![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোধহয় অপঘাতে মরে যাবো
দেয়ালের ইটে থেতলে যাওয়া ঐ শ্রমিকের মতোন,
এই ব্যস্ত শহরের বিচিত্র চোরাগলিতে
কৌতুকে নির্মিত কোন এক দালানের চাপে
নিথর আমার শরীর শেষ শান্তি খুজেঁ পাবে।
অপমৃত্যু হবে আমার
ভূমিতে লেপটে যাবো ভূমিধ্বসে,
নয়তো ফ্লাইওভারের খসে পড়া প্রস্তরাঘাতে!
এই মানুষের, পশুদের ব্যস্ত শহরে।
অনেক শোক হবে
যারা কোনদিন আমাকে জানতেও চাইনি;:
তাদের চোখেও আমি জল এনে দেবো
অনেক সংলাপ হবে, আবার থেমেও যাবে ;
তবু আমার শরীর সেই কালো রাস্তায়
লাল বিছানা হয়ে পড়ে রবে ।
নিশ্চুপ নীরবতা এনে দেবো আমি তোমার হৃদয়ে
প্রার্থনা-সংগীতে সৃষ্টিকর্তাকে নয় শুধু তোমাকে মনে করে
কতবার এই মন বেদনার সমুদ্র হলো!
কতবার 'ভালবাসি' জানাতে গিয়েও
বারবার থেমে গেছি শহরের এইসব শহুরে মুখ মনে করে;
তোমাকে তার কিছুই বলা হলো না!
জানতেই পারলে না ; তোমার টোলপড়া গালের ঐ হাসিটার জন্যই এতকাল বেঁচেছিলাম,
নিশ্বাস নিতে চেয়েছিলাম এই দূষিত বাতাসের শহুরে জীবনে
আরো কিছুটা সময়।
তবু আজ এই গলিত শরীরটাকে দেখে
যেন চোখ ফিরিয়ে নিয়ো না।
থেলতে যাওয়া হৃদয়ে আজ আর আঘাত নাইবা দিলে
সবার সাথে মিথ্যে করে হলেও একটু
মনে রেখো;
তারপর ভুলে যেয়ো সবার মতোন।
আমি তো বুঝে গেছি
আমার, আমাদের মনে ভালবাসা থাকতে নেই।
আমাদের জীবন থাকে
অপঘাতে অপমৃত্যুর বিপন্ন অপেক্ষাতে
তোমাদের সভ্যতার ভিত গড়ে দিতে।
,......... ( অপমৃত্যু, ডি মুন, 25/04/13)
২৪ শে মে, ২০১৩ রাত ৯:৫৩
ডি মুন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬
নীল সুমন বলেছেন: চমতকার বলেছেন। মনের কথা বলেছেন।