![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের প্রথম দেখা হলো;
তখন পড়ন্ত বিকেলের রোদ
ঘাসের ক্লান্ত শরীরে চুমু দিয়ে যাচ্ছে,
ঘাসগুলো লজ্জায় রক্তিম হয়ে উঠছে
আর আমি
কিসের অজানা ভয় আর উত্তেজনায়
ক্রমশ নীল হয়ে যাচ্ছি;
আমাদের আজই প্রথম দেখা হতে চলেছে-
পাশে কৃষ্ণচূড়ার ডালে লাল লাল ফুল,
কর্কশ শব্দে ডেকে চলেছে কাক
অবিশ্রাম;
ক্লান্তিহীনভাবে পাশেই ছুটে চলেছে জীবন
শব্দ, চিৎকার, ডাকাডাকি
তবুও এ অন্তর্মুখি ছেলেটার আজ
সব কিছুই ভালো লাগছে;
আজই প্রথমবারের মতো বলতে ইচ্ছে
করছে; জীবনটা এতো সুন্দর কেন?
চারিদিকে এত মুগ্ধতা কেন?
আজই প্রথম আমাদের দেখা হতে যাচ্ছে-
তাই অনেকদিন পর আজ
চিরুনির আঁচ লাগলো মাথায়,
সবচেয়ে ভালো টি-শার্টটি জড়িয়ে নিলো শরীর
সেলুনে বসেও বারবার নিজেকে
সবচেয়ে উপযুক্ত প্রমাণের সে কি
প্রাণান্ত প্রচেষ্টা !
উত্তেজনা, ভয় আর ভালোবাসার এক
মিথস্ক্রিয়ায় আমি ক্রমশ;
তলিয়ে যাচ্ছি!
দূরের রাস্তার বাঁকে আমার চোখ যেন
অতন্দ্র প্রহরী;
ফটোগ্রাফের মায়াবী মেয়েটিকে
দেখার জন্যে অধীর,
কারণ অনেক অপেক্ষার শেষে
আজই আমাদের প্রথম দেখা হবে;
তোমাকে দেখতে পাচ্ছি আমি
হ্যা, আমার টেবিল-ল্যাম্পের
পাশে রাখা ফটোগ্রাফ,
মনের ক্যানভাসে আঁকা একমাত্র ছবি;
হ্যা, তুমিই
আমি চিনতে পেরেছি নিমেষেই;
ধীর পায়ে এগিয়ে আসছো তুমি
আমার কেমন একটা অনুভুতি হচ্ছে,
আর এক মুহুর্ত পর তুমিও হয়তো
আমাকে দেখেই চিনে ফেলবে;
কিন্তু একি !
তোমার কাধে অন্য একটা হাত দেখছি কেন?
তোমার চোখের পাশ থেকে অবাধ্য চুলগুলোকে
কে সরিয়ে দিল এইমাত্র?
আশ্চর্য…!
তুমি নিষেধ করলে না কেন?
তুমি নিষেধ করছো না কেন!
আমার শরীর মন অসাড় ও নিস্তব্ধ,
আমি বিবর্ণ হয়ে যাচ্ছি,
তোমাকে দেখে আমার চোখ পুড়ে যাচ্ছে;
তখনো পড়ন্ত বিকেলের রোদ
ঘাসের ক্লান্ত শরীরে চুমু দিয়ে যাচ্ছে;
একটানা চিৎকার করে
কে যেন বলে চলেছেঃ
জীবনটা এত বিষন্ন কেন!
চারিদিকে এতো বিষাদ কেন!
এলোমেলো চুলগুলো আবার বড় হতে থাকলো
অযত্নে অবহেলায়
নখগুলো অবাধ্যতায় বেড়ে উঠলো
সেই প্রলয়ের পর
আয়না দেখিনা… সেলুনেও যাই না
সে অনেকদিন হলো;
সেই প্রথম দেখাই আমাদের শেষ দেখা ছিলো
সেও তো আজ … অনেক দিন হলো!
(প্রথম দেখা, ডি মুন, ০১/০৫/২০১৩, রাত ১০;৪৫)
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:০৫
ডি মুন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
মাক্স বলেছেন: লেখাটি ভালো লাগলো!