীব নুর বলেছেন: পুরোনো কথা বার্তা যদিও, তবু বলব ভালো লিখেছেন।
  ৩১ শে মে, ২০১৮  বিকাল ৫:২৫
৩১ শে মে, ২০১৮  বিকাল ৫:২৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মাঝে মাঝে স্মরণ করিয়ে দিতে হয়। ধন্যবাদ।
৫|  ৩১ শে মে, ২০১৮  সকাল ১১:৪২
৩১ শে মে, ২০১৮  সকাল ১১:৪২
ব্লগার_প্রান্ত বলেছেন: ছবিতে একটা বাবু আপনার দিকে তাকিয়ে আছে।
  ৩১ শে মে, ২০১৮  বিকাল ৫:২৬
৩১ শে মে, ২০১৮  বিকাল ৫:২৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপনার দিকেও!
৬|  ৩১ শে মে, ২০১৮  সকাল ১১:৪৬
৩১ শে মে, ২০১৮  সকাল ১১:৪৬
লাবণ্য ২ বলেছেন: সুন্দর লিখেছেন।
  ৩১ শে মে, ২০১৮  বিকাল ৫:২৬
৩১ শে মে, ২০১৮  বিকাল ৫:২৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৭|  ৩১ শে মে, ২০১৮  দুপুর ২:৫৩
৩১ শে মে, ২০১৮  দুপুর ২:৫৩
কথার ফুলঝুরি! বলেছেন: রোজা সংযমের মাস। তাই সবকিছুতেই সংযম প্রয়োজন।
  ৩১ শে মে, ২০১৮  বিকাল ৫:২৭
৩১ শে মে, ২০১৮  বিকাল ৫:২৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অবশ্যই। ব্যবসায়ীর মনে হয় এই মাসেই বেশী মিথ্যা কথা বলে!
৮|  ০২ রা জুন, ২০১৮  রাত ১:৪৬
০২ রা জুন, ২০১৮  রাত ১:৪৬
হবা পাগলা বলেছেন: রমজান মাসে ব্যাবসা করে খাদ্য এবং পোশাক ব্যবসায়ীরা, আর রমজান শেষে ব্যাবসা করে ডাক্তাররা।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।
  ০২ রা জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:০০
০২ রা জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:০০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। লিখতে থাকুন।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৮  রাত ২:২৭
৩১ শে মে, ২০১৮  রাত ২:২৭
কাইকর বলেছেন: সুন্দর বলেছেন