![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমিক শোকসভা
............ ডি মুন
শোকসভায় বিবৃতি দেয়ার সময় হয়ে এলো
তাড়াতাড়ি খেয়ে নিন স্যার;
ছোটলোকগুলো মরেও আমাদের আর শান্তি দিলো না,
ওদের মৃত্যুতে আবার শোক কি!
আপনিই বলুন স্যার
না আছে শিক্ষা, না আছে রাজনৈতিক ঞ্জান, না টাকাকড়ি;
আর গায়ে ঘামের কি তীব্র গন্ধ!
এমনকি শুদ্ধভাবে কথাটা পর্যন্ত বলতে পারে না!
হাহ .. ওদের আবার জীবন!
তা থাকলেই কি আর না থাকলেই কি!
জি স্যার?
কিন্ত ঐ ভোটের অধিকারটা না থাকলে এই রোদে আপনাকে এখন ....
না হলে আপনার মতো ভদ্রলোকের কি ঐসব
নোংরা ছোটলোক শ্রমিকদের মাঝে যেতে আছে!
চলুন স্যার, সুষ্ঠু তদন্তের আশ্বাস নাহয় দিয়েই আসলেন,
ক'দিন পর এইসব ছোটলোকের কথা আর কার মনে' থাকবে!
কার মনে থাকে?
এসব কি আর আজ নতুন কিছু,
চলুন স্যার, আমি গাড়িটা বের করতে বলছি তাহলে?
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
ডি মুন বলেছেন: সত্যিই নির্মম সত্য
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
সািহদা বলেছেন: এটাই আমাদের আড়ালের নির্মম সত্য ।