নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

আফসোস! জীবিত থাকতে তোমরা কিছুই করতে পারনি তার!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০



বাংলাদেশ তথা বিভিন্ন দেশের আইন অনুযায়ী ফাঁসির আসামীকে ফাঁসীর পূর্বে নিজ নিজ ধর্মবিশ্বাস অনুযায়ী শেষ বারের মত সৃষ্টিকর্তার কাছে মাফ চাওয়ার সুযোগ দেয়া হয়। দুনিয়ার আইনে তার সাজা কার্যকর হলেও যেন এই শাস্তির বিনিময়ে সে পরকালীন মুক্তি পায় এ কারণে।

দুনিয়ার আইনে এক ব্যক্তি ১০০ খুন করলেও তাকে ১ বার মৃত্যুদন্ডের চেয়ে আর বেশী সাজা দেয়া যায় না। তাই যখন তার মৃত্যু হয় তাকে তার ধর্মবিশ্বাস অনুযায়ী সমাহিত করা হয়। সমাহিত করার পর আর কোন শাস্তি দেয়া সম্ভব নয়। যে কারণে অনেক অপরাধ করেও শুধুমাত্র মৃত্যুর কারণে অনেক বড় বড় মামলা থেকে মৃত ব্যক্তিকে অব্যাহতি দেয়া হয়।

কে কার ব্যক্তিগত কবরে কী লিখবে এটার দায়িত্ব কি ছাত্রলীগ নিয়েছে? বাংলাদেশের সংবিধানে 'শহীদ' লেখা বিষয়ে কোন আইন আছে? মৃত ব্যক্তির কবরের সামনে জিয়ারত ছাড়া অন্য বক্তব্য, আস্ফালন, শো ডাউন, হুড়াহুড়ি, ভিডিও করা কি ইসলাম সমর্থন করে? ছাত্রলীগের কেউ কবরে যাবেনা কখনো?

আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে চাইছে না পরবর্তী পরিণতির কথা ভেবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সবচেয়ে বেশী অসুবিধা হবে ছাত্রলীগের। কারণ, এরা বয়সে তরুণ এবং এদের বিপক্ষ দলের কর্মীরাও তরুণ। আওয়ামী লীগের উপরের দিকের নেতারা না হয় পালিয়ে বিদেশ চলে যাবে। কিন্তু এই ছাত্রলীগ নেতারা কোথায় পালাবে? তারা তো ক্যাম্পাসে থাকতে পারবে না। জানি না কত মায়ের বুক খালি হবে এই হিংসার বীজ বপনের কারণে।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

বলেছেন: এই প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই হবে কিছু কুলাংগার

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এগুলো ভাল উদাহরণ নয়। এই দিন দিন নয় আরো দিন আছে।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

হাবিব ইমরান বলেছেন: গ্রাম্য প্রবাদ -
ছাগল লাপায় খুঁটিরজোরে। এদের অবস্থাও এখন সেরূপ। :D
আর বেশি কিছু বলবো না। বললে হয়তো আমিও তাদের কাছে খারাপ হয়ে যাবো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধরাকে সরা জ্ঞান কারীরা বেশীদিন জুলুম করতে পারে না।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
একজন যুদ্ধাপরাধী, দেশবিরোধী খুনি, ধর্ষক, তদুপরি একজন চিহ্নিত হোমোসেক্সুয়াল কে বন্দনা করার কিছু নেই।
হিন্দু সম্পত্তি দখল অর্জন ছাড়া স্বাধীন বাংলাদেশে তার কোন অবদান নেই।
কোন গ্রাউন্ডেই সে শহিদ নয়।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

উদাসী স্বপ্ন বলেছেন: সালাউদ্দিন কাদেরেরমতো দেশদ্রোহী মদ্যপ গডফাদারকে শহীদ বলাটা অপমান জনক! এখন আপনি বলতে পারেন সে মদখোর ছিলো আমি কিভাবে জানলাম অথবা গডফাদার?

