![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমুখে ওই মাঠ
মাঠ পেরিয়েই নদী,
তার ওপারে তোমার বসত বাড়ি;
সন্ধ্যা হলেই
রোজ আমাদের দেখা,
রাত্রি হলে ফিরি একা একা;
নদীর পারে
থাকে না কেউ জেগে,
হঠাৎ ধেয়ে ঢেউ আসে খুব বেগে;
নৌকাখানি
দুলতে থাকে জোরে,
কখনোবা জল উঠে যায় ভরে;
আমার তো নেই
সাঁতার ভালো জানা,
প্রেম কি তবু মানে জলের মানা;
একলা নদী একলা আমি
একলা আমার মন,
তোমার ভালোবেসে দিলাম
সবই বিসর্জন;
তাই সন্ধ্যা হলেই
রোজ আমাদের দেখা,
রাত্রি হলে ফিরি আবার একা;
নদীর পরে বিদীর্ন মাঠ
মাঠ পেরিয়েই বন;
সেথায় থাকে আমার দেহ
তোমার কাছে মন ।
(মাঠ পেরিয়েই নদী, ডি মুন, ১৭/০৫/১৩, বিকাল ৪;৪৫)
©somewhere in net ltd.