নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

অলস নির্জন প্রাণ

২৮ শে মে, ২০১৩ দুপুর ১:২৩





অলস নির্জন প্রাণ



মেঘের উপরে উঠে এসে

একবার পৃথিবীর পানে তাকাও-



অবিরাম ছুটে চলা মানুষ

সাজানো কংক্রিটের স্তুপ,

বড় বড় দালানে জমানো শুধু পাপ

যৌনতা, হিংসা, অহংকার, অভিশাপ;

তেলপোড়া সকালের বাতাসে সেখানে নেই

জীবনের স্বাদ,

মানুষের ভারে ক্লান্ত এই পৃথিবীর

মাটি বায়ু জল;



নদীর বুকে জাগে চর

সেখানেও হিংসা এসে বাধে তার ঘর,

ক্ষমতার মোহ ছাড়া আর

কিছু নেই কারো মনে,

কোন অবসর নেই আজ

জীবনের দৌড়ে;

অলসতায় নির্জনতায় আছে শুধু

পেছাবার ভয়,

টাকায় বিক্রি হয়ে গেছে এখানে প্রেম

আর হয়ে গেছে প্রেমিকার ক্ষয়;

এখানে প্রেমের কি আর মানে ?

সম্পর্ক ভেঙ্গে গেছে বারবার

কী ভীষন টানাপোড়েনে;



এবার নিচে একেবারে নেমে এসো ঘাসে

আকাশে শুন্যের বুকে দৃষ্টিরে দিয়ে দাও ছুটি-



মেঘে মেঘে ভেসে যায় অজানা আহ্লাদ

হঠাত হাওয়া এসে ভোলায় বিষাদ;

সব ব্যর্থতা দুঃখ জরা ক্লেদ

আকাশের বিশালতায় সব নিঃশেষ,

রাত্রির চাঁদ আর তারা

ভালোবেসে হয় দিশেহারা;

এখানে মুগ্ধ নয়ন

এই আকাশের নিচেই হোক আমাদের যুগল শয়ন,

যেখানে সভ্যতা ফেলেনা তার নির্মম ছাপ

নেই ব্যস্ত জীবনের ক্লান্ত অভিশাপ;



এই মহাশুন্য জগতের পারে

ডুবে যাক মিথ্যে হোক সব

সভ্যজগতের কর্মব্যস্থতার মানে;



আমি আর তুমি

মাটিতে মাথা রেখে আকাশের

অসভ্য অলসতায় করে যাই স্নান;

নিশ্চিত করি আজ ভালোবেসে

দুটি অজানা অলস মনে

দুজনের আমৃত্যু স্থান ।



(অলস নির্জন প্রাণ, ডি মুন, ০৭/০৫/২০১৩, রাত ০১;৩৩)

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ১ম ভালোলাগা কবি !

২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৫৮

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য

শুভকামনা রইল :)

২| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:
২য় ভাল লাগা কবি

২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৫৯

ডি মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ :)

৩| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব ভাল লাগা,,,,,,,,২ বার পড়লাম,,,,,,,,,

শুভকামনা

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩

ডি মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৪| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:১৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সুন্দর কবিতা

বেশ ভাল

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩

ডি মুন বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.