কবে দেশদ্রোহী ব্যাপারটা ওপেন সিক্রেট। তার নিজের পিতা ফকা দেশ স্বাধীন হবার পর নিজের কবরে পাকিদের পতাকা ওড়ানোর কথা সন্তানদের ওসিহত করছেন।

যাই হোক, পোস্টে দেখি অনেক রাজাকারের আগমন!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তার কবরে শহীদ লেখাটা কোন দলের বিষয় নয়। তার পরিবারের সদস্য বা অনুসারীদের বিষয়।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ কে কার ব্যক্তিগত কবরে কী লিখবে এটার দায়িত্ব কি ছাত্রলীগ নিয়েছে? বাংলাদেশের সংবিধানে 'শহীদ' লেখা বিষয়ে কোন আইন আছে?


আপনাদের লজ্জা লাগেনা রাজাকারের সাফাই গাইতে?
ছাত্রলীগ কেন, একজন সাধারণ নাগরিক হিসেবে রাজাকারের কবরে "শহীদ" লেখার তীব্র বিরোধীতা করছি। মানুষ হিসেবে সবারই ছোটখাট ভুল থাকে। কিন্তু এই লোকের অপরাধ ক্ষমাহীন। সে কত সাধু ছিল উইকি দেখুন...

তার বিরুদ্ধেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকর্তৃক আনীত অভিযোগগুলোর মধ্যে কিছু হলঃ[৪][১৮]*

.১৯৭১ সালের ৪-৫ই এপ্রিল সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের ৭ জনকে অপহরণ ও এর মধ্যে ৬ জনকে হত্যা করেন।
*.১৯৭১ সালের ১৩ই এপ্রিল রাউজানের মধ্য গহিরা হিন্দু পাড়ায় পাকিস্তান সেনাবাহিনীর সাথে গণহত্যা
*.১৯৭১ সালের ১৩ই এপ্রিল কুন্দেশ্বরী ওষুধালয়ের মালিক নতুন চন্দ্র সিংহাকে হত্যা।

*.পাকিস্তান সেনাবাহিনীর সাথে মিলে ৩২ জনকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া ও ধর্ষণের অভিযোগ
*.১৪ই এপ্রিল সতিশ চন্দ্র পালিত হত্যা, তার বাড়িতে আগুনও পরিবারের সদস্যদের ধর্মান্তরে বাধ্য করা।
*.পাকিস্তান সেনাবাহিনীর সাথে মিলে বোয়ালখালির শাখাপুর হিন্দু অধ্যুষ্যিত অঞ্চলে হামলা ও ৭৬ জনকে হত্য।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এখানে তার অপরাধের ব্যপারে লেখা হয়নি। তাছাড়া তার শাস্তিও সরকার তাকে দিয়েছে।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @হযরত উমর (রাঃ)-এর পুত্রের বেলায় তিনি পুত্রের কবরের উপর সাজার বাকী দোররা শেষ করেন। এটা প্রতীকি ব্যপার ছিল।

কত আর চটকদার ভুল কহিনী চালাবেন? নেট ঘেঁটে দেখুন...

৬. উমার(রা) কর্তৃক নিজ পুত্র আবু শাহমাকে দোররা মারাপ্রচলিত আছে যে, উমার(রা) তাঁর নিজ পুত্র আবু শাহমাকে ব্যভিচারের অপরাধে ১০০ বেত্রাঘাত করেন। এতে সেই পুত্রের মৃত্যু হয়। এই ব্যভিচার উদঘাটন, স্বীকারোক্তি, শাস্তি, পিতা-পুত্রের কথাবার্তা ইত্যাদি নিয়ে লম্বা চওড়া কাহিনী বলা হয়, যা শুনলে সাধারণ শ্রোতাগণের চোখে পানি আসে। মুহাদ্দিসগণ একমত যে, এগুলি ভিত্তিহীন মিথ্যা গল্প। ইবনুল জাওযী বলেন, “সাধারণ শ্রোতাগণকে কাঁদানোর জন্য জাহিল ওয়ায়িজগণ এগুলি বানিয়েছে।”(ইবনুল জাওযী, আল মাউদূআত ২/৪৪২)।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ঠিক আছে ওটা মুছে দিব। ধন্যবাদ।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ওকে।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

রসায়ন বলেছেন: ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড ! =p~ অনেক দিন পর ব্লগে ছাগু পাওয়া গেল /:)

সাকা চৌধুরী কোন বা*টা ফেলেছে যে শহিদ হয়ে গেলো ? এরকম একটা রাজাকার কিভাবে শহীদ ট্যাগ পায় !

