নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

এ শহরে কেউ বেচেঁ নেই :(

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

এ শহরে কেউ বেচেঁ নেই



শুধু যন্ত্র আর যান্ত্রিক শব্দ,

ধূলো আর গন্ধের

এই বিষাক্ত আধুনিকতায়

মানুষের মৃত্যু হয়ে গেছে;

সকালের মৃত্যু হয়ে গেছে;

রাত্রির মৃত্যু হয়ে গেছে!



বিত্তশালী এই শহরে

সকালের

রাত্রির

নির্জনতা মরে গেছে

নিদারুণ ব্যস্ততার বিষে,



যন্ত্রের সুর শুনে বিষন্নতার ভারে

মরে গেছে দোয়েল, ঘুঘু, বক।

শহরের এই ব্যস্ততা দেখে

সব ফুল বিবর্ণ হয়ে ঝরে গেছে

কংক্রিটের জানালার ধারে

অথবা ফুটপাতে

একরাশ ধুলোর আঘাতে।



সন্ধ্যায় তোমার কর্মক্লান্ত শরীরও

মরে গেছে যান্ত্রিকতায় চোখ রেখে ;

অনিবার্য কামনার নিবৃতি শেষে

সকালের কর্কশ সাইরেনে।



অলস সময় এখানে মৃত

আবসর দুষ্প্রাপ্য এখানে,



নির্মল ভাবনারা এসে পীড়িত করে না কভু

শহরের বড় বড় মানুষের মন।

ভালবাসারও আগে স্বার্থ আর সম্পদ শিকার করে নিয়ে যায় এইসব লাশের হৃদয়।



এতসব মৃত্যু দেখে

যে আমি বিকেলের শেষ আলোতে তোমার হাত ছুয়ে মেঠো পথে হেটে যাবো বলে ভেবেছিলাম

তারও মৃত্যু হলো;



এ শহরে কেউ আর বেচেঁ নেই!





........ (এ এক মৃত শহর, 26/4/13 )

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০১

রাজনীতির ভাষা বলেছেন: যে আমি বিকেলের শেষ আলোতে তোমার হাত ছুয়ে মেঠো পথে হেটে যাবো বলে ভেবেছিলাম
তারও মৃত্যু হলো;

এ শহরে কেউ আর বেচেঁ নেই!

২৪ শে মে, ২০১৩ রাত ৯:৪২

ডি মুন বলেছেন: :( :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.