নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

নিহত স্মৃতির বিষাদ

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

নিহত স্মৃতির বিষাদ





কি ভাবো তুমি এতো ?

নীরবে মনে মনে

সকাল দুপুর রাতে

বাসে ট্রেনে;

ব্যস্ত শহরের জ্যামে

ভ্যাপসা গরমে

হঠাৎ ধেয়ে আসা আনমনা বাতাসে

একাকী অথবা অনেক মানুষের ভীড়ে;



কি এতো ভাবি আমি;

বৈশাখ ঝড়ের ভোরে

বৃষ্টির শ্রাবণে,

কুয়াশায় শীতের সকালে;

বিছানায় উষ্ণ শরীর রেখে

সকাল দুপুর রাতে,

সকল ব্যস্ততা আর অবসরে

একাকী অথবা অনেক মানুষের ভীড়ে;



আমরা ভেবেই চলি-

প্রিয়মুখ মনে রেখে,

কি ভীষণ অপেক্ষাতে কাটে

আমাদের সময়;

পরস্পরের কথা ভেবে

কি যে সুখ পায় মন!

বিষন্নতায় অবসাদে,

ভালোবাসা চেপে রেখে

শুধু চোখে চোখে চেয়ে

কেন যাই আখিজলে ভেসে!



তবু কেন আমরা ভেবে ভেবে মরি,

যদিও একই বাতাস আমাদের মন যায় ছুয়ে

একই আকাশে চোখ রেখে আমাদের দিন যায় কেটে !



( নিহত স্মৃতির বিষাদ, ডি মুন, ০৮/০৫/২০১৩, দুপুর ০১;৪০ )


মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১০

কাজী দিদার বলেছেন: তবু কেন আমরা ভেবে ভেবে মরি,
যদিও একই বাতাস আমাদের মন যায় ছুয়ে
একই আকাশে চোখ রেখে আমাদের দিন যায় কেটে?
ভাল লাগলো

০১ লা জুন, ২০১৩ রাত ১:০৫

ডি মুন বলেছেন: শুভসন্ধ্যা , ভালো থাকবেন

২| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

মুফতি তামিমুল কমর আহমদ বলেছেন: অসাধারন! খুব ভাল লেগেছে

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:০৫

ডি মুন বলেছেন: শুভসন্ধ্যা , আমার ব্লগে স্বাগতম :)

৩| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

কাজী দিদার বলেছেন: শুধু চোখে চোখে চেয়ে
কেন যাই আখিজলে ভেসে!

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ডি মুন বলেছেন: কেন কেন কেন !!

কি এত দুঃখ আমাদের মনে ?????
একই পৃথিবীর পরেই তো আছি দুজন। তাহলে কেন দুঃখ , কেন আখিজল !!!!

৪| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: শেষ তিন লাইন ভালো লাগলো ।
শুভকামনা রইলো

৩১ শে মে, ২০১৩ রাত ১০:৫১

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


++++++++

অনেক ভালো লাগা কবিতায় ...

৩১ শে মে, ২০১৩ রাত ৮:৪৫

ডি মুন বলেছেন: অনেক অনেক শুভকামনা রাজকন্যা :) :)

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৭

প্র_পা বলেছেন: নতুন পোস্ট কেন দিচ্ছেন না।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

ডি মুন বলেছেন: আসছেন আরেকজন ! আমি আমার প্রিয় গল্পকারগুলোরে এই কথা বলি, আর আমারে তাগাদা দিতে আসছেন মহান প্রপা।

আচ্ছা, এত যখন অনুরোধ করতেছেন তখন দিলাম একটা।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

প্র_পা বলেছেন: থ্যাংকস ডি মুন ভাই দেখেছি। আপনি ভালো আছেন তো!!

১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

ডি মুন বলেছেন: হ্যাঁ, ভাই
ভালো থাকতে থাকতে অজ্ঞান হয়ে যাচ্ছি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.