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এজন্য কবরে গিয়ে অসম্মান করতে হবে?

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @লেখকবলেছেন: এখানে তার অপরাধের ব্যপারে লেখা হয়নি। তাছাড়া তারশাস্তিও সরকার তাকে দিয়েছে।

এত আকাম করার পরেও কেউ শহীদ হয় কীভাবে? ওর পরিবারের কাছে এর ব্যাখ্যা চাওয়া দরকার। সালাদের নামে কেস করা দরকার।X(
(আমি ধর্ষন করে, মরার পর শহীদ ট্যাগ লাগাবো। মানুষ আমাকে চুমা খাবে??X()


ওর শাস্তি কম হয়ে গিয়েছে। লজ্জা থাকলে মরার আগেই মানুষের কাছে ক্ষমা চাইতো। বান্দার হক কথাটা শোনেন নাই?

ভুল হলে মানুষ ক্ষমা চায়। ওই সালা চেয়েছে??

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: রাষ্ট্রপতির কাছে চায়নি। আল্লাহর কাছে চাওয়ার কথা।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @লেখকবলেছেন: রাষ্ট্রপতির কাছে চায়নি। আল্লাহর কাছে চাওয়ার কথা।
দুটোই ঠিক করেছে কিন্তু বড় একটা কাজ করে নি।
(আমি আপনাকে বুঝেতে পারছি না/নাকি আপনি কানাবগী সেজে আছেন??)

রাষ্ট্রপতি ক্ষমা করার কে? আমি আপনার বাপকে খুন করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে হবে?? আপনি যে বাপ ছাড়া সারা জীবন কাটালেন, আমি কি আপনার কাছে গিয়ে পকেটে কটা টাকা দিয়ে বলেছি, "ভুল করেছি বাপ, আমাকে তুই মাফ কর"??
আমাকে সবাই জুতার বাড়ী মারবেনা তো স্যালুট করবে??


রাজাকারের সাফাই গাইবেন না। নাকি আপনি তাদের দলে?? X(

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমি বিএনপি'র দলে।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: রাজাকারের জন্য মন কাঁদে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনি রাজাকার ছিলেন না। রাজাকার তালিকায় উনার নাম ছিল না।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১

পিকো মাইন্ড বলেছেন: এইসব কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগের সওয়াব হবে নাকি গুনাহ হবে- চিন্তার বিষয়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কবরের সামনে গিয়ে এসব করলে সওয়াব হওয়ার সম্ভাবনা নেই।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: এই জন্যই তো তোফায়েল আহমেদ বলেছেন- প্রথম দিনের এক লক্ষ লোক মারবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যে কুকর্ম করেছে তাতে ভয় আছে ওদের।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লেখকবলেছেন: আমি বিএনপি'র দলে।

আপনি যেই দলেই হোন। সাকাকে শহীদ বলা মানে ৩০লক্ষ শহীদকে অপমান করা।

আমার ছোট নানা মুক্তিযোদ্ধা ছিল(খাঁটি)। ২০-২২ বছর আগে মারা গিয়েছে। তার করবে শহীদ লেখা নেই, আর রাজাকার লিখবে শহীদ। তাও আবার মানুষ তার সাপোর্ট করবে??
কি কলিযুগ আইলো মাইরি!!!!


কবরের পোস্টার ছিড়েছে ভালো করেছে। ওটা তো আর কনক্রিট না, যে কবরের অসন্মান হবে।।
http://www.newsbangladesh.com/details/82087


বিএনপির বুদ্ধি আসলেই হাঁটুর নীচে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.