নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

কিছু সাংবাদিক নির্লজ্জ, বেহায়া, মগজহীন, লিলিপুটিয়ান।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১

এত বার বলা হচ্ছে এদের এত তেল দিয়েন না। এদের এত উপরে তুলবেন না। তবুও এই নিকৃষ্ট সাংবাদিকগুলো কথা শুনছে না। বিশ্বকাপ জিতেনি, এশিয়া কাপ জিতেনি, অস্ট্রেলিয়াকে হারায়নি। শুধু আফগানিস্থানকে হারিয়েছে ২ দিন আগে। আজকে ৩য় দিন। আজকের পত্রিকার লেখা -






মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক! আজকে অন্তত মন্ত্রীর সাথে একমত। ;)


এই আবাল সাংবাদিকরা দেশটা খেলো...X(

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এদের কারণে ভক্তরাও আগ্রাসী হয়ে উঠছে। জিতলে বাহবা, হারলেই গালাগালি।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

ঢাবিয়ান বলেছেন: এই একটা জায়গাই ছিল বাঙ্গালীর একটু গর্ব করার, একটু সেলিব্রেট করার। সেই খেলাটাও শেষ করে দেবার তুমুল ষঢ়যন্ত্র চলছে।হার জিত এখন আর খেলায়ারদের ওপড় নির্ভরশীল নয়।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: শ্রীলংকাতে নিদহাস ট্রফি হারার কারণ, খেলোয়াড়, কোচরাই স্বীকার করেছেন হাতুরুসিং-কে নিয়ে বেশী ভাবনা চিন্তাই কাল হয়েছে। সাংবাদিকদের এত খোঁচানোর দরকার কী ছিল হাতুরু বিষয়টাকে?

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

ঢাবিয়ান বলেছেন: আপনার সাথে একেবারেই একমত হতে পারলাম না। সাংবাদিকরা খেলার সব দিক নিয়ে লিখবেন, এটাই স্বাভাবিক। আবার ভক্তরাও জিতলে মাথায় উঠাবে,আবার হারলে তুলে আছাড়া দিবে এইটাও স্বাভাবিক। এসবই খেলার অংশ। কিন্তু এখন স্বাভাবিক খেলেটা খেলোয়াররা খেলতে পারছে না। তাদের এখন ফরময়াশী খেলা খেলতে হয়।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এটা ভিন্ন তর্ক।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০

রাকু হাসান বলেছেন: ভালো খেলার সাথে তেল দেওয়া ,না দেওয়ার কোনো সম্পর্ক থাকার কথা নয় ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ভালো খেলা, খারাপ খেলা, খেলাধুলার অংশ। এগুলো নিয়ে তেল দেয়া, মনের মাধুরী মিশিয়ে আকাশ পাতাল রচনা করে পাবলিকের হাইপ বাড়ানো উচিত নয়।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্ত্রীজ্বী আপনার পোস্টের মান খুবই কম। লেখাগুলো আরো গঠনমূলক, বিশ্লেষণধর্মী হতে হবে।।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাইতো আমি দপ্তরবিহীন!

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২১

দিপু দিপু বলেছেন: আমি মনে করি আমাদের প্লেয়ারদের মনে রশিদ খানের ভয় এই সাংবাদিকরাই ঢুকাইছে! রশিদ রশিদ করে এই প্রথম আলো পাগল করে ফেলছিলো লাস্ট টি-টুইন্টি সিরিজের সময়ও।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এর আগে হাতুরু জুজু-ও প্রথম আলোর সৃষ্টি।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: আপনি সাংবাদিকতা করুন তখন বুঝবেন সমস্যা টা কোথায়?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আজকে ইমরুল ৯ রান করেছে। এখন বলেন সাংবাদিকদের উপর মেজাজ খারাপ হবে না